বাংলার নতুন প্রকল্প – Samajik Surksha Yojana
একের পর এক সামাজিক নতুন প্রকল্প (Government Scheme) রচনা করে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর তার ফলে বিরাট ভাবে উপকৃত হয়েছেন বাংলার মানুষ। সমাজের সর্বস্তরের মানুষের জন্য নতুন নতুন প্রকল্প রচনা করা হয়েছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের প্রতিটি স্তরের মানুষ যাতে ভালোভাবে দিন যাপন করতে পারেন, সেই লক্ষ্যেই সামাজিক প্রকল্পগুলি তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন নতুন প্রকল্প সমূহ
কন্যাশ্রী (Kanyasree) রূপশ্রী (Rupasree) স্বাস্থ্য সাথী (SwasthyaSathi) লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) খাদ্য সাথী, মানবিক, জয় জহর, জয় কিষাণ, কিষাণ বন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, মেধাশ্রী, লোকসংগীত শিল্পীদের ভাতা, বার্ধক্য ভাতা, যাত্রা শিল্পীদের ভাতা, কি নেই সেই তালিকায়। আর তার ফলে একের পর এক নির্বাচনে বাংলার মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। এবার এই সমস্ত প্রকল্পকেও ছাপিয়ে গিয়েছে আরো একটি নতুন প্রকল্প। যার মাধ্যমে বাংলার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা বিরাট আর্থিক সুবিধা পাবেন। এই প্রকল্পটির নাম সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana).
আরও পড়ুন, বাতিল হতে চলেছে 500 টাকার নোট, জানুন কি জানালেন গভর্নর।
সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana)
এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক (Unorganised Sector Worker) যেমন নির্মাণ কর্মী, পরিবহন শ্রমিক সহ আরো বহু ক্ষেত্র রয়েছে, যেখানে প্রচুর মানুষ কাজ করেন, সেই সমস্ত শ্রমিকেরা বিরাট আর্থিক সহায়তা পাবেন।
মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প
পরিবারের দুইজন সন্তানের লেখাপড়ার খরচ পাওয়া যাবে। পাশাপাশি, অসুস্থতা, দুর্ঘটনা, এমনকি হঠাৎ দুর্ভাগ্যবশত শ্রমিকের মৃত্যু ঘটলেও আর্থিক সহায়তা দেওয়া হবে এই প্রকল্পে। কি কি সুবিধা পাওয়া যাবে, সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে, একবার দেখে নেওয়া যাক।
- অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে পরিবারের দুইজন সন্তানের পড়াশোনার খরচ দেওয়া হবে।
- একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে যথাক্রমে ৪ হাজার এবং ৫ হাজার টাকা দেওয়া হবে।
- ITI এবং Graduation স্তরে পড়াশোনা করলে 6000 টাকা দেওয়া হবে।
আরও পড়ুন, ঘরে বসে মাত্র 15 মিনিটে আয় করুন 1 হাজার টাকা, এই কাজ যেকেউ পারবে।
- Polytechnic এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করলে ১০ হাজার টাকা দেওয়া হবে।
- মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করলে সর্বাধিক ৩০০০০ টাকা দেওয়া হবে।
- পরিবারে কেউ অসুস্থ হলে ১০০০০ টাকা দেওয়া হবে।
- যদি বড় মাপের কোনো অসুস্থতা হয় ২০ হাজার টাকা দেওয়া হবে।
- অস্ত্রোপচারের প্রয়োজন হলে রাজ্য সরকার ৬০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে।
- দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনায় উপার্জনকারী ব্যক্তি অক্ষম বা পঙ্গু হয়ে গেলে কিংবা মৃত্যু হলে পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
এই প্রকল্পে নাম লেখাতে হলে
সামাজিক সুরক্ষা যোজনা কি কি ডকুমেন্ট লাগবে?
পরিচয় পত্র – আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড
ব্যাংকিং নথি – প্যান কার্ড, ব্যাংকের পাশ বই, ইনকাম সার্টিফিকেট
পরিবারের নথি – পরিবারের সকলের পরিচয় পত্র,
BM SSY কি?
গত ২০২০ সালের পহেলা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পে দুর্ঘটনা সহ কেরিয়ারের আর্থিক নিরাপত্তা দেওয়া হয়।