Amazon Scholarship 2023 apply

Amazon Scholarship আসলে Amazon Future Engineer Scholarship নামে পরিচিত যা হল অ্যামাজনের একটি উদ্যোগ। এর সাহায্যে ভারতে অল্পবয়সী মেয়েদের কম্পিউটার সায়েন্স শেখার এবং কর্মজীবনে তার প্রয়োগ করে আয়ের সুযোগ করে নেবার এক বিশেষ উপায়। এই সকল মেয়েরা সাধারণত ‘ফার্স্ট জেনারেশন লার্নার্স’ হয়ে থাকে। আর এরা সব রকমের সুবিধা থেকে বঞ্চিত থাকে।

Advertisement

এই Amazon Scholarship সারা ভারতে Women Empowerment করতে বেশ উদ্যোগী।

যারা সুবিধাবঞ্চিত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজে বসবাসকারী তাদের জন্যই এই Amazon Scholarship. এই বৃত্তির মাধ্যমে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং ইনফোমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট শাখায় BE/B.Tech কোর্সের প্রথম বর্ষে পড়া মেয়ে শিক্ষার্থীরা স্নাতক পর্যন্ত প্রতি বছর 40,000 টাকা করে বৃত্তি বা স্কলারশিপ এর সুযোগ পাবেন।

এই Amazon Scholarship পাবার মাধ্যমে তারা যেমন পাবেন আর্থিক সহায়তা তেমন পাবেন প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ ক্যারিয়ার। দক্ষতা তৈরির পাশাপাশি নেটওয়ার্কিং এর সুযোগ এবং অ্যামাজন ইন্টার্নশিপের জন্য মেন্টরশিপও পাবেন তারা। এর ফলে তাদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও উন্নত।

Ads

Amazon Scholarship এর সাহায্যে তরুণদের কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তির ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে বিশেষ অনুপ্রেরণা দেয়। এটি তরুণদের আরও ভালো নির্মাতা এবং চিন্তাবিদ হিসেবে গড়ে তোলার জন্য সর্বদা প্রচেষ্টা চালায় এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। এর মূল লক্ষ্য হল ভারতে মেয়ে শিক্ষার্থীদের জন্য সামগ্রিক শিক্ষার সুযোগ তথা Women Empowerment করে দেওয়া যারা প্রযুক্তি বিশেষজ্ঞ হতে চায়।

Advertisement

Amazon Scholarship এর এই প্রোগ্রামটি ফাউন্ডেশন ফর এক্সিলেন্স (FFE) এর সাথে অংশীদারিত্বে বাস্তবায়িত হচ্ছে, একটি অলাভজনক সংস্থা যা আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন এবং যারা একাডেমিকভাবে প্রতিভাধর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

Advertisement

Amazon Scholarship পেতে যোগ্যতা কি লাগবে?ভারতীয় মেয়ে হতে হবে। শিক্ষার্থীরা কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট শাখায় BE/BTech করছে এমন হলেই আবেদন করা যাবে।বর্তমানে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত।বার্ষিক পারিবারিক আয় 3,00,000 টাকা এর কম হতেই হবে।রাজ্য বা জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়।পরিবারের প্রথম গ্র্যাজুয়েট মেয়ে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।

Ads

Amazon Scholarship এর ক্ষেত্রে কি সুবিধাদেওয়া হবে?
1,60,000 টাকার মোট স্কলারশিপ পাবেন মোট 4 বছরে। অর্থাৎ প্রতি বছর স্নাতক চলাকালীন শেষ বর্ষ পর্যন্ত প্রতি বছর 40,000 টাকা করে স্কলারশিপ পাবে পড়ুয়া। এর ফলে তার পড়াশোনার যাবতীয় সকল খরচের জন্য আর তাকে চিন্তা করতে হবে না।

