Advantages of Credit Card – ATM কার্ড থাকলেই মিলবে 5 লাখ টাকা, কিভাবে জেনে নিন।

Advantages of Credit Card – কোন কোন ATM কার্ডে কি সুবিধা মিলবে?

বর্তমানে অনলাইনে সকল সমস্যার সমাধান পাওয়া সম্ভব (Advantages of Credit Card)। সেটা কোনো প্রশ্নের উত্তর পাওয়া হোক বা আর্থিক লেনদেন। কারণ এখন ক্রমশ অনলাইন শপিং এর ক্ষেত্রে বাড়ছে অনলাইন ট্রানজেকশনের চাহিদা। কিন্তু জানেন কি ATM কার্ড থাকলে পাওয়া যাবে 5 লাখ টাকা।

বর্তমানে ATM কার্ড ব্যবহার করেন দেশের লক্ষ লক্ষ মানুষ। তাছাড়া ATM কার্ডের সাহায্যে বিল পেমেন্টের মতো কাজের সুবিধা নিয়ে থাকেন হাজারো মানুষ। তবে অনেকেই জানেন না ATM কার্ড থাকলেও কিভাবে পাওয়া যাবে 5 লাখ টাকার সুবিধা। তাও আবার বিনামূল্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। (Advantages of Credit Card)

SSC এর পরীক্ষার ফলাফল প্রকাশ, কিভাবে চেক করবেন? জেনে নিন

দেশে তিন ধরনের এটিএম কার্ড চালু করা হয়েছে। সেগুলি হল সাধারণ মাস্টার কার্ড, ক্লাসিক এবং প্লাটিনাম কার্ড। মাস্টার কার্ডে ৫০০০০ টাকা, ক্লাসিক এটিএম কার্ডে ১ লাখ টাকা, ভিসা কার্ডে দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। এছাড়া প্ল্যাটিনাম কার্ডে ৫ লাখ টাকার বীমা করা হবে। কিন্তু যাদের জন ধন অ্যাকাউন্ট রয়েছে তাদের রয়েছে RuPay কার্ড। যেটির মাধ্যমে কোনও ব্যক্তি ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকার বীমা পেতে পারেন। (Advantages of Credit Card)

তার জন্য কোন নিয়ম বরাদ্দ থাকবে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI এর নিয়ম অনুসারে, কোন ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়লে কিংবা তার মৃত্যু ঘটলে ATM কার্ডের বীমার বিভাগ অনুসারে পাওয়া যাবে বিশেষ সুবিধা।নিয়ম অনুসারে কোনো ব্যক্তির একটি হাত বা পায়ের হানি ঘটলে পাওয়া যাবে ৫০ হাজার টাকা, দুটি পা বা দুই হাতের জন্য বীমার পরিমাণ ১ লাখ টাকা। এছাড়া মৃত্যু ঘটলে পাওয়া যাবে ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা। (Advantages of Credit Card)

মাসে মাসে রিচার্জের দিন শেষ, ফিরে এলো লাইফটাইম ভ্যালিডিটি প্ল্যান, 222 টাকা রিচার্জ করুন

উল্লেখ্য, এই সুবিধা পেতে হলে ব্যাঙ্কে জানাতে হবে আবেদন। সাথে জমা করতে হবে গুরুত্বপূর্ণ নথিপত্র। এই সম্পর্কিত তথ্য আরো বিশদে পেতে হলে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে। (Advantages of Credit Card)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button