ভারতবর্ষের মানুষদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ নথি হলো আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card). কেন্দ্রীয় সরকার এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকে। বর্তমানে দেশের বহু মানুষ আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) দ্বারা উপকৃত। একজন ভারতবাসী ৫ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন এই কার্ডের দ্বারা।
আর সব থেকে ভালো বিষয় হলো, আপনি বাড়িতে বসে ফ্রিতে এই কার্ড বানিয়ে নিতে পারবেন। মোবাইলের মাধ্যমে কিংবা ট্যাব ব্যবহার করে অনলাইনে এই কার্ড বানিয়ে নেওয়া যায়। যদি আপনি সরকারের চিকিৎসা পরিষেবা পেতে চান, তাহলে অবশ্যই আয়ুষ্মান ভারত কার্ড বানানোর প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ জেনে নিন।
সরকারি স্বাস্থ্যবীমা করবেন? আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী কোন কার্ডে কত সুবিধা? জানুন
Ayushman Bharat Card 2024
আগে আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) বানানোর জন্য অনেক বেশি ঝক্কি পোহাতে হত। কিন্তু এখন সেসব অতীত। কারণ আপনি ঘরে বসেই এই কার্ড বানিয়ে নিতে পারবেন।ভারতবাসী অন্যান্যদের মতো, আপনিও পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবার সুবিধা। যদি আপনার কাছে একটা ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকে, তাহলে এই কার্ড বানিয়ে নেওয়া বেশি সহজ হবে। তাই অবশ্যই আর দেরি না করে, কিভাবে এই কার্ড বানাতে হবে, সেটি স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।
1 অক্টোবর থেকে বদলে যাচ্ছে গুরুত্বপূর্ণ চার নিয়ম! চাপ পড়বে জনতার পকেটে? নতুন নিয়মগুলি জেনে নিন
Ayushman Bharat Card Online Apply
- প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে PM-JAY বা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে নিন, অথবা ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর লগ ইন করুন আয়ুষ্মান অ্যাপে। এবং Beficiary বিকল্পটি নির্বাচন করে নিন।
- এরপর উল্লেখ করুন আপনার মোবাইল নম্বর এবং ফোনে আসা ওটিপিটি দিতে হবে।
- এরপরের ধাপে অ্যাপে যে তথ্য চাওয়া হচ্ছে, তা একে একে পূরণ করুন।
- আপনাকে উল্লেখ করতে হবে রেশন কার্ড নম্বর। যে সদস্যদের নাম সবুজ রঙে থাকবে তাদের আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে এটি আপনি স্ক্রিনে দেখতে পাবেন।
- যাদের নাম কমলা রঙের হবে, তাদের কার্ড তৈরি করা হয়নি, এটিও স্ক্রিনে দেখা যাবে। আর তাদের নামের সামনে দেখা যাবে Do e-KYC অপশন। এই বিকল্পটি আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে।
- এরপর আপনি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। যার জন্য চারটি অপশন দেখতে পাবেন। রয়েছে আধার ওটিপি, আঙুলের ছাপ, আইরিস স্ক্যান বা ফেস ভেরিফিকেশন অপশন।
- এরপর আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে যদি লিংক থাকে তাহলে আধার ওটিপি অপশনটি সিলেক্ট করে নিতে হবে।
- আর যদি কোনও লিঙ্ক না থাকে তাহলে ভেরিফিকেশন করতে হবে। আধারের ভেরিফিকেশন সম্পন্ন হলে ফটো ক্যাপচারে ক্লিক করুন।
- যার কার্ড তৈরি করা হবে এবার আপনি তাঁর ছবি তুলে আপলোড করুন।
- এরপরের ধাপে, নিজের ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করুন ও জমা দিন।
- এরপর আয়ুষ্মান ভারত কার্ডের আবেদনকারীর যোগ্যতা পরীক্ষা করা হবে।
- KYC স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে। এরপরে আপনি অপশন পেয়ে যাবেন আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার।
- যদি ডাউনলোড না হয়, তবে পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করবেন। তারপর আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।