Airtel Prepaid 2022 – Airtel এর আকর্ষণীয় রিচার্জ প্ল্যান, মিলবে ২১ জিবি ডেটা সাথে অন্যান্য সুবিধাও।

Airtel Prepaid – ২০০ টাকার কমে প্রিপেড প্ল্যান সম্পর্কে বিশদে জানুন।

গত বছরের শেষের দিকে প্রায় সকল টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে (Airtel Prepaid)। তাই একদিকে যেমন সাধারণ মানুষকে অতিরিক্ত খরচা করতে হচ্ছে রিচার্জ করার পিছনে, তেমনি একাধিক সিম ব্যবহার করার বদলে একটি সিম ব্যবহারের দিকেই ঝুঁকছেন অধিকাংশ মানুষ। এবার গ্রাহকদের দিকে লক্ষ্য রেখে তাদের সুবিধার্থে airtel নিয়ে এল আকর্ষনীয় প্রিপেইড রিচার্জ প্ল্যান। পাওয়া যাবে অতিরিক্ত ডেটার সাথে আনলিমিটেড কলিং এবং অন্যান্য সুবিধা।

অনেকেই আছেন যাদের সারা মাসে মোট ২ বা ৩ জিবি ডেটার দ্বারা কাজ সম্পূর্ণ হয় না (Airtel Prepaid)। ফলে অতিরিক্ত ডেটা প্যাক রিচার্জ করতেই হয়। এর কারণে অতিরিক্ত টাকাও ব্যয় হয়ে যায়। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। পাওয়া যাবে মোট ২১ জিবি ডেটা। সাথে থাকবে আনলিমিটেড ভয়েস কলিং, এসএমএস এবং অন্যান্য সুবিধাও। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

উচ্চমাধ্যমিকের পরীক্ষার খাতা রিভিউ নিয়ে, পরীক্ষকদের শোকজ করার সিদ্ধান্ত নিতে পারে সংসদ

Airtel এর ২০৯ টাকার রিচার্জ প্ল্যান-
এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে দৈনিক 1 জিবি ডেটা। মোট 21 জিবি ডেটা। সাথে আনলিমিটেড কলিংয়ের সাথে বিনামূল্যে জাতীয় রোমিং পরিষেবাও (Airtel Prepaid)। এছাড়াও প্রতিদিন গ্রাহকেরা পাবেন 100টি SMS এর সুবিধা। এছাড়াও প্রাইম ভিডিও মোবাইল পরিষেবার ফ্রি ট্রায়াল, হ্যালো টিউন এবং উইঙ্ক মিউজিকের মতো পরিষেবাও থাকছে। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২১ দিন।

Airtel-এর 200 টাকার কমে প্রিপেইড রিচার্জ প্ল্যান –
Airtel এর ১৫৫ টাকার রিচার্জ প্ল্যান-

এই প্ল্যানে পাওয়া যাবে মোট 1GB ডেটা। এছাড়াও আনলিমিটেড কলিং ও ৩০০টি SMS এর সুবিধা৷ প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৪ দিন।(Airtel Prepaid)

উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বর বাড়লো বহু পরীক্ষার্থীর, ফেল করা ছাত্র ও পাশ করলো, নতুন নম্বর দেখতে ক্লিক করুন

Airtel এর ১৭৯ টাকার রিচার্জ প্ল্যান-
এই প্ল্যানে পাওয়া যাবে মোট 2GB ডেটা। এছাড়াও আনলিমিটেড কলিং ও ৩০০টি SMS এর সুবিধা৷ এছাড়াও ৩০ দিনের জন্য বিনামূল্যে Amazon প্রাইম মোবাইল সাবস্ক্রিপশন ও বিনামূল্যে Hello Tunes, Wync Music এর সুবিধা। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৮ দিন।(Airtel Prepaid)
রিচার্জ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, সর্বোচ্চ বেতন ৯২,১০০ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button