পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দুর্দান্ত নতুন Online Scholarship, আবেদন করলেই পাবেন 12 থেকে 50 হাজার টাকা।

Online Scholarship এ আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

ভালো চাকরি পেতে গেলে দরকার হয় মেধা ও উচ্চশিক্ষার (Online Scholarship)। মেধা থাকা সত্ত্বেও অনেক পড়ুয়া উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন না। কারণ উচ্চশিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত অর্থ। তাই বর্তমানে পড়ুয়াদের সুবিধার্থে সরকারি ও বেসরকারি শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ প্রদান করা হয়।

প্রসঙ্গত, পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বর্তমানে ছাত্র-ছাত্রীদের বার্ষিক মোটা অঙ্কের টাকা প্রদান করা হয়। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একটি Online Scholarship এর কথা জানানো হবে। কারা যোগ্য, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে জানানো হয়েছে।

স্বল্প বিনিয়োগেই Business শুরু, মাসিক আয় করুন 30000 টাকা

এই স্কলারশিপ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক প্রদান করে থাকে।
স্কলারশিপের অংক– 50,000 টাকা (বার্ষিক)। 30,000 টাকা টিউশন ফি। দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের অতিরিক্ত 20,000 টাকা দেওয়া হবে।

কারা আবেদনের যোগ্য-
১) এই Online Scholarship এ আবেদন করতে হলে, আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে৷
২) AICTE দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র হতে হবে।
৩) আবেদনকারীর কাছে কমপক্ষে ৪০ শতাংশ অক্ষমতার সার্টিফিকেট থাকতে হবে৷

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নিয়মাবলী জেনে নিন

৪) আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক মোট ৪ লাখ টাকার কম হতে হবে৷
উল্লেখ্য, কোর্স চলাকালীন আবেদনকারী অন্য কোনো সরকারী দিক থেকে বৃত্তি রূপে কোনও আর্থিক পুরস্কার গ্রহণ করতে পারবেন না৷

আবেদন পদ্ধতি-
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট
scholarship.gov.in ওপেন করতে হবে। এরপর ‘New Registration’ এ ক্লিক করতে হবে৷ নতুন পেজ ওপেন হলে স্কলারশিপ সংক্রান্ত সকল নির্দেশিকাগুলি দেখে চেক বক্সটি সিলেক্ট করতে হবে। এরপর নির্দিষ্ট স্থানে মোবাইল নম্বর দিতে হবে। তবেই OTP মোবাইল নম্বরে পৌঁছবে। এরপর আবারও লগ-ইন করতে হবে। শেষে ‘সক্ষম স্কলারশিপ ২০২২’ বেতনে ক্লিক করতে হবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

শিশু কল্যাণ কমিটিতে উচ্চ বেতনে প্রচুর স্থায়ী কর্মী নিয়োগ, আবেদন করতে ক্লিক করুন

সম্পাদক

3 thoughts on “পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দুর্দান্ত নতুন Online Scholarship, আবেদন করলেই পাবেন 12 থেকে 50 হাজার টাকা।”

Leave a Comment