Atal Pension Yojana: বিনা পরিশ্রমে বাড়ি বসে কড়কড়ে 5000 টাকা। কেন্দ্রীয় সরকারি প্রকল্পে প্রতিমাসে পেনশন ঢুকবে অ্যাকাউন্টে

Atal Pension Yojana Scheme

কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana). যে প্রকল্পটি সুবিধাভোগীদের প্রতিমাসে আর্থিক সহায়তা দিয়ে থাকে। প্রত্যেক মাসে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা। যদি বাড়ি বসে সারা জীবন পেনশন পেতে চান তাহলে অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে হবে। কোন কোন যোগ্যতায় এই প্রকল্পে আবেদন করা সম্ভব? কিভাবে আবেদন জমা করবেন আসুন জেনে নেওয়া যাক।

Atal Pension Yojana Scheme In India

দেশের কেন্দ্রীয় সরকার (Central Government) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৬০ বছরের ঊর্ধ্বে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা প্রকল্প চালু করেছে। প্রকল্পটি পরিচিত অটল পেনশন যোজনা (APY) নামে। ২০১৫ সাল নাগাদ এই প্রকল্প চালু করেছে সরকার। স্কিমটি পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (PFRDA) দ্বারা নিয়ন্ত্রিত।

প্রকল্পের সুবিধা কারা পাবেন?

কেন্দ্রের অটল পেনশন যোজনা প্রকল্পটির সুবিধা পাবেন প্রধানত অসংগঠিত ক্ষেত্রের কর্মী যেমন কৃষি কাজের সাথে যুক্ত শ্রমিক, কিংবা চুক্তিবদ্ধ বা ক্ষুদ্র শিল্পের শ্রমিকেরা এছাড়াও বেসরকারী খাতে কর্মরত লোকেদের কেন্দ্রের প্রকল্পটি সুবিধা দিয়ে থাকে। এই প্রকল্পের দ্বারা দেশের কোটি কোটি মানুষ বয়স্ককালীন সুরক্ষা পান, অবসরের পরে ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারেন। আজকের এই প্রতিবেদনে APY Scheme সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হল।

প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন?

0অটল পেনশন যোজনায় বিনিয়োগ করে একজন ব্যক্তি প্রতিমাসে পাবেন ১,০০০, ২০০০, ৩০০০, ৪০০০ এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত। প্রকল্পটি একটি নির্দিষ্ট পেনশন স্কিম। এই প্রকল্পের সাহায্যে একজন আমানতকারী ৬০ বছর বয়সে পেনশন পেতে শুরু করবেন। তবে তার জন্য সেই ব্যক্তিকে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত অন্ততপক্ষে ২০ বছর বিনিয়োগ করতে হবে। তবেই রিটায়ার করার পর আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকা আসবে।

আরও পড়ুন: অ্যাকাউন্টে 75,000 টাকা পাঠাচ্ছে মোদি সরকার। পুরুষ, মহিলা সবাই পাবেন। কিভাবে আবেদন করবেন?

কেন্দ্রের অটল পেনশন যোজনা এমন একটি স্কিম যেখানে কোনো মানুষ বৃদ্ধ বয়সে গিয়ে প্রতিমাসে পেতে পারেন একটা ন্যূনতম আর্থিক সহায়তা। আর সেই লক্ষ্যেই মূলত কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি তৈরি করেছে। তবে মনে রাখতে হবে, ভারত সরকারের এই প্রকল্পে আপনি নিয়মিত টাকা জমা করতে পারলেই একটা সময় বার্ধক্যে পৌঁছে আপনার টাকার চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে।

প্রকল্পে কিভাবে বিনিয়োগ করতে হবে?

আপনাকে এই যোজনায় প্রতিমাসে নির্দিষ্ট করে অর্থ প্রিমিয়াম আকারে জমা দিতে হবে। আপনার এই জমাকৃত টাকা আপনি ৬০ বছর বয়সের পর ১ হাজার টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন হিসেবে রিটার্ন পেতে পারেন। তবে এটাও মনে রাখতে হবে, নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত জমা করতে না পারলে এবং কোনো সময়ে টাকার পরিমান কম হলে সেক্ষেত্রে যোজনার অন্তর্ভুক্ত সুবিধায় সমস্যা হতে পারে। তাই নিকটবর্তী ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে এই প্রকল্পটি সম্পর্কে আরও ডিটেলস জেনে আসুন।

আরও পড়ুন: দেশের কৃষক বন্ধুদের আয় হবে 42000 টাকা! সরকারের তরফে দারুণ পদক্ষেপ

উপসংহার

আপনিও যদি এই প্রকল্পে টাকা জমা করতে চান তাহলে নিকটবর্তী ব্যাংক অথবা পোস্ট অফিসের শাখায় গিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন। তারপর সেই অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করা শুরু করুন। আপনার ৬০ বছর পেরোলেই পেনশন চলে আসবে আপনার অ্যাকাউন্টে। আরও ডিটেলস পাবেন ব্যাংক ও পোস্ট অফিসের শাখা ও স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে।

Related Articles

Back to top button