Jio Coin বাজারে আনলো আম্বানি। থাকছে একাধিক সুবিধা। কিভাবে কাজ করবে এই কয়েন? জেনে নিন

Jio Coin Introduced By Mukesh Ambani

রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি বাজারে আনলো জিও কয়েন (Jio Coin). এর আগে জিও সিম এনে হইচই ফেলে দিয়েছিলেন আম্বানি। বর্তমানে লাখ লাখ গ্রাহক জিও (Reliance Jio) সিম ব্যবহার করেন। তবে এখানেই শেষ নয় জিও সিম আনার পর জিওর মোবাইল ফোনটিও প্রকাশ্যে এনেছিলেন মুকেশ আম্বানি। তবে এখন সিম কিংবা ফোন নয় বরং জিও কয়েন বাজারে এনেছেন তিনি। কিভাবে এই কয়েন কাজ করবে? কিভাবে এই সুবিধা পাবেন জেনে নিন।

Jio Coin Introduced By Mukesh Ambani

এর আগেই বাজারে এসেছিল বিট কয়েন। যা অচিরেই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বিট কয়েন কে টেক্কা দিতে জিও কয়েন হাজির করেছেন আম্বানি। পলিগন ল্যাবের সাথে অংশীদারিত্বে রিলায়েন্স জিও ক্রিপ্টোকারেন্সির জগতে প্রবেশ করেছে। আর এই অংশীদারিত্বের মাধ্যমেই চালু হয়েছে Jio JioCoin। যা বিটকয়েনের ভারতীয় বিকল্প হিসাবে কাজ করবে বলেই ধারণা করা হচ্ছে। সকলের ধারণা, মুকেশ আম্বানির নেতৃত্বে এই পদক্ষেপ ক্রিপ্টো বাজারের নতুন অধ্যায়ের সূচনা করবে।

কিভাবে কাজ করবে জিও কয়েন?

মুকেশ আম্বানি কর্তৃক চালু হওয়া এই JioCoin হল একটি রিওয়ার্ড-ভিত্তিক টোকেন। এই টোকেন ব্যবহারকারীরা উপার্জন করতে পারবেন Jio-এর মোবাইল এবং ইন্টারনেট-ভিত্তিক অ্যাপগুলির ব্যবহার করার বিনিময়ে। আপনি এই টোকেন ব্যবহার করতে পারবেন রিলায়েন্সের মোবাইল রিচার্জ, রিলায়েন্সের স্টোর, রিলায়েন্স পেট্রোল পাম্প কিংবা জিওমার্টে কেনাকাটার জন্য। শুধু তাই নয়, এছাড়াও, একজন ব্যক্তি JioSphere ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করেও এই টোকেনগুলি উপার্জন করা যেতে পারে। এই সিস্টেমটি ব্যবহার করে ব্লকচেইন প্রযুক্তি। ব্যবহারকারীরা JioCoin-এর মাধ্যমে একাধিক সুবিধা যেমন, যেমন রিওয়ার্ড রিডিম করতে পারবেন। বিভিন্ন অফার পাবেন অথবা রিলায়েন্স ইকোসিস্টেমে ট্রেডিং টোকেনও পাবেন।

জিও কয়েনে কিভাবে যোগদান করবেন?

আপনি যদি JioCoin-এর সুবিধাগুলি পেতে চান তাহলে আপনাকে যুক্ত হতে হবে রিলায়েন্সের অ্যাপ পরিষেবাগুলির সাথে। সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করে নিতে হবে JioSphere অ্যাপ। এই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর উভয় জায়গাতেই পাবেন। এই অ্যাপ ডাউনলোড করার পর, আপনি খুব সহজেই আপনার ওয়ালেট তৈরি করে নিতে পারবেন। ওয়ালেট তৈরি করা হয়ে গেলে সাইন আপ করুন প্রোফাইল বিভাগে। এবার বাকি কাজগুলি সম্পন্ন হলে জিও কয়েনের সুবিধা পাবেন আপনিও।

Related Articles

Back to top button