Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনায় আচমকা নিয়ম বদল! তড়িঘড়ি পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা। জনসাধারণ বাড়তি সুবিধা পাবে?

Bangla Awas Yojana Rule Change

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ণ প্রকল্প বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana). রাজ্য সরকার কর্তৃক চালু করা আবাস যোজনা প্রকল্পে উঠেছে দুর্নীতির অভিযোগ। তাই এবার মোক্ষম পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি অ্যাকশন নিল নবান্ন। আবাস যোজনা প্রকল্পের নতুন নিয়ম জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

WB Bangla Awas Yojana Scheme

সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও রাজ্যে একাধিকবার একাধিক স্কিম ঘিরে দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। এর আগেই খবর পাওয়া যায় যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প আবাস যোজনায় (PM Awas Yojana) বাড়ি তৈরির সামগ্রিগুলি সরবরাহ করার নামে বারংবার উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছিল খোদ রাজনৈতিক নেতারাই।

আর এবার এই দুর্নীতির অভিযোগকে পুনরায় হাতিয়ার করে এই সরকারি প্রকল্পের (Government Scheme) টাকা দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীকে এই বঞ্চনার হাত থেকে বাঁচাতে রাজ্যের কোষাগার থেকেই শুরু করেছেন বাংলার বাড়ি প্রকল্পে (Banglar Bari Prokolpo) দরিদ্র মানুষদের পাকা ঘর তৈরির টাকা দেওয়া।

বাংলা আবাস যোজনার টাকা নিয়ে আবার অভিযোগ! এবারে কি জানতে পাওয়া গেল?

বাংলার বাড়ি প্রকল্পে নতুন নিয়ম চালু হল

আর এবার অতীতে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, বাংলার বাড়ি প্রকল্পে (Awas Yojana) সরকার নিল দ্রুত অ্যাকশন। উপভোক্তাদের বাড়ি তৈরির ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখেছে নবান্ন। জানা যাচ্ছে যে, এবার উপভোক্তাদের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আরও একটি বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার।

বাংলা বাড়ি প্রকল্পের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে এবং উপভোক্তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ব্লকের বিডিওদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি চিঠি ও নতুন একটি এসওপি -ও পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শুরু থেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন, যাতে উপভোক্তারা নিজেরাই বাড়ি তৈরি কাজটি করেন। স্পষ্ট জানানো হয়েছে যে এক্ষেত্রে তারা যেন কোন মধ্যস্থতাকারীর সহযোগিতা না নেন। এবার রাজ্য সরকার ও নবান্নের নির্দেশ মেনে বাড়ি তৈরীর আগে নিজ নিজ ব্লকের মার্কেট কমিটি ও বাড়ি তৈরির উপকরণের বিক্রেতাদের সঙ্গে বিডিওদের আলোচনা করতে হবে।

প্রকাশিত হলো বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট। এবার কারা টাকা পাবেন এবং কবে পাবেন?

একই সাথে যাতে সঠিক দামে আর গুণগত মান বজায় রেখে বাড়ি তৈরির উপকরণ যেমন ইঁট, বালি, সিমেন্ট, করা হয় তাও নিশ্চিত করতে হবে। তবে এও বলা হয়েছে যে, দরকার হলে স্থানীয় জনপ্রতিনিধি দের সাহায্য নিতে পারেন।

Related Articles

Back to top button