Bank Deposit – ব্যাঙ্ক একাউন্ট থেকে ইচ্ছেমতো টাকা তুলছেন? জরিমানার অঙ্ক শুনলে চমকে যাবেন।
Bank Deposit – জানেন কি ব্যাঙ্ক একাউন্টে ন্যূনতম ব্যালেন্স ও জরিমানার পরিমান?
পেশাগত ক্ষেত্রে হোক বা সন্তানের উচ্চশিক্ষা বা অন্যান্য জরুরি ভিত্তিতে, অর্থের গুরুত্ব অপরিসীম (Bank Deposit)। আর সেই কারণেই উপার্জনের টাকা সঞ্চয় করতে সাধারণ মানুষ ব্যাঙ্কে কিংবা পোস্ট অফিসে সেভিংস করে থাকেন। কিন্তু শুধুমাত্র ব্যাঙ্ক একাউন্ট থাকলে বা টাকা জমালেই হল না, জরিমানার হাত থেকে বাঁচতে জানতে হয় ব্যাঙ্কের নিয়ম কানুন।
অনেকেই না ভেবে একাউন্ট (ATM) থেকে মোটা অঙ্কের ক্যাশ তোলেন। যার ফলে ব্যাঙ্কে জমা থাকে খুবই সামান্য টাকা। এর ফলে মোটা অঙ্কের ফাইন বা জরিমানা লাগু হতে পারে ব্যাঙ্ক একাউন্ট হোল্ডারদের উপর। তাই আগে থেকেই জেনে নিন কোন ব্যাঙ্কে নূন্যতম টাকা রাখার পরিমান ও জরিমানার পরিমান। (Bank Deposit)
ন্যূনতম ব্যালেন্স ও জরিমানার পরিমান-
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)– RBI এর পর দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্কটি হল SBI. এসবিআই-র নিয়ম অনুযায়ী, এই ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স, একাউন্ট হোল্ডার মেট্রো শহরের বাসিন্দা হলে কমপক্ষে ৩ হাজার টাকা, মফস্বলের বাসিন্দা হলে কমপক্ষে ২ হাজার টাকা, গ্রামের বাসিন্দা হলে কমপক্ষে ১ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে। তা না হলে সেই ব্যালেন্স থেকে মাসিক জরিমানা হিসেবে দিতে হবে ৫-১৫ টাকা। (Bank Deposit)
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রাহকসংখ্যা অনেক হলেও অনেকেই জানেন না এই বিষয়ে। গ্রাহক শহর ও শহরতলির বাসিন্দা হলে কমপক্ষে ২০ হাজার টাকা ব্যালেন্স রাখতে হয়। যদি তিনি মফস্বল বা গ্রামের বাসিন্দা হন ব্যালেন্স হিসেবে যথাক্রমে কমপক্ষে ১ হাজার টাকা ও ৫০০ টাকা রাখতে হয়। (Bank Deposit)
বকেয়া ডিএ নিয়ে রাজ্যের সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ
এইচডিএফসি (HDFC)-
এই ব্যাঙ্কের একাউন্ট হোল্ডার, যাদের সেভিং একাউন্ট রয়েছে, তাদের একটু বেশি পরিমান টাকা রাখতে হয়। মেট্রো শহর ও শহরতলিতে বসবাস করলে একাউন্টে রাখতে হয় কমপক্ষে ১০ হাজার টাকা ব্যালেন্স। রাখতেই হয়। এছাড়া মফস্বলের বাসিন্দাদের ব্যালেন্স হিসেবে প্রতি মাসে কমপক্ষে ৫ হাজার টাকা রাখতেই হয় (Bank Deposit)। গ্রামে বসবাস করলে ব্যালেন্স হিসেবে প্রতি মাসে কমপক্ষে ২,৫০০ টাকা রাখতেই হয়। এবার আসি জরিমানার বিষয়, মেট্রো শহর বা শহরতলির বাসিন্দারা নূন্যতম ব্যালেন্স না রাখলে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা দিতে হয়।
আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক-
আইসিআইসিআই ব্যাঙ্কের একাউন্ট হোল্ডারদের সেভিং অ্যাকাউন্ট থাকলে এবং মেট্রো শহর ও শহরতলির বাসিন্দা হলে কত টাকা রাখতে হবে? চলুন জেনে নেওয়া যাক। ব্যালেন্স হিসেবে কমপক্ষে ১০ হাজার টাকা রাখতেই হয়। তবে মফস্বলের বাসিন্দা হলে ব্যালেন্স হিসেবে কমপক্ষে ৫ হাজার টাকা ও গ্রামের বাসিন্দা হলে কমপক্ষে ২ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে। (Bank Deposit)
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।