Bank CSP Business Idea: ব্যাংকের সঙ্গে ব্যবসা করে মাসে 30,000 টাকা আয় করুন। সারাবছর মুনাফা আসবে
Bank CSP Business Idea 2025
দারুন মুনাফার বিজনেস আইডিয়া (Business Idea). এবার ব্যাংকের সঙ্গে ব্যবসা করে ব্যাপক মুনাফা অর্জন করুন। আর এই ব্যবসাটি হল (Bank CSP Business Idea). আপনি ব্যবসা করে লাভবান হতে চাইলে অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে এই বিজনেস করতে পারেন। শুধু ব্যবসা শুরু করার আগে কিভাবে এই ব্যবসাটি করবেন, এই ব্যবসার (Business Idea) জন্য কোন কোন শর্ত আছে, কি কি নথি প্রয়োজন হবে, আর এই ব্যবসার (Business Idea) জন্য কিভাবে আবেদন করবেন আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
Bank CSP Business Idea 2025
আজকালকার দিনে প্রচুর মানুষ চাইছে নিজের একটি ব্যবসা (Business Idea) শুরু করতে। আর সেই ব্যবসা যদি হয় সরাসরি ব্যাংকের সাথে তাহলে তো কথাই নেই। ব্যাংক সিএসপি (Bank CSP Business Idea) করে প্রচুর মানুষ লাভের মুখ দেখছেন। আপনিও পারেন এই ব্যবসা (Business Idea) করতে। জানেন কিভাবে? আসুন এই বিশেষ বিজনেস আইডিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Bank CSP ব্যবসা শুরু করবেন কিভাবে?
আজকের প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে যে ব্যবসার কথা সেটি হল ব্যাঙ্ক CSP। Bank CSP অর্থাৎ (Customer Service Point). এটি একটি ক্ষুদ্র ব্যাঙ্কিং আউটলেট যেটি পরিচালনা করে থাকেন কোনো স্বনিযুক্ত ব্যক্তি। এটি কাজ করে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অনুমোদিত একটি শাখার হিসেবে। এতে পরিষেবা পেয়ে থাকেন গ্রাম বা শহরতলির মানুষ।
তাঁরা নানা ধরনের ব্যাঙ্কিং পরিষেবা পেয়ে থাকেন। আসলে এমন অনেক অঞ্চল আছে যেখানে এখনও কোনো পূর্ণাঙ্গ ব্যাঙ্কের শাখা নেই বা যে শাখা আছে সেখানে অনেক ভিড়। সেখানে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে থাকে এই মিনি শাখাগুলি। তাই CSP আসলে একজনের আয়ের উৎস নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব হিসেবেও পরিচিত হয়ে উঠেছে। আসলে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে পরিষেবা পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছে সরকার।
আরও পড়ুন: ঘরে বসে ফ্রিতে আয় করুন হাজার হাজার টাকা। অনলাইনে আয় করার সেরা পাঁচটি পদ্ধতি
এই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় শর্ত
আপনি যদি Bank CSP Business নিতে চান, তাহলে কিছু নির্দিষ্ট শর্ত আপনাকে পূরণ করতে হবে। এ বিষয়ে মনে রাখতে হবে, এই শর্তগুলো তুলনামূলকভাবে সহজ হয় আর অধিকাংশ যুবকরাই পূরণ করতে পারেন। তাই আপনি যদি নিজস্ব বিজনেস শুরু করতে চান, তাহলে অবশ্যই শর্তগুলি মেনে চলুন।
- এই বিজনেস (Bank CSP Business Idea) শুরু করার জন্য আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর
- ওই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্ততপক্ষে মাধ্যমিক বা দশম শ্রেণী উত্তীর্ণ।
- উক্ত ব্যক্তির বেসিক কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- এই ব্যবসার জন্য একটি নির্দিষ্ট দোকান বা ঘর লাগবে, যেখানে ব্যবসাটি শুরু করা বা পরিচালনা করা সম্ভব।
বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় সব বড় ব্যাঙ্কই CSP হিসেবে নিয়োগ করছে। তার মধ্যে আছে-
- State Bank of India (SBI)
- Punjab National Bank (PNB)
- Canara Bank
- Bank of Baroda (BoB)
- Union Bank of India
- UCO Bank
- HDFC, ICICI, Axis Bank ইত্যাদি।
এই ব্যবসার সুবিধাগুলি কী কী?
এই ব্যবসার সুবিধা হল, এটি নিজস্ব ব্যবসা (Business Idea) তাই স্বাধীনভাবে করতে পারবেন। এই ব্যবসা থেকে সরকার অনুমোদিত নিরাপদ আয় আসবে। এই ব্যবসা আপনাকে সামাজিক মর্যাদা ও পরিচিতি দেবে।
এই ব্যবসা থেকে কিরকম আয় আসে?
আপনি যদি একজন CSP এজেন্ট হিসেবে কাজ করেন, আর যদি ঠিকভাবে এবং নিয়মিতভাবে পরিষেবা প্রদান করেন, তাহলে মাসে কমপক্ষে আপনার আয় হবে ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা বা তার বেশি অর্থ আয়। তাছাড়া উৎসবের সময় বা সরকারি প্রকল্প চালু থাকলে আপনার আয় আরও বেড়ে পারে।
এই ব্যবসার জন্য আবেদন পদ্ধতি
এই ব্যবসা শুরু করার জন্য সরাসরি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে আবেদন করা যায়। অথবা অনুমোদিত BC (Business Correspondent) সংস্থার মাধ্যমেও অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ফিল আপ করে জমা দেওয়ার পর ভেরিফিকেশন হবে। আর তারপর পুলিশ ক্লিয়ারেন্স ও প্রশিক্ষণ দেওয়া হবে। এই ধাপগুলি পেরোলে তবে CSP অনুমোদন দেওয়া হয়ে থাকে।
আরও পড়ুন: নতুন বছরে সেরা ব্যবসার আইডিয়া। সব সময়ে লাখ টাকা আয়ের সুযোগ
উপসংহার
আজকের প্রতিবেদন থেকে আপনারা জেনে নিলেন কিভাবে এই ব্যবসা (Bank CSP Business Idea) নিজের এলাকাতেই শুরু করতে পারবেন। তাহলে আর দেরি কেন যত তাড়াতাড়ি আপনি আবেদন জমা করবেন যত তাড়াতাড়ি আপনার আবেদন গৃহীত হয়ে আপনি নিজের ব্যবসা শুরু করতে পারবেন। আরো বিস্তারিত জানতে ব্যাংকের সঙ্গে কথা বলে নিন।