নথিপত্র কি কি লাগবে এই Amazon Scholarship পাবার জন্য
?প্রিলিম অ্যাপ্লিকেশন নির্বাচন করার পরে আবেদনকারীদের নিম্নলিখিত নথিগুলি আপলোড করতে হবে –
1. ক্লাস 10 এবং ক্লাস 12 মার্কশিট।
2.কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেট।

3. বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র।
4. আসন বরাদ্দের জন্য কাউন্সেলিং লেটার।
5. পারিবারিক আয়ের শংসাপত্র বা বেতন স্লিপ (3 মাসের জন্য) বা আইটি রিটার্ন ফর্ম।

6. টিউশন/ হোস্টেল/ মেসের প্রদত্ত রসিদ।
7. কলেজ থেকে আনুমানিক খরচের বিবরণী।
8. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ নিশ্চিতকরণের জন্য ব্যাঙ্ক পাসবুকের কপি।
9. ই-আধার বা আপনার আসল আধারের স্ক্যান কপি।

আপনি কিভাবে Amazon Scholarship পেতে আবেদন করবেন?
1. ওয়েবসাইটে ‘এখনই আবেদন করুন’ বোতামে ক্লিক করুন।
2. আপনার নিবন্ধিত আইডি দিয়ে Buddy4Study-এ লগইন করুন এবং ‘আবেদন ফর্ম পৃষ্ঠা’ এ যান।
3. নিবন্ধিত না থাকলে – আপনার ইমেল/ মোবাইল/ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study এ নিবন্ধন করুন।

4. আপনাকে এখন ‘আমাজন ফিউচার ইঞ্জিনিয়ার স্কলারশিপ’ পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে।
5. ‘এখনই আবেদন করুন’ বোতামে ক্লিক করুন।
6. প্রাথমিক আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
7. প্রাসঙ্গিক নথি আপলোড করুন।

সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ। মাধ্যমিক, HS, কলেজ পড়ুয়া – সবাই পাবেন। জেনে নিন।

8. আবেদন জমা দিন।
9. এই বৃত্তির আবেদন করার জন্য ছাত্রদের অবশ্যই কোন বিষয়গুলি অনুসরণ করতে হবে?
10. কম্পিউটার সায়েন্স কাউন্সিলিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা অনুমোদন BE/B.Tech বিবেচনা করা প্রথম মেয়ের মেয়েরা এই বৃত্তির জন্য আবেদন করার যোগ্য।

কতজন Amazon Scholarship প্রাপক থাকবেন?
প্রাথমিকভাবে, 500 জন যোগ্যকেই যাচাই-বাছাই এবং “আগে এলে আগে পাবে” ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে।

কিভাবে Amazon ফিউচার ইঞ্জিনিয়ার স্কলারদের নির্বাচন করা হবে?
ফাউন্ডেশন ফর এক্সিলেন্স তাদের একাডেমিক পারফরম্যান্স এবং পারিবারিক আয়ের ভিত্তিতে পণ্ডিতদের নির্বাচন করবে। বাছাই প্রক্রিয়ায় নিম্নলিখিত ধাপগুলি অন্তর্ভুক্ত থাকে –
1. অনলাইন আবেদনপত্র জমা দেওয়া।
2. আবেদনকারীর একাডেমিক শংসাপত্র এবং পারিবারিক পটভূমির অনলাইন যাচাইকরণ।
3. নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন।

পরিবারের আয় একটু কম হলেই পড়াশোনার সব খরচ দিচ্ছে ষ্টেট ব্যাংক, আবেদন করলেই পাবে এই স্কলারশিপ।

পড়ুয়ারা বৃত্তির অর্থ কবে পাবেন?বৃত্তি তহবিলের অর্থ প্রদান ফাউন্ডেশন ফর এক্সিলেন্স 31শে মার্চ 2023 এর আগে এক কিস্তিতে করা হবে। এমন আরও নানা ধরণের সরকারি এবং বেসরকারি স্কলারশিপ পেতে আমাদের ওয়েবসাইটের Scholarship – সেকশনে ক্লিক করে দেখে নিতেই পারেন। আর আপনার মূল্যবান মতামত জানা কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *