বিপুল হারে বাড়লো সুদের হার, কোন ব্যাংকে কত? টাকা বিনিয়োগের সুবর্ণ সময়।

সমস্ত প্রকল্পে নতুন সুদের হার

লাগামছাড়া জিনিসপত্রের দাম, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, সুদের হার বা Bank interest Rate কমিয়ে দেওয়া, রান্নার গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, কর্মসংস্থানের অভাব প্রকট, দেশজুড়ে একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। আর কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন (Loksabha Election) তাই তার আগে দেশবাসীর সেই সমস্ত ক্ষতের উপরে প্রলেপ লাগানোর চেষ্টা করছে মোদি সরকার। যাতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যেভাবেই হোক, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দখল করা যায়। সেই লক্ষ্যেই কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে (Small Savings Scheme) কেন্দ্রীয় সরকার সুদের হার বৃদ্ধি করেছে।

Bank Interest Rate

কিন্তু সেই সুদের হার নিতান্তই যৎসামান্য। তাও মাত্র ২টি প্রকল্পে। একেবারে ন্যূনতম সুদের হার বাড়ানো হয়েছে। আর পোস্ট অফিসের অন্যান্য সমস্ত স্কিমে সুদ অপরিবর্তিত থেকেছে। চলতি ২০২৩-২৪ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ০.৩ শতাংশ পর্যন্ত সুদ বাড়ানো হয়েছে। অন্যদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি একাউন্ট যোজনা (SSY), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) এর মত গুরুত্বপূর্ণ বহু সঞ্চয় প্রকল্পের Interest Rate অপরিবর্তিতই থাকছে।

পুরনো কয়েন বিক্রয় (Old Coin Sale)

মোট ১২টি প্রকল্পের মধ্যে ২টি প্রকল্পের Interest Rate বাড়ছে, তাও সামান্য।
এর আগে প্রথম ত্রৈমাসিকে ১০টি প্রকল্পের সুদ কিছুটা বাড়ানো হয়েছিল। শুধুমাত্র সেভিংস ডিপোজিট এবং পিপিএফ এর ক্ষেত্রে বাড়ানো হয়নি। এই পরিস্থিতিতে অনেকেই অনুমান করেছিলেন, এবার হয়তো পিপিএফ এ সুদ বাড়বে। কিন্তু সেটা হয়নি।
পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে কত হারে সুদ পাওয়া যাবে, তার তালিকাটা একবার দেখা যাক।

সুদের হার বাড়ছে এই প্রকল্পগুলিতে:

১ বছরের ডিপোজিটে সুদ ৬.৯ শতাংশ। আগে ছিল ৬.৮%
২ বছরের ডিপোজিটে সুদ ৭ শতাংশ। আগে ছিল ৬.৯ শতাংশ।
৫ বছরের রেকারিং ডিপোজিটের সুদের হার ৬.৫ শতাংশ। আগে ছিল 6.2 শতাংশ।

আরও পড়ুন, দুর্দান্ত প্রকল্প মমতার সরকারের, পড়াশোনা, কর্মসংস্থান, চিকিৎসা, কি কি সুবিধা

যে স্কিমগুলিতে সুদ অপরিবর্তিত থাকছে:

সেভিংস ডিপোজিটে সুদ ৪ শতাংশ।
৩ বছরের ডিপোজিটে সুদ ৭ শতাংশ।
৫ বছরের ডিপোজিটের সুদ ৭.৫ শতাংশ।
সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS): 8.2 শতাংশ।

আরও পড়ুন, RBI এর নির্দেশে লাইসেন্স বাতিল হল প্রথম সারির জনপ্রিয় এই ব্যাংকের, বন্ধ সবধরনের লেনদেন বিপাকে গ্রাহকরা।

মান্থলি ইনকাম একাউন্ট স্কিম (MIAS): 7.4 শতাংশ।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): ৭.৭%
পাবলিক প্রফিডেন্ট ফান্ডে (PPF) সুদ 7.1 শতাংশ।
কিষাণ বিকাশপত্রে (KVP) সুদের হার ৭.৫ শতাংশ।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় (SSY) সুদ ৮ শতাংশ।

সুখবর বাংলা

Leave a Comment