Agneepath Scheme 2022 – শুরু হয়ে গেল অগ্নিবীর নিয়োগের আবেদন প্রক্রিয়া, জলদি করুন আবেদন।
Agneepath Scheme 2022 – জেনে নিন চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
চাকরি প্রার্থীদের জন্য আবার একটি সুখবর। সম্প্রতি প্রকাশ পেয়েছিল অগ্নিপথ প্রকল্পের (Agneepath Scheme 2022) ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি। আর এবার সরাসরি অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের জন্য শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। চলুন তাহলে জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
১) নিয়োগ পদের নাম- অগ্নিবীর জেনারেল ডিউটি। (Agneepath Scheme 2022)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ৪৫ শতাংশ নম্বর সহ দশম শ্রেণী পাশ করা হতে হবে। তার সাথে প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর প্রাপ্ত হতে হবে।
২) নিয়োগ পদের নাম- অগ্নিবীর টেকনিকাল। (Agneepath Scheme 2022)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাস করতে হবে।
৩) নিয়োগ পদের নাম- অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার। (Agneepath Scheme 2022)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। তার পাশাপাশি ইংরেজি এবং গণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর রাখা অবশ্যক।
সুখবর রাজ্যবাসী, দাম কমলো LPG গ্যাস সিলিন্ডারের, দেখে নিন নতুন দাম
৪) নিয়োগ পদের নাম- অগ্নিবীর ট্রেডসম্যান। (Agneepath Scheme 2022)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য দশম এবং অষ্টম শ্রেণী পাশ আবেদনকারীদের সমস্ত বিষয়ে আবেদনকারীর ৩৩% নম্বর থাকতে হবে। দশম এবং অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের আলাদা নিয়োগ করা হবে।
আবেদনের বয়সসীমা-
উপরের সমস্ত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম বয়স (Agneepath Scheme 2022) হতে হবে ১৭ বছর এবং সর্বাধিক ২৩ বছর বয়স পর্যন্ত করা যাবে আবেদন। অতিমারি থাকার কারণে যেহেতু গত দু’বছর হয়নি কোনো নিয়ম তাই শুধুমাত্র এক বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে বয়সসীমা। অর্থাৎ তাকে সর্বোচ্চ বয়সসীমা ছিল ২১ যেটি এই বছর বেড়ে দাঁড়িয়েছে ২৩। মাত্র এক বছরের জন্য সুযোগ দেওয়া হচ্ছে সমস্ত চাকরিপ্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি-
আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রথম ধাপে সেনাবাহিনীতে ২৫ হাজার অগ্নিবীর নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য সারা ভারত জুড়ে ৮০ টি র্যালির আয়োজন করা হবে। যাতে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৬ই অক্টোবর দিতে হবে লিখিত পরীক্ষা এবং আগামী ডিসেম্বর মাসে নির্বাচিত ২৫ হাজার প্রার্থীদের প্রশিক্ষণে পাঠানো হবে।
সম্পূর্ণ আবেদন পদ্ধতি- (Agneepath Scheme 2022)
১) প্রথমে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (joinindianarmy.nic.in)।
২) এরপর অগ্নিপথ বিভাগের ‘Apply Online’ এ ক্লিক করতে হবে।
৩) নতুন ব্যবহারকারী হলে আগে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন হয়ে গেলে নিজের নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৪) দশম শ্রেণীর শংসাপত্রে দেওয়া বিবরণ অনুযায়ী আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৫) রেজিস্ট্রেশন হয়ে গেলে আবেদনকারীর দেওয়া ই-মেইল আইডি এবং মোবাইল নম্বরে একটি এককালীন পাসওয়ার্ড পাঠানো হবে।
৬) ব্যবহারকারীকে পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে এবং ই-মেইল আইডি হবে তার ইউজারনেম।
৭) মনে রাখবেন শুধুমাত্র লগ ইন করার পরে, অনলাইনে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করা যাবে।
প্রতিদিন এমন নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
1200 জন কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের ভূমি এবং খাদ্য দপ্তরে, মাধ্যমিক থাকলেই মিলবে চাকরি