কেন্দ্রের মোদী সরকার 2015 সালে একটি প্রকল্প চালু করেছিল যার মাধ্যমে সাধারণ মানুষ পেনশন এর সুবিধা পাবে। তবে এই পেনশন কবে থেকে আর কিভাবে পাওয়া যাবে, আজকের প্রতিবেদনে তা আলোচনা করা হল।
এই মাসিক পেনশন এর সুবিধা গ্রহণ করার জন্য আপনাকে অটল পেনশন যোজনার সুবিধা নিতে হবে
আর্থিক ভাবে সাধারণ মানুষকে স্বচ্ছল করে তুলতে কেন্দ্রীয় সরকার এর এই অভিনব উদ্যোগ। দিন দিন অস্বাভাবিক হয়ে উঠছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। সাধারণ মানুষ এর ভবিষ্যৎ সুরক্ষিত করে তুলতে সরকার বেশ ভালো নীতি নির্ধারণ করেছে।
আবেদন পদ্ধতি কেমন? এই Pension পেতে গেলে সাধারণ মানুষকে 18 বছর বয়স হতে হবে। এর কম বয়সে এই প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব নয়। আর বয়সের উর্দ্ধসীমা রাখা হয়েছে 40 বছর। এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় নাগরিকেরাই আবেদন করতে পারবেন।
এই টাকা পেতে গেলে মোট 5 টি ধাপ আছে। সেক্ষেত্রে 1000, 2000, 3000, 4000 এবং 5000 টাকা মাসিক ভাতা পাবার জন্য আবেদন করা যাবে। তবে প্রতি ক্ষেত্রে বয়স অনুসারে আলাদা আলাদা প্রিমিয়াম জমা করতে হবে। তবে যদি কেউ 18 বছর বয়সেই আবেদন করেন, তাহলেই তিনি সব থেকে বেশি লাভবান হবেন।
হিসেব করলে দেখা যায়, 1 জন 18 বছর বয়সে বিনিয়োগ করলে তাকে জমা করতে হবে আপনাকে দিতে হবে 42 টাকা। সরকারও আপনার একাউন্টে জমা করাবে 42 টাকা। এক্ষেত্রে পাওয়া যাবে 1000 টাকা পেনশন। এরকম 84, 126, 168, 210 টাকা প্রিমিয়াম জমা করতে হবে যথাক্রমে 2000, 3000, 4000 এবং 5000 টাকা পেনশন এর জন্য।
এবারে হিসেব দেখে নেওয়া যাক। 18 বছর বয়স হলে আপনাকে টাকা জমা করতে হবে 40 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ, টাকা জমাতে হবে 42 বছর। 5000 টাকা পেতে গেলে আপনাকে মোট জমা করতে হচ্ছে (210*12*42)= 1,05,840/- টাকা। আপনার 60 বছর অতিক্রম করলেই আপনি প্রতি মাসে পাবেন 5000 টাকা করে Pension.
হিসেব মতো 21 মাস অতিক্রম করলেই আপনি আপনার জমা করা সমস্ত টাকা ফেরত পেয়ে যাচ্ছেন। আর পরবর্তীকালে আমৃত্যু আপনি পেয়ে যাবেন প্রতি মাসে 5000 টাকা করে নিশ্চিত Pension. তবে এই একাউন্ট কোথায় করা যাবে? এক্ষেত্রে আপনি যে কোন ব্যাঙ্কেই এই সুযোগ নিতে পারবেন।
সেপ্টেম্বর মাসে এই 8 টি প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে আর্থিক অনুদান, সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
এছাড়া এই স্কিমের সুবিধা নিতে হলে, আপনার অবশ্যই একটি পোস্ট অফিস অ্যাকাউন্ট অথবা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করাও জরুরি। তবে সেক্ষেত্রে কিছু সমস্যাও আছে। সবাই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। যারা ট্যাক্স দিয়ে থাকেন, তাদের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবে না।
আসলে, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত লোকদের আর্থসামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে মোদী সরকার এই প্রকল্পটি শুরু করেছিল। গত বছর 99 লক্ষেরও বেশি অটল পেনশন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ভারতে। 2022 সালের মার্চ নাগাদ এই সংখ্যা 4.01 কোটিতে পৌঁছেছে।
মহিলাদের জন্য সুখবর, আধার কার্ড থাকলেই, ঘরে বসে পেয়ে যাবেন ৩৬০০ টাকা, কিভাবে পাবেন দেখুন।
যিনি অ্যাকাউন্ট খুলেছেন, তার মৃত্যু হলে, ওই ব্যক্তির স্ত্রী প্রতি মাসে সেই পরিমাণ অর্থ পুরোটাই পেতে থাকবেন। স্বামী-স্ত্রী দুজনেই মারা গেলে, স্কিমের পুরো অর্থ উত্তরসূরির হাতে তুলে দেওয়া হবে। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখান থেকে অটল পেনশন যোজনার ফর্ম নিন।
এটি পূরণ করুন এবং আপনার ব্যাংকে জমা দিন। এর পরেই আপনার পেনশন অ্যাকাউন্ট চালু হবে। প্রতি মাসে বা বছরে প্রিমিয়াম কাটা হতে থাকবে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সময় শেষ হলে এবং আপনার 60 বছর বয়স হলেই আপনি Pension পেতে শুরু করবেন। এমন আরো খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
Yes required this method I agree
This method
I need this scheme
My address 1/H/16 Gouri Bari lane Kolkata – 700004
Please required this mail