Government Employees: ডিএ-র পর বাড়ছে স্যালারি! সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ বাড়বে! বছর শেষে দারুন খুশির খবর

সুখবর! সরকারি কর্মীদের বেতন বাড়ছে দ্বিগুণ হারে।

সরকারি কর্মীদের (Government Employees) জন্য ফের খুশির খবর। বছরের শেষে আবার মুখে হাসি ফুটতে চলেছে সবার। কিছুদিন আগেই কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে। কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা প্রায় তিন শতাংশ বৃদ্ধি করা হয়। বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা মোট ৫৩% হারে ডিএ পাচ্ছেন। উৎসবের মরশুমে এই সুখবর পেয়ে খুশি সরকারি কর্মীরা। তবে এখানেই শেষ নয় যা শোনা যাচ্ছে, এবার সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে।

Government Employees Salary Hike

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য আবার সুখবর। যা জানা যাচ্ছে, সরকারি কর্মীদের ডিএ তো বাড়বেই। আর তার সঙ্গে আরও একটি দারুন উপহার পাবেন সকল সরকারি কর্মীরা। (Government Employees). এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, তাহলে কি নতুন বেতন কমিশন গঠন হতে চলেছে? শুধু তাই নয়, এও খবর পাওয়া যাচ্ছে যে, সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও নতুন করে সুখবর আসতে চলেছে। আর সরকারি কর্মীরা নতুন বেতন বৃদ্ধির আপডেট শুনলে তো থমকে যাবেন।

কেন্দ্রের মোদী সরকার কিছুদিন আগেই কার্যকর করেছে ইউনিফাইড পেনশন স্কিম। আর এই স্কিম বাস্তবায়নের পরে সরকারি কর্মী ও পেনশনার দের 3 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির উপহার দিয়েছে। সরকারি কর্মীদের ডিএ একলাফে ৫০ থেকে ৫৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। যা জানা যাচ্ছে, পরবর্তী ডিএ বৃদ্ধি করা হবে আগামী 2025 সালে। অন্য দিকে, 2025 সালের আগে নতুন বেতন কমিশন গঠনের বিষয়েও আলোচনা শুরু হয়েছে। এখন দেখা যাক সরকারি তরফে কি সিদ্ধান্ত হয়।

গঠিত হতে চলেছে অষ্টম বেতন কমিশন!

একটি জল্পনা সামনে আসছে যে, ২০২৫ সাল নাগাদ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে। আপাতত জানা গিয়েছে, জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (JCM) নভেম্বরে কর্মচারী সংস্থাগুলির সঙ্গে নতুন করে একটি বৈঠক করতে পারে। সেই বিষয়ে সম্মত হয়েছে, আর সেখানেই অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আর যদি সত্যি অষ্টম বেতন বেতন কমিশন গঠন হয় ও সুপারিশগুলি কার্যকর করা হয়, তবে এই দেশের কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেতন একলাফে ১৮০০০ টাকা থেকে বেড়ে যেতে পারে। একইভাবে বলা যায়, পেনশনভোগীদেরও ন্যূনতম পেনশন বেড়ে যেতে পারে 17,280 টাকা পর্যন্ত। আসলে, এতদিন পর্যন্ত প্রত্যেক ১০ বছর অন্তর নতুন করে বেতন কমিশন গঠিত হয়েছে। সপ্তম বেতন কমিশন গঠিত হয় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে।

জানুয়ারি থেকে সরকারি কর্মীদের বেতন 18000 টাকা পর্যন্ত বাড়তে পারে। প্রস্তাব গেল অর্থ দপ্তরে

তবে সুপারিশগুলি কার্যকর হয় ১ জানুয়ারি ২০১৬ থেকে। যা ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ শেষ হওয়ার কথা। আর এর ভিত্তিতে যদি হিসাব করে দেখা হয়, তাহলে অষ্টম বেতন কমিশন আগামী ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর করা হবে। অন্তত সেটাই এখন মনে করা হচ্ছে। এছাড়া ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে ভালো খবর শোনা যাচ্ছে। বর্তমানে, ফিটমেন্ট ফ্যাক্টর যেখানে 2.57। কিন্তু কর্মচারীরা পরের বেতন কমিশনে ফিটনেন্ট ফ্যক্টরকে 3.68-এ উন্নীত করার অনুরোধ করেছেন। আর সরকার যদি এই পরিবর্তনে রাজি হয় তাহলেই কর্মীদের বেতন বাড়বে।

Related Articles

Back to top button