Ayushman Card – এই কার্ড করলেই পাবেন 5 লাখ টাকার সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে মোদী সরকার।

কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছে। Ayushman Card তথা আয়ুষ্মান ভারত যোজনা তার মধ্যে অন্যতম। ভোটের আগেই প্রধানমন্ত্রী এই Ayushman Card এর সুবিধা আরো বাড়িয়ে দিলেন। আসন্ন বছরেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবে প্রতিটি রাজনৈতিক দলই এখন চাইবে দেশের মানুষকে হাতে রাখতে। আমাদের কেন্দ্রীয় সরকারও পিছিয়ে নেই এ ব্যাপারে। যেমন বলতে গেলে, সেপ্টেম্বর মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রোজগার মেলার মাধ্যমে চাকরি প্রদান করেছেন ৫১ হাজার জনকে।

Ayushman Card Online Apply In 2023.

এছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দরিদ্র মা-বোনেদের জন্য উজ্জ্বলা যোজনা ২.০ চালু করার। পাশাপাশি আরো কয়েকটি কর্মসূচিও গ্রহণ করেছেন তিনি। সেগুলির ব্যাপারে একাধিকবার এর আগে আলোচনা করা হয়েছে। সম্প্রতি আবারো এক জনমুখী উদ্যোগ নেওয়া হলো কেন্দ্র সরকারের তরফে। যার দ্বারা উপকৃত হতে চলেছে আরো কোটি কোটি দেশবাসী। এক বিশেষ কার্ড থাকলেই মিলছে বড়সড় সুবিধা। কি এই সুবিধা? না পেলে কি ক্ষতিই বা হবে? এই সমস্থ কিছু বিস্তারিতভাবে জানতে হলে পুরো সংবেদনটি শেষ অবধি পড়ুন।

প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার (Ayushman Card) কথা আমরা সকলেই জানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা 2018 সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা পিএমজেএওয়াই Ayushman Card. পিএমজেএওয়াই বিশ্বজুড়ে সবচেয়ে বড় স্কিমগুলির মধ্যে একটি হেলথ ইনস্যুরেন্স। এটি ডায়াগনস্টিক টেস্ট, হাসপাতালে ভর্তি হওয়ার আগের খরচ এবং চিকিৎসার খরচ প্রদান করে থাকে।

এছাড়াও, ক্যাশলেস হেলথ ইনস্যুরেন্স নিয়ে এসেছে পেপারলেস সুবিধা PMJAY এর অধীনে। দেশজুড়ে PMJAY এর কভারেজ 50 কোটির বেশি প্রসারিত। এই পরিমাণ হল ভারতের মোট জনসংখ্যার প্রায় 40%। এই স্কিমের অধীনে সেই পরিবারগুলিকে দারিদ্র্য এবং পেশার ভিত্তিতে এই কভার প্রদান করা হয়, যাদের মূলত গ্রামীণ এবং শহরে পরিচালিত জনগণনা 2011 (SECC 2011) অনুযায়ী আর্থ সামাজিক শ্রেণীভুক্ত হিসেবে পর্যালোচনা করা হয়েছিল।

PMJAY স্কিম আগে পরিচিত ছিল ন্যাশনাল হেলথ প্রোটেকশান স্কিম (NHPS) হিসেবে। পরে এর নাম হয় রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা (RSBY), যেটি চালু হয়েছিল 2008 সালে। পরে 2018 সালে এর নাম বদলে প্রধানমন্ত্রী রাখেন আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা বা Ayushman Card.

Ayushman Card এ কি কি সুবিধা পাওয়া যায়?
১. পিএমজেএওয়াই স্কিম 3 দিন পর্যন্ত প্রি-হসপিটালাইজেশান এবং 15 দিন পর্যন্ত পোস্ট হসপিটালাইজেশান খরচের জন্য কভারেজ প্রদান করে, এর মধ্যে রোগ নির্ণয় এবং ওষুধের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
২. মোট ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা প্রদান করে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প।
৩. এই প্রকল্পের অধীনে আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড এবং ডিজিটাল হেলথ কার্ড দেওয়া হয়। গোল্ডেন কার্ডে থাকে বিমা সুবিধা এবং ডিজিটাল হেলথ কার্ডে থাকে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ লাভের সুবিধা।

কিষাণ যোজনায় কৃষক বন্ধুদের এবার ডবল টাকা দেওয়ার ঘোষণা। কত টাকা পাবেন?

৪. পরিবার, বয়স বা লিঙ্গের আকারের উপর ভিত্তি করে কোনও সীমাবদ্ধতা নেই।
৫. প্রথম দিন থেকে আগে থেকে বিদ্যমান যে কোনও রোগের জন্য কভারেজে নেই কোনো ওয়েটিং পিরিয়ড।
৬. ডে-কেয়ার খরচের জন্যও কভারেজ রয়েছে.
৭. এই স্কিমের অধীনে তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য ক্যাশলেস হেলথ ইনস্যুরেন্স সহ পেপারলেস সুবিধা উপলব্ধ।
৮. PMJAY এর অধীনে সুবিধাগুলিতে অ্যাক্সেস সারা দেশে উপলব্ধ।

Click Here

Ayushman Card এর সুবিধা কারা পান?
১. 16 থেকে 59 বছর বয়সের কোনও পুরুষ সদস্য ছাড়া পরিবার এই সুবিধা পেতে পারেন।
২. 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনও প্রাপ্তবয়স্ক না থাকা পরিবার।
৩. একজন শারীরিক প্রতিবন্ধী সদস্য ও তার পরিবার এবং কোনও সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই এমন পরিবার।
৪. তফসিলযুক্ত জাতি এবং তফসিলযুক্ত জনজাতির পরিবার।
৫. জমিহীন পরিবার যারা দৈহিক শ্রম থেকে তাদের আয়ের একটি প্রধান অংশ অর্জন করেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা সরকারের, খুশির খবর সবার জন্য।

৬. অস্থায়ী দেওয়াল আর ছাদের সাথে একটি একক ঘরে থাকা পরিবার।
৭. মেথর হিসাবে কাজ করা পরিবারগুলি।
৮. পরিবার যাদের কোনও বাড়ি নেই।
৯. আদিম উপজাতি গোষ্ঠী।
১০. আইনগতভাবে প্রকাশিত বন্ডেড শ্রম।
১১. যারা অত্যন্ত দারিদ্র্যে বাস করেন এরকম পরিবার।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button