অটল পেনশন যোজনা তথা Atal Pension Yojana

অবসর জীবনকে সুরক্ষিত করে পেনশন। তাই আপনাদের ভবিষ্যত সুরক্ষিত করতে সরকার নিয়ে আসেছে এই Atal Pension Yojana স্কিম। কারণ অবসরের পর আয় বন্ধ হয়ে যায় এবং জীবন চালনার জন্য পেনশনের উপর নির্ভরশীল থাকতে হয়। তবে সকলেই যে চাকরি থেকে অবসর নিলে পেনশন পায় এমনটা নয়। যারা পেনশন পান না তাদের জন্য অবসরের পর জীবনটা অনেক কঠিন হয়ে দাড়াই। জীবন চালনার জন্য নির্ভর করতে হয় সঞ্চিত অর্থের উপর। এই ভান্ডারও এক সময় শেষ হয়।

Advertisement

Atal Pension Yojana Scheme for Senior Citizen

এই সমস্ত ব্যাক্তিদের জন্য বিশেষত Atal Pension Yojana স্কিম চালু করেছে কেন্দ্র সরকার। এই স্কিমে বিনিয়োগ করলে অবসর জীবনের পর বিনিয়োগের উপর নির্ভর করে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা পাওয়া যাবে। আপনি যদি কোনো সংস্থায় চাকরি না করেন কিংবা আপনার কাজ থেকে অবসর নেওয়ার পর যদি পেনশনের কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনার জন্য এই স্কিম দুর্দান্ত।

স্কিমটির নাম অটল পেনশন যোজনা তথা Atal Pension Yojana. 2015 সালের 1th জুন এই স্কিমটি চালু করেছিল কেন্দ্র। 60 বছরের পর নিজের জীবনকে সুরক্ষিত করতে চাইলে এই পেনশন স্কিমে বিনিয়োগ করুন। এখন থেকে বিনিয়োগ করলে 60 বছর বয়সের পর 1000 থেকে 5000 টাকা করে পেনশন পাওয়া যাবে। চলুন আজকের প্রতিবেদন থেকে এই স্কিম সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিন।

Ads

যে কোনো ভারতীয় নাগরিক যাদের বয়স 18 থেকে 40, এই Atal Pension Yojana স্কিমে আবেদন করতে পারবেন। তবে যারা কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তারা এই স্কিমে খাতা খুলতে পারবেন না। নিন্ম আয় সম্পন্ন ব্যাক্তিদের জন্য এই স্কিমটি খোলা হয়েছে। আপনি অবসরের পর যেমন পরিমান পেনশন পেতে চান, সেই পরিমান টাকা বিনিয়োগ করতে হবে।

Advertisement

চাকরি না করেও মাসে 25000 টাকা পেনশন। বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে।

এখানে 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পেনশনের বিকল্প পাবেন। আপনি এই Atal Pension Yojana স্কিমে অর্থ বিনিয়োগ করলে আপনার 60 বছর বয়সের পর নিয়মিত পেনশন পেতে শুরু করবেন। বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে কিস্তি জমা করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় কিস্তির পরিমান বাড়াতে বা কমাতে পারবেন।

Advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা তথা Sukanya Samriddhi Yojana

কিস্তি প্রদানের জন্য আলাদা ভাবে কোথায় যাওয়ার দরকার নেই। সরাসরি ব্যাঙ্ক অ্যকাউন্ট থেকে কেটে নেওয়া হবে কিস্তির টাকা। বিশেষ বিষয় হলো, 60 বছরের আগে গ্রাহকের মৃত্যু হলে নমিনি ধারী এই সুবিধা পাবেন। অন্যদিকে আপনি চাইলে 60 বছরের আগেই এই স্কিম বন্ধ করতে পারবেন। তবে এক্ষেত্রে শুধু জমা করা টাকাই ফেরত পাবেন। এছাড়া আয়কর ধারা 80সিসিডি (1B) অনুযায়ী বিনিয়োগের উপর কর ছাড় পাওয়া যায়।

Ads

প্রধান মন্ত্রীর বিশেষ প্রকল্প! চাকরি না করেই প্রতিমাসে 3000 টাকা করে পেনশন পাবে কৃষকরা।

অটল পেনশন যোজনায় খাতা খুলতে হলে নিকটবর্তী যে কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। যে ব্যাঙ্ক থেকে এই স্কিমের খাতা খুলবেন, সেই ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আপনি যদি নিজের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে চান তাহলেই এই স্কিমে বিনিয়োগ করুন। বিনিয়োগের আগে স্কিমটি সম্পর্কে আরো বিস্তারিত ভাবে খোঁজ নেবেন। আর এই ধরণের স্কিম সম্পর্কে আরো তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *