উচ্চ মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে প্রচুর স্থায়ী কর্মী নিয়োগ, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন।
বন্ধন ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি
যারা এই মুহূর্তে চাকরি খুঁজছেন, তাদের জন্য বিরাট এক সুযোগ। প্রতিবারের মতো এবার ও বন্ধন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি (Bandhan Bank Recruitment 2023) প্রকাশিত হলো। অনেকেই যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বার বার চেষ্টা করেও চাকরি পাচ্ছেন না। তারা অন্তত এই নামী কোম্পানীতে চাকরি করে নিজের ও সংসারের আর্থিক সাহায্যে আসতে পারেন। এবং এর পাশাপাশি চাকরির প্রস্তুতি ও নিতে পারেন। আর এই সংস্থায় প্রমোশনের পর একটা ভালো পরিমানের স্যালারি ও পেতে পারেন। তাই বন্ধন ব্যাংকে চাকরির আবেদন করে অন্তত বেকার জীবনের পরিসমাপ্তি করার সুবর্ণ সুযোগ।
অনেকেই সাধারণ শিক্ষাগত যোগ্যতা থাকায় সেইভাবে সমস্ত সংস্থায় আবেদন করতে পারেন না। বহু সংস্থায় উচ্চ শিক্ষাগত যোগ্যতার (Higher Education) প্রয়োজন হয়। বিশেষ করে ব্যাংকিং সার্ভিস (Banking Service) এর ক্ষেত্রে উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে ব্যাংকের চাকরিতেও সাধারণ মানের শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন বা চাকরিতে নিয়োগ হতে পারবেন। সেই সুযোগ চাকরি প্রার্থীদের সামনে এনে দিয়েছে বন্ধন ব্যাংক (Bandhan Bank Recruitment 2023).
Bandhan Bank Recruitment 2023
বর্তমানে চাকরিপ্রার্থীদের জন্য বন্ধন ব্যাংকের তরফে বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সেই সমস্ত পদে নিজস্ব পোস্টাল কোড বা পিন কোড অনুযায়ী প্রার্থীদের চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে বা নিয়োগ করা হবে। যথেষ্ট ভালো বেতনেই বন্ধন ব্যাংকে চাকরি পেতে পারেন। তাও একেবারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। এবার বন্ধন ব্যাংকের চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:
Vacancy and Eligibility:
মোট শূন্যপদঃ ৭৯টি
কোন কোন পদে নিয়োগ করবে বন্ধন ব্যাংকঃ
- Banking Officer
- Executive Officer
- Data Entry Operator
- Relationship Manager
- Back Office Executive
- Operator KYC Verification
শিক্ষাগত যোগ্যতাঃ
প্রথমেই বলা হয়েছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ব্যাংকে চাকরিতে যোগ দিতে পারবেন। উচ্চমাধ্যমিক পাস (HS), স্নাতক পাস(Graduation) চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও স্নাতকোত্তর (MA) এবং উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে উচ্চতর পদে নিয়োগ করবে ব্যাংক। যোগ্যতা অনুযায়ী পদের শ্রেণীবিন্যাস হবে।
বয়সসীমাঃ
১৮ থেকে ৩২ বছর বয়সী চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (Reservation Category) ছাড় থাকবে।
বেতন ক্রমঃ
যে সমস্ত চাকরিপ্রার্থীরা বন্ধন ব্যাংকে চাকরি পাবেন, তারা প্রতি মাসে ১৪৫০০ থেকে ২৪ হাজার ৭০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। পদ অনুযায়ী বেতন নির্ধারিত হবে।
নিয়োগের স্থানঃ
চাকরিপ্রার্থীদের পিন কোড অনুযায়ী স্থানে পোস্টিং দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
নির্দিষ্ট চাকরিপ্রার্থীদের বন্ধন ব্যাংকের তরফে ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমিক চাকরিতে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গে দেড় লাখ শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ, কোন দপ্তরে কত ভ্যাকান্সি?
কিভাবে আবেদন করবেনঃ
অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে বন্ধন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং সেখান থেকে নির্দেশিকা পেয়ে যাবেন। এছাড়া ইন্টারভিউ এর জন্য অফলাইনে ও আবেদন করা যায়। তবে অফলাইনে আবেদন করাই সবচেয়ে দ্রুত পদ্ধতি।
চাকরির পাশাপাশি শুরু করুন ভয়াবহ লাভজনক এই ব্যবসা, জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
অনলাইনে আবেদন করতে হলে
NCS- এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। তারপর আপনার যোগ্যতা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আবেদন করার সুযোগ পাবেন।
অফলাইনে আবেদন করতে হলে
নির্দিষ্ট মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে আবেদন করতে হবে। এবং আবেদন জানানোর পর অফিস থেকে যোগ্য প্রার্থীদের দেখে নেওয়া হবে।
এই সংক্রান্ত কোনও প্রশ্নের জন্য নিচে কমেন্ট করতে পারেন।
What is the offline number and mail id ??
Bandhan bank
I interested job
I am 33 years old, can I apply for this job.
আমি এই কাজটি পেতে আগ্রহী কিন্তু এখন কি নিয়োগ চলছে…. আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবো কিভাবে….??