SBI

SBI গ্রাহকেরাই অন্যান্য ব্যাঙ্কের তুলনায় বেশি সুবিধা পেয়ে থাকেন।

দেশের বৃহত্তর ব্যাঙ্ক গুলির মধ্যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক তথা SBI বেশ পরিচিত। দেশের আর্থিক পরিস্থিতির ওপরে ভিত্তি করেই প্রত্যেক ব্যাঙ্কের মতো SBI তে সুদের হার নির্ধারিত হয়ে থাকে। মেয়াদী আমানতের ওপরে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এই সুদের হারে আবার বেশ ভালো রকম পরিবর্তন করেছে দীপাবলিতে। আসুন এই সকল বিষয় গুলি বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

Advertisement

এবারের দীপাবলিতে এই ভারতীয় স্টেট ব্যাঙ্ক তথা SBI তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ সুযোগ। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু আমানতের ওপরে সুদের হারে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। বলা হচ্ছে, 2 কোটি টাকার কম আমানতের ওপরে সর্বনিম্ন 25 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। আর এই ক্ষেত্রে সর্বোচ্চ বাড়ানো হয়েছে 80 বেসিস পয়েন্ট। এবারে দেখে নেওয়া যাক যে সুদের হারে কেমন পরিবর্তন করা হল।

এক্ষেত্রে সাধারণ গ্রাহকদের সাথে সাথে প্রবীণ গ্রাহকদেরও বাড়ানো হচ্ছে সুদের হার। SBI গ্রাহকদের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর ওয়েবসাইটে বলা হয়েছে, 1 থেকে 2 বছরের মধ্যের মেয়াদী আমানতের ক্ষেত্রে সুদের হারে 0.5 শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই সুদের হার আগে ছিল 5.6 শতাংশ। এবারে সেই সুদ বেড়ে হল 6.1 শতাংশ।

Ads

ভারতীয় স্টেট ব্যাঙ্ক সকল ধরণের স্থায়ী আমানতের ক্ষেত্রেই সুদের হারে পরিবর্তন এনেছে। এক্ষেত্রে, 2 থেকে 3 বছরের মধ্যের মেয়াদী আমানতের ক্ষেত্রে সুদের হারে 60 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এই বেসিস পয়েন্টের ভিত্তিতে সুদের হার হয়েছে 6.25 শতাংশ। দীর্ঘ মেয়াদী আমানতে ক্ষেত্রেও সুদের হারে পরিবর্তন আনা হয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর পক্ষ থেকে।  

Advertisement

একই পরিমান টাকা রেখে 3 গুন বেশি রিটার্ন পান, LIC এর টাকা কখনো মার যাবে না।

3 থেকে 5 বছরের মধ্যের মেয়াদী আমানতের ক্ষেত্রে সুদের হারে 30 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। আর 5 থেকে 10 বছরের মেয়াদের আমানতের ক্ষেত্রে সুদের নতুন হার হয়েছে 6.1 শতাংশ। সমস্ত ক্ষেত্রেই বেশি সুদের হার মেলে ভারতীয় স্টেট ব্যাঙ্কে। আরও জানানো হয়েছে যে, সেভিংস এর ক্ষেত্রে সুদের হার কমিয়েছে তারা।

Advertisement

3 থেকে 5 বছরের মধ্যের মেয়াদী আমানতের ক্ষেত্রে সুদের হারে 30 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। আর 5 থেকে 10 বছরের মেয়াদের আমানতের ক্ষেত্রে সুদের নতুন হার হয়েছে 6.1 শতাংশ। সমস্ত ক্ষেত্রেই বেশি সুদের হার মেলে ভারতীয় স্টেট ব ব্যাঙ্কে। আরও জানানো হয়েছে যে, সেভিংস এর ক্ষেত্রে সুদের হার কমিয়েছে SBI.

Ads

সরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল, আপনার একাউন্ট নেই তো? বিশদে জানুন।

এ ছাড়াও যখন স্থায়ী আমানতের ওপরে সুদের হার বাড়ে, তখন ব্যাঙ্কে ঋণ এর ক্ষেত্রেও সুদের হার বাড়ানো হয়ে থাকে। সুতরাং যে সকল গ্রাহক ঋণ নেবার কথা ভাবছেন, তাদের জন্য এই খবর মোটেই আনন্দের নয়। এছাড়াও অন্যান্য ব্যাঙ্ক যেমন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং ফেডেরাল ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে। এমন আরও খবর পেতে নজর রাখুন ওয়েবসাইটে। আর আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.  

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *