পেনশন নিয়ে কনফিউশন দূর করতে দেখুন, সুবিধা কোথায় বেশি! ওল্ড নাকি নিউ স্কিম, জেনে নিন।

নতুন পেনশন স্কিম চালু হবার পর থেকেই অনেকের মধ্যে একটা দ্বিধা কাজ করছে যে, কোন Pension Scheme বেশি লাভজনক হয়। অনেকে বলছেন যে, পুরনো Pension Scheme -এ পাওয়া যাবে বেশি লাভ, আবার ওপর দিকে অনেকে বলছেন New Pension স্কিমে মিলবে আগের থেকে অনেক বেশি সুবিধা। তবে কোনটি সঠিক! আজকের প্রতিবেদনে সেই ধারণা পরিষ্কার করে জেনে নেওয়া যাক, কোন Pension স্কিমে সব থেকে বেশি সুবিধা মিলছে।

ওল্ড পেনশন স্কিম থেকে নতুন স্কিম কতটা লাভজনক, জেনেই স্কিম নিন।

দেশ জুড়ে Pension Scheme পরিবর্তন হওয়া নিয়ে তুমুল বিতর্ক চলছে। কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত নতুন পেনশন স্কিমটি ঠিক কতটা সুবিধেজনক কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে, তা এই প্রতিবেদনে আলোচনা করা হল। কেন্দ্রীয় সরকারের তরফে নতুন Pension Scheme বা NPS নিয়ে গঠনমূলক পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছে।

বেশ কয়েক মাস ধরেই দেশে পুরনো স্কিম বা OPS এবং নতুন পেনশন প্রকল্প নিয়ে মোদী সরকার এবং বিরোধী দলগুলির মধ্যে ঝামেলা চলছে। এই সমস্যাকে হাতিয়ার করে নানান প্রতিশ্রুতিও দিচ্ছে বিরোধী দলগুলি। যেমন হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় ক্ষমতায় এলে কংগ্রেসের তরফে পুরনো পেনশন স্কিমটি ফের চালু করার কথা জানানো হয়েছিল।

কিন্তু নতুন স্কিম এবং পুরোনো স্কিমের মধ্যে তফাত কতটা? কেন ক্রমাগত বিতর্ক চলছে এই পেনশন স্কিম নিয়ে? সরকারি কর্মীদের জন্য আদৌ কি লাভজনক হবে নতুন স্কিম? চলুন দেখে নেওয়া যাক। পুরনো এবং নতুন প্রকল্পের মধ্যে অনেকগুলি পার্থক্য রয়েছে। স্বাভাবিকভাবেই উভয় স্কিমেরই কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে।

নতুন পেনশন স্কিমটি চালু করা হয়েছিল 2004 সালের 1 জানুয়ারি থেকে সারা দেশে। পুরনো স্কিমের ক্ষেত্রে সরকারি কোষাগার থেকে কর্মীদের Pension – এর অর্থ দেওয়া হত। কর্মচারীদের বেতন থেকে কোনও টাকা কাটা হত না। এখানে কর্মচারীদের মোট বেতনের অর্ধেক টাকা অবসরের পর Pension হিসাবে দেওয়া হয়।

সাপ্তাহিক রাশিফল (27 মার্চ-২রা মার্চ, 2023) – মেষ থেকে মীন, পার্ট-1 দেখে নিন।

তবে নতুন স্কিমে প্রাপ্ত Pension – এর অঙ্কের কোনও নিশ্চয়তা নেই। কারণ এখানে শেয়ার বাজারের গতিবিধির উপর নির্ভর করে অর্থ প্রদান করা হয়। পাশাপাশি নতুন প্রকল্পে কর্মীদের মোট বেতন থেকে 10% কেটে নেওয়া হয়। পুরানো Pension – এর স্কিমে জিপিএফের সুবিধা পাওয়া গেলেও নতুন Pension স্কিমে তা পাওয়া যায় না৷ পুরনো পেনশন স্কিমের বহু সুবিধা আছে, যেমন এখানে 20 লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি দেওয়া হয়৷

স্টেট ব্যাংকের এই প্রকল্পে দিচ্ছে সর্বোচ্চ সুদ, টাকা রাখার আগে একবার জেনে নিন।

অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্যদের পেনশনের টাকা দেওয়া হয়। পাশাপাশি, এই স্কিমে প্রতি 6 মাস পর পর ডিএ প্রদান করা হয়। প্রতি বার নতুন বেতন কমিশন গঠিত হলেই কর্মীদের Pension – এর পরিমাণ বৃদ্ধি করা হয়। পুরোনো Pension স্কিমের ফলে সরকারি কোষাগারে চাপ বাড়ছে, তাই চাপ কমাতে বর্তমানে নতুন পেনশন স্কিম প্রচলনের পরিপন্থী কেন্দ্রীয় সরকার।
Written by Parna Banerjee.

সম্পাদক

Leave a Comment