Ayushman Bharat Vs Swastha Sathi 2024: সরকারি স্বাস্থ্যবীমা করবেন? আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী কোন কার্ডে কত সুবিধা? জানুন

সরকার সাধারণ মানুষের জন্য চিকিৎসা ক্ষেত্রে একাধিক সুবিধা প্রদান করে। সরকারি উদ্যোগে চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত(Ayushman Bharat) ও স্বাস্থ্য সাথী(Swastha Sathi) সুবিধা। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হওয়া আয়ুষ্মান ভারত(Ayushman Bharat) স্বাস্থ্যবীমা বর্তমানে প্রচুর মানুষকে চিকিৎসা ক্ষেত্রে সহায়তা করছে(Ayushman Bharat Vs Swastha Sathi)।

আবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্যসাথী কার্ড (Swastha Sathi)-এর মাধ্যমেও গুরুত্বপূর্ণ অপারেশন ও চিকিৎসার স্বার্থে সুবিধা মেলে। তবে আপনি যদি সরকারি স্বাস্থ্যবীমা করে থাকেন তাহলে আপনার জেনে রাখা জরুরী যে, কোন কার্ডের মাধ্যমে কোন সুবিধা পাবেন, আর কিভাবে সুবিধা পাবেন, সেই বিষয়ে জেনে নিন।

বিরাট ঘোষণা! দেশবাসী পাবেন বিনামূল্যে চিকিৎসা! কেন্দ্রের নতুন সিদ্ধান্তে উপকৃত কোটি কোটি মানুষ

Ayushman Bharat Vs Swastha Sathi 2024

বর্তমানে মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প(Ayushman Bharat) স্বাস্থ্যবীমা সাধারণ মানুষ কে বিশেষ করে প্রবীণ নাগরিকদের ব্যাপকভাবে সুবিধা দেয়। এই প্রকল্পের স্বাস্থ্যবীমার ক্ষেত্রে ৪০ শতাংশ দিতে হয় রাজ্য সরকারকে আর বাকি ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্প চালু করতে চাননি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ ছিল, স্বাস্থ্য বীমার কার্ডটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ছবি দিয়ে নিজের প্রচার করছেন।

তারপর ঠিক হয়, রাজ্য সরকার চালু করবে নিজস্ব স্বাস্থ্যবীমা প্রকল্প(Swastha Sathi)। জানা যায় যে, আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্য সাথী বীমাকে একত্রে যুক্ত করা হবে (Ayushman Bharat Vs Swastha Sathi). কিন্তু রাজ্য সরকার-এর স্কিম রূপে এই প্রকল্প চালু থাকবে। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যসাথী বীমা প্রকল্পটি চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন দেখে নেওয়া যাক দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্প কি সুবিধা দেয়।

মহিলাদের জন্য সেরা চারটি সরকারি প্রকল্প! প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে টাকা! জেনে নিন বিস্তারিত

Ayushman Bharat Scheme Benifits 2024

  • এতদিন ধরে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবীমার বয়সসীমা ছিল পাঁচ লক্ষ টাকা পর্যন্ত। ইতোমধ্যে সরকারি তরফে ঘোষণা করা হয়, দেশের ৭০ বছরের অধিক বয়সী প্রবীণ নাগরিকেরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন।
  • ভারতবর্ষের যে কোন হাসপাতালে মিলবে এই সুবিধা। ভারতবাসী পাঁচ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার সুবিধা পাবেন।
  • ভারতবাসীকে ক্যাশলেস সুবিধা দেওয়া হবে। যে কোনো হাসপাতালে গেলে আয়ুষ্মান ভারত কার্ড দেখালেই হবে।
  • এই প্রকল্পের সুবিধা পেতে হলে ব্যক্তির আয় দেখা হবে না।
  • সুবিধাভোগী ব্যক্তি যত বড় পরিবারের সদস্য হোক না কেন, তিনিও এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • হাসপাতালে ভর্তি হওয়ার তিনদিন আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১৫ দিন পর্যন্ত একজন অসুস্থ ব্যক্তি মেডিকেলের খরচ এবং ওষুধের খরচ পাবেন।

Swastha Sathi Scheme Benifits 2024

  • পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হওয়া স্বাস্থ্য বীমা প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে একজন ব্যক্তি তথা পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার পাবেন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভারেজ।
  • যাদের কাছে এই কার্ড থাকবে, তাঁরা সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা পাবেন। হাসপাতালে গিয়ে কাঠ দেখালে সঙ্গে সঙ্গে সুবিধা পেয়ে যাবেন।
  • স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি অসুস্থতার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার।
  • রাজ্যবাসী কোন বাসিন্দার পরিবার যত বড়ই হোক না কেন, সেই পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বয়সের কোন বাধা নেই। সবাই সুবিধা পাবেন। পরিবারের সদস্য যদি বিশেষভাবে সক্ষম ব্যক্তি হন, তিনিও এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণ মানুষ সরকারি দুটি স্বাস্থ্য বীমার সুবিধা পেলেও একটি বিষয় মনে রাখতে হবে, স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা পাবেন একজন রাজ্যবাসী সেই রাজ্যের হাসপাতালগুলিতে। বাইরে রাজ্যের হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করা যাবে না।

অন্যদিকে, আয়ুষ্মান ভারত কার্ডের বিস্তার অনেক বেশি। যেকোনো রাজ্যের হাসপাতালে এই কার্ডের মাধ্যমে সুবিধা মিলবে। ভিনরাজ্যে গিয়ে অসুস্থ হয়ে পড়লেও একজন ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন। সেক্ষেত্রে ব্যক্তি ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার আর্থিক সাহায্য পাবেন।

Purbasha