Ration Card – সমস্ত রেশন কার্ড বদলে যেতে চলেছে। APL থেকে হবে BPL. ভোটের আগে শুধু এই কাজ করুন।
রেশন কার্ড তথা Ration Card একটি গুরুত্বপূর্ণ নথি। এই কার্ডের মাধ্যমে জনগণ সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। বিশেষ করে দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তদের কথা ভেবেই এই রেশন কার্ড চালু করা হয়েছে। রেশন কার্ড ক্যাটাগরি ভিত্তিক দু প্রকার হয়ে থাকে। একটি BPL অন্যটি APL। এই দুই প্রকারের আরও অনেক ভাগ রয়েছে। যেমন AAY, PHH, SPHH, RKSY I, RKSY Il প্রভৃতি।
All Ration Card will be Coverted from APL to BPL
উপরোক্ত কার্ড গুলির মধ্যে AAY, PHH, SPHH কার্ডগুলি BPL তালিকাভুক্ত রেশন কার্ড এবং RKSY I, RKSY II কার্ডগুলো হল APL তালিকাভুক্তির Ration Card তথা রেশন কার্ড। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য সরকারের এই অভিনব উদ্যোগ হলো রেশন প্রক্রিয়া।
যদিও রেশনে ন্যায্য দামের অনেক কম মূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যায়। তবে করোনা সময় থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে ফলে উপকৃত হচ্ছেন দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো। APL রেশন কার্ডধারীদের মাথাপিছু 5 কেজি রেশন দেওয়া হয়। আর বিপিএল কার্ডধারীদের 35 কেজি নির্দিষ্ট রেশন দেওয়া হয়।
খাদ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই কর্মসূচি শুরু করার কারণ হলো রাজ্যে জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকের সংখ্যায় যতটা থাকার কথা তার তুলনায় যথেষ্টই কম রয়েছে। অর্থাৎ বিপিএল তালিকায় যত সংখ্যক পরিবার অন্তর্ভুক্ত থাকার তার চেয়ে কম আছে।
আর এই সংখ্যা কমে যাওয়ার কারণেই যেসমস্ত পরিবার দরিদ্র হওয়া সত্ত্বেও এপিএল তালিকাভুক্ত রয়েছেন তাদের বিপিএল তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে। প্রকৃতপক্ষে খাদ্য দফতর জানতে পেরেছে যে প্রচুর দরিদ্র শ্রেণীর মানুষের হাতে APL রেশন কার্ড রয়েছে যদিও তারা BPL তালিকার মধ্যে পড়ছে।
কিন্ত তারা APL কার্ড নাম থাকায় সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছে না। তাই সরকার থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে এই APL কার্ড তালিকা থেকে তাদের BPL তালিকায় আনা হবে। ফলে তাদের Ration Card তথা রেশন কার্ড পরিবর্তন হবে। আর এই পরিবর্তন ভোটের আগেই করতে চাইছে সরকার।
কাদের নাম APL থেকে BPL তালিকাভুক্ত হবে
- যাদের আয় 200000-এর কম।
- যাদের বয়স 18 বছরের বেশি।
- যাদের বাড়িতে সরকারি চাকরিজীবী কেউ থাকবে না।
- কোনো আয়করদাতা থাকবে না।
- চার চাকার গাড়ি থাকবে না।
ইতিমধ্যেই নাকি BPL রেশন কার্ড প্রদান করা শুরু হয়ে গিয়েছে। সামনে ভোট এসে গিয়েছে বলে দ্রুত গতিতে প্রক্রিয়া এগোচ্ছে, আপনিও তাহলে আর দেরি না করে জেনে নিন, কীভাবে BPL কার্ডটি পাবেন।
খাদ্য দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, BPL Ration Card তথা রেশন কার্ড পাওয়ার জন্য আপনাকে কোনো আবেদন করতে হবেনা।
এখন ST/SC এবং OBC সার্টিফিকেট বানিয়ে ফেলুন বাড়ি বসে খুব সহজেই।
সরকার থেকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে আমজনতার আর্থিক অবস্থা অনুসারে তালিকা করার। ইতিমধ্যেই APL থেকে BPL করার প্রক্রিয়া করার জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে নির্দেশিকা চলে গিয়েছে। জানা যাচ্ছে, জেলা আধিকারিকরা খাদ্য দফতরের কাছে APL কার্ডধারীদের তথ্য পাঠাবে।
তারপর সেই গ্রাহকদের BPL দেওয়া হবে কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খাদ্য দপ্তরের কর্মকর্তারা। খাদ্য দপ্তরের নির্দেশ অনুসারে সমগ্র রাজ্যব্যাপী Ration Card তথা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। আর খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর সংখ্যক নাগরিককে এপিএল থেকে বিপিএল তালিকাভুক্ত করা হয়েছে।
সস্তায় উন্নতমানের চাল ও আটা দেওয়ার সিদ্ধান্ত নিলো সরকার। কিভাবে পাবেন দেখুন।
আগামী দিনেও যথেষ্ট দ্রুততার সঙ্গে এপিএল তালিকাভুক্ত Ration Card তথা রেশন কার্ড ধারী দরিদ্র নাগরিকদের বিপিএল তালিকাভুক্ত করা হবে বলেই জানা গিয়েছে। খাদ্য দপ্তরের তরফে গৃহীত এই সিদ্ধান্ত সমগ্র রাজ্যবাসীর কাছে খুবই প্রশংসা পেয়েছে।