Agneepath Scheme Apply Online – অগ্নিপথ প্রকল্পে 50 হাজার কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

Agneepath Scheme Apply Online – নির্বাচিত চাকরিপ্রার্থীদের নাম হবে অগ্নিবীর।

ভারতের বিভিন্ন জায়গায় এখন যে চাকরিতে নিয়োগ নিয়ে শুরু হয়েছে শোরগোল, আন্দোলন-বিক্ষোভ সেটি হল অগ্নিবীর (Agneepath Scheme Apply Online)। গত ১৪ জুন, ২০২২ তারিখে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রকের তরফ থেকে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করা হয়। যেটির মাধ্যমে বলা হয়েছে চাকরিপ্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার পর থেকে আগামী ৪ বছরের জন্য চাকরির সুযোগ পাবেন।

ভারতের সকল জায়গা থেকেই চাকরিপ্রার্থীরা করতে পারবেন এই পদের জন্য আবেদন। প্রতিবছর এই অগ্নিপথ প্রকল্পের (Agneepath Scheme Apply Online) মাধ্যমে ৪৫ থেকে ৫০ হাজার কর্মী নিয়োগ করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে যারা নির্বাচিত হবেন সেই সব সেনাদের নাম হবে ‘অগ্নিবীর’, এমনটাই জানানো হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ৯০ দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশিত হতে চলেছে ‘অগ্নিবীর’ নিয়োগ (Agneepath Scheme Apply Online) বিজ্ঞপ্তি। তবে ইতিমধ্যে আবেদনকারীদের নিয়োগ সংক্রান্ত যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে জেনে নেওয়া যাক কোন পদের জন্য কি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সরকারের তরফ থেকে।

১) পদের নাম- অগ্নিবীর (জেনারেল ডিউটি)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। (Agneepath Scheme Apply Online)
২) পদের নাম- অগ্নিবীর (টেকনিক্যাল)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক আবেদনকারীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

ব্যাংকে একাউন্ট রাখতে হলে, মানতে হবে এই নিয়ম, RBI এর কড়া নির্দেশ

৩) পদের নাম- অগ্নিবীর (টেকনিক্যাল এভিয়েশন অ্যান্ড এমুনিশন এক্সামিনার)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- স্টেট এডুকেশন বোর্ড অথবা সেন্ট্রাল এডুকেশন বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং অন্ততপক্ষে ১ বছরের আইটিআই (ITI) কোর্স করে থাকতে হবে। (Agneepath Scheme Apply Online)
৪) পদের নাম- অগ্নিবীর ক্লার্ক/ স্টোর কিপার।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক আবেদনকারীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরসহ যেকোনো বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

৫) পদের নাম- অগ্নিবীর ট্রেডসম্যান (All Arms)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে। (Agneepath Scheme Apply Online)
৬) পদের নাম- অগ্নিবীর ট্রেডসম্যান (All Arms)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাস সঙ্গে প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ করে নম্বর পেতে হবে।

লটারি কাটার গোপন কৌশল, এই নম্বর গুলো পেলে কিনে নিন, আর দেখুন ম্যাজিক

উপরে আলোচিত সমস্ত পদে আবেদনকারীর বয়স- প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো- (Agneepath Scheme Apply Online)
১) প্রথম বছর প্রতিমাসে প্রার্থীদের প্রদান করা হবে ৩০ হাজার টাকা। (হাতে পাওয়া যাবে ২১ হাজার টাকা)।
২) দ্বিতীয় বছর প্রতিমাসে প্রার্থীদের প্রদান করা হবে ৩৩ হাজার টাকা। (হাতে পাওয়া যাবে ২৩ হাজার ১০০ টাকা)।
৩) তৃতীয় বছর প্রতিমাসে প্রার্থীদের প্রদান করা হবে ৩৬ হাজার টাকা। (হাতে পাওয়া যাবে ২৫ হাজার ৫৮০ টাকা)।

৪) চতুর্থ বছর প্রতিমাসে প্রার্থীদের প্রদান করা হবে ৪০ হাজার টাকার বেতন। (হাতে পাওয়া যাবে ২৮ হাজার টাকা)। (Agneepath Scheme Apply Online)
তবে বেতন থেকে কাটা ৩০ শতাংশ অর্থ সরকারি অনুদানে যাবে অগ্নিবীর কোর ফান্ডে। সুদ সমেত চাকরি শেষে ‘সেবা নিধি প্যাকেজে’ মাধ্যমে মিলবে ১১ লক্ষ ৭১ হাজার টাকা। অগ্নিপথ প্রকল্পে নিযুক্ত সেনাদের দেওয়া হবে চার বছরে ৪৮ লক্ষ টাকার বীমা। এটা কোনোভাবেই চাকরিপ্রার্থীদের বেতন থেকে কাটা হবেনা।

এই সংক্রান্ত খবর আরো জানতে চোখ রাখতে ভুলবেন না www.sukhobor.com ওয়েব পোর্টালে।
Written by Manisha Basak.

Airtel-jio কে টেক্কা দিতে বিএসএনএলের দুর্দান্ত প্ল্যান, মিলবে 200 টাকার কমে 100 দিনের ভ্যালিডিটি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button