Atal Pension Yojana Chart – সরকারি এই স্কিমে বিনিয়োগ করলে 60 বছর থেকে 60 হাজার টাকা করে নিশ্চিত পেনশন। কিসে জানেন? Best Investment Plan 2022.

Atal Pension Yojana Chart – পেনশনের পাশাপাশি আর কি কি অতিরিক্ত সুবিধা মিলবে জানেন?

দিন দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে তাতে সময় থাকতেই প্রয়োজন অল্প অল্প করে সঞ্চয় করা (Atal Pension Yojana Chart)। চাকুরী জীবনে অথবা কর্মঠ থাকাকালীন একজন ব্যক্তির যতটা না সঞ্চয়ের বিষয়ে চিন্তিত হন, তার চেয়ে কয়েক গুণ বেশি চিন্তিত হন অবসর গ্রহণের পর বা অবসর গ্রহণের কয়েক বছর আগে থেকে।

তবে আর চিন্তা নয়। আজ আলোচনা করতে চলেছি সরকারের এমন একটি স্কিম (Atal Pension Yojana Chart) নিয়ে যার ফলে আপনি অবসর জীবন কাটাতে পারেন হাসিতে খুশিতে স্বাচ্ছন্দে। তবে একটা সর্বাধিক সুবিধা পেতে হলে নিতে হবে কয়েক বছর আগে থেকে প্রস্তুতি। চলুন তাহলে জেনে নেওয়া যাক স্কিম সম্পর্কিত বিস্তারিত তথ্য।

স্কিমটির নাম- অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) বা APY.
কবে চালু হয়েছিল?
গত ২০১৫ সালে ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হয়েছিল এই স্কিমটি।
কারা বিনিয়োগ করতে পারবেন?
প্রথমে স্কিম চালু করা হয়েছিল অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য। তবে এখন ভারতের যেকোনো নাগরিক করতে পারবেন তার কষ্টার্জিত অর্থ এই স্কিমে বিনিয়োগ। যেহেতু এটি একটি সরকারি স্কিম তাই নিশ্চিন্তে করা যাবে এতে বিনিয়োগ (Atal Pension Yojana Chart)। বিনিয়োগকারীকে স্কিনের বিনিয়োগের রেজিস্ট্রেশন করতে হলে দরকার হবে একটি সেভিংস অ্যাকাউন্ট আধার নম্বর এবং একটি বৈধ এবং সর্বদা অ্যাক্টিভ মোবাইল নম্বর।

বিনিয়োগের বয়সসীমা কত? (Atal Pension Yojana Chart)
বর্তমানে নূন্যতম ১৮ বছর হলেই যে কোন ভারতীয় নাগরিক করতে পারবেন এই স্কিমে বিনিয়োগ। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত সকলে করতে পারবেন এই স্কিমে বিনিয়োগ।
কবে থেকে মিলবে স্কিমের অধীনে পেনশন?
বিনিয়োগকারীর বয়স ৬০ বছর হলেই পাবেন সরকারের তরফ থেকে পেনশন।

কত টাকা পেনশন পাওয়া যাবে?
এটি বিনিয়োগকারীর সঞ্চয় করা অর্থের ওপর নির্ভর করে। তবে একজন বিনিয়োগকারী প্রতি মাসে ন্যূনতম ১০০০ হাজার টাকা করে পাবেন পেনশন (Atal Pension Yojana Chart)। তবে তার চেয়ে বেশি কেউ বিনিয়োগ করলে প্রতি মাসে পাবেন ২০০০ টাকা, ৩০০০ টাকা, ৪০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেনশন।

চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান? মাত্র 2000 টাকায় রইল 5 টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া

স্কিমটির কি কি সুবিধা পেতে পারেন বিনিয়োগকারীরা?
পূর্বেই বলা হয়েছে যত তাড়াতাড়ি এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে ততই পাওয়া যাবে এর থেকে অতিরিক্ত সুবিধা। একজন ব্যক্তি যিনি ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গেই স্কিমটিতে বিনিয়োগ করা শুরু করবেন ৪০ বছর পর্যন্ত তাকে বিনিয়োগ করতে হবে ঠিকই, তবে ৫০০০ টাকা মাসিক পেনশনের জন্য দিতে হবে মাত্র ২১০ টাকা করে প্রতিমাসে। (Atal Pension Yojana Chart)

তাছাড়া প্রতিমাসে কত টাকা জমা করলে কত টাকা মাসিক পেনশন পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। (Atal Pension Yojana Chart)
১) প্রতিমাসে ১০০০ টাকা পেনশন পেতে প্রতিমাসে জমা করতে হবে মাত্র ৪২ টাকা করে।
২) প্রতিমাসে ২০০০ টাকা পেনশন পেতে প্রতিমাসে জমা করতে হবে মাত্র ৮৪ টাকা করে।
৩) প্রতিমাসে ৩০০০ টাকা পেনশন পেতে প্রতিমাসে জমা করতে হবে মাত্র ১২৬ টাকা করে।

৪) প্রতিমাসে ৪০০০ টাকা পেনশন পেতে প্রতিমাসে জমা করতে হবে মাত্র ১৬৮ টাকা করে।
৫) প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন পেতে (Atal Pension Yojana Chart) প্রতিমাসে জমা করতে হবে মাত্র ২১০ টাকা করে। অর্থাৎ প্রতিদিন মাত্র 7 টাকা করে জমা করলে পাওয়া যাবে প্রতি মাসে ৫০০০ টাকা পেনশন।

উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে সবার আগে চাকরী হবে?

স্কিমটির কিছু গুরুত্বপূর্ণ নিয়ম-
বিনিয়োগ করা কালীন যদি বিনিয়োগকারী ৬০ বছরের আগে মারা যান, তবে তার স্ত্রী অথবা স্বামী এই স্কিমে টাকা জমা রাখা চালিয়ে যেতে পারেন এবং ৬০ বছর বয়সের পরে প্রতিমাসে পেতে পারেন পেনশনের সুবিধা (Atal Pension Yojana Chart)। আবার নিয়মে এ-ও রয়েছে স্বামীর মৃত্যুর পর স্ত্রী বিনিয়োগের একক অর্থ দাবি করতে পারেন। যদি পরবর্তীকালে স্ত্রীও মারা যান তবে নমিনি যার নামে থাকবে তিনি পাবেন সম্পূর্ণ টাকা।

অতিরিক্ত সুবিধা ট্যাক্সের ক্ষেত্রে-
অটল পেনশন যোজনার মাধ্যমে বিনিয়োগকারীরা ৮০ সি ধারার অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন কর সুবিধা। আবার কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত ৫০ হাজার টাকা পর্যন্ত (Atal Pension Yojana Chart) পাওয়া যায় কর সুবিধা। তবে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় পরের ক্ষেত্রে সুবিধা।

তাহলে আর দেরি না করে এখনি বিনিয়োগ করুন কেন্দ্রীয় সরকারের অধীনে এই স্কিমে নির্বাচন করুন আপনার বিনিয়োগের ধরন এবং শুরু করে দিন বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়। প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক মেধা তালিকা 2022 কিভাবে চেক করবেন? জেনে নিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button