7th Pay Commission নিয়ে এবার বড় আপডেট দেওয়া হলো রাজ্যের তরফ থেকে। কেন্দ্রের সাথে রাজ্যের বেতন হোক বা মহার্ঘ ভাতা বা যেকোনো ভাতাই হোক না কেনো সবসময় বিস্তর একটা ফারাক থেকেই যায়। ২০২৪ লোকসভা ভোটের আগে, বছরের বাজেট পেশের সময় রাজ্য সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়। রাজ্য ২ দফায় মোট ১৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছেন রাজ্য সরকারি কর্মীদের এবং কেন্দ্রের মহার্ঘ ভাতা সেখানে গিয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশয়।
All About 7th Pay Commission Details
যদিও বা এতে খুব একটা খুশি হয়নি রাজ্য সরকারি কর্মীরা। ২০২৪ লোকসভা ভোটের জয়ী প্রার্থী হয়ে রাজ্যের শাসক দল এবার রাজ্য ক্যাবিনেটের বৈঠকে 7th Pay Commission অনুযায়ী বেতন দেওয়া নিয়ে আলোচনায় বসলেন। এতদিন ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হতো কর্মচারীদের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একটি মন্ত্রী সভার আয়োজন করা হয়।
সেখানে 7th Pay Commission অনুযায়ী বেতন প্রদানকে বাস্তবে রূপান্তরিত করা নিয়েই আলোচনা করা হচ্ছিল এমনটাই সূত্র মারফৎ খবর। ওপর পার্শ্বে কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীরাও বহুদিন ধরে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়ার দাবিতে রয়েছেন। প্রায় ৫ লক্ষেরও বেশি কর্মচারী এবং লাখ লাখ অবসরপ্রাপ্ত কর্মী এই আশায় অধীর আগ্রহে বসে রয়েছেন।
বদলে গেলো Income Tax এর নিয়ম! ITR ফাইল করার আগে এই 8টি নতুন নিয়ম জেনে নিন
সেখানকার সরকার জানান বৈঠকের মাধ্যমে অর্থদপ্তর যদি এই দাবিকে মেনে নেন তবে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বেতন প্রদান করা হবে। ১৬ ই মার্চ কর্নাটকের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে বেতন কমিশনের রিপোর্ট জমা পড়ে। সেখানে ২৭.৫ শতাংশ মূল বেতন বাড়ানোর সুপারিশ করা হয়।
প্রথম দফার অধিবেশনে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন রিপোর্ট ভালো ভাবে পর্যবেক্ষণ করার পর তিনি যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং রিপোর্ট অনুযায়ী সব ঠিক থাকলে তাদের দাবীকে সরকার অবশ্যই মেনে নেবেন। এর পাশপাশি বাকি সমস্ত রাজ্য গুলিতেও এই কমিশন গঠন করা হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্র সহ রাজ্যের সরকার তাদের কর্মচারীদের দিকে নজর দেন, তাদের ভালো মন্দের কথা ভেবে দেখেন। তাই আগামী দিন সরকারী কর্মচারীদের জন্য সুসংবাদ বয়ে আনবে বলে ধারনা করা যাচ্ছে।
Written by Sathi Roy.