Awas Yojana – এবার বাড়ি বানানোর জন্য টাকা দেবে সরকার, কিভাবে পাবেন দেখুন।
Awas Yojana – বাড়ি বানাতে এবার টাকা দেবে সরকার
লকডাউনে সবার প্রায় জমানো টাকা শেষ। অনেকে বাড়ি বানানোর (Awas Yojana) জন্য জমানো টাকা থেকেও খরচা করে ফেলেছে। ফলে বাড়ি বানানোর স্বপ্নটা সত্যি করতে পারে নি। কিন্তু এবার সেই স্বপ্নের বাড়ি তৈরিতে সাহায্য করবে কেন্দ্র সরকার। অবাক করা কথা হলেও এতাই সত্যি।
মুলত মধ্যবিত্ত আর গরিবরাই পাবেন এই টাকা। আসলে বাড়ি তৈরি করার টাকার কথা ভেবে যেন তাদের মাথায় না হাত দিতে হয় তাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। সাধারন মানুষেরাও যাতে মাথার উপর ছাদ পায় এই লক্ষ্যে প্রকল্পের সূচনা। Awas Yojana
এই প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’। আর এর সঙ্গে এই প্রকল্পে কিন্তু সাহায্য করছে দেশের কিছু নামীদামি ব্যাঙ্কও। খুব কম সুদে পাবেন এই আবাস যোজনার টাকা। তবে চলুন দেখে নেওয়া যাক কারা পাবে এই অফার। আর কিভাআবে পাবেন এই অফার।
কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেঃ-
১/বিবাহিত দম্পতি একা অথবা আলাদা আলাদা আবেদন করতে পারে। কিন্তু ভর্তুকি মিলবে একটি ক্ষেত্রেই ।
২/আবেদনকারী আগে ভারত সরকারের আয়ত্তায় রাজ্য অথবা কেন্দ্র সরকারের কোন প্রকার প্রকার হাউজিং স্কিমের আওতায় সরকারি সাহায্য নিয়ে থাকলে এই সাহায্য পাবেন না।
৩/পরিবারের কোন সরকারি কর্মচারী থাকলে আবেদন করতে পারবেন না।
৪/এসসি, এসটি এবং ওবিসি জাতির মানুষজন এবং ইডব্লিউএস এবং এলআইজি-র অন্তর্ভুক্ত মহিলারাও এই সুবিধা গ্রহণ করতে পারবে না।
আয়ের হিসেবে কে কতটা সুবিধে পাবে? Awas Yojana
১. বার্ষিক আয় যদি ৩ লক্ষ টাকা অথবা তার কম হয় তাহলে তাঁদের অর্থনৈতিক ভাবে দুর্বল বা ইডব্লিউএস বিভাগে রাখা হচ্ছে। এই গ্রুপের সবাই ৬ লক্ষ টাকার লোনে ৬.৫০ শতাংশ সুদে ভর্তুকি পাবে। এই ক্ষেত্রে সর্বোচ্চ কার্পেট এরিয়া হল ৬০ স্কোয়ার মিটার বা ৬৪৫.৮৩ স্কোয়ার ফুট।
প্রতিদিন মাত্র এক টুকরো করে তেঁতুল খান আর পেয়ে যান রাতারাতি উপকার।
২. বার্ষিক আয় যদি ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত হয় তবে তাঁদের নিম্ন আয় গোষ্ঠী বা এলআইজি বিভাগে রাখা হচ্ছে। এঁরা ৬ লক্ষ টাকার লোনে ৬.৫০ শতাংশ সুদে ভর্তুকির সুবিধে পাবে। এঁদের ক্ষেত্রে সর্বোচ্চ কার্পেট এরিয়া হল ৬০ স্কোয়ার মিটার বা ৬৪৫.৮৩ স্কোয়ার ফুট। Awas Yojana
৩. বার্ষিক আয় ৬ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা তারা মধ্য আয় গোষ্ঠী ১ বা এমআইজি ১ বিভাগে রয়েছে। এঁরা ২০ বছরের জন্য ৯ লক্ষ টাকা লোনের সুদে ৪ শতাংশ সাবসিডি পাবেন। অর্থাৎ সুদের হার ৯ শতাংশ হলে গ্রাহককে ৫ শতাংশ হারে টাকা মেটাতে হবে। কারণ বাকি ৪ শতাংশ ভর্তুকি হিসেবে কেন্দ্র মেটাবে।
৪. বার্ষিক আয় ১২ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত তারা মধ্য আয় গোষ্ঠী ২ বা এমআইজি ২ বিভাগে রয়েছে। এঁরাও ২০ বছরের জন্য ১২ লক্ষ টাকা লোনের সুদে ৩ শতাংশ সাবসিডি পাবেন। অর্থাৎ সুদের হার ৯ শতাংশ হলে গ্রাহককে ৬ শতাংশ হারে টাকা মেটাতে হবে। বাকি ৩ শতাংশ ভর্তুকি হিসেবে কেন্দ্র মেটাবে। Awas Yojana