মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হল অর্থ। আর্থিক লেনদেন করতে ব্যাংকের ওপরে নির্ভরশীল সাধারণ মানুষের Bank Holiday বিষয়ে জেনে নেওয়া খুব জরুরী। এই মাসেই বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাংক। নিজের বিশেষ কাজগুলি ঐ সকল Bank Holiday – এর দিনে না রেখে Working Day তে সেরে ফেলুন। তবে তার জন্য আপনাকে ছুটির তালিকা জেনে নিতে হবে।
RBI নির্ধারিত নিয়মে Bank Holiday অনুসারে নিজের আর্থিক লেনদেন ঠিক করুন।
রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুসারে Bank Holiday হিসেবে চলতি মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি অবধি, এই ১০ দিনের মধ্যে ৮ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্ক ছুটির দিন গুলো জেনে নিন ভালো করে, নাহলে এই দিন গুলিতে ব্রাঞ্চে গেলেও কোনোরকম কাজ হবে না, খাটনিই বৃথা যাবে।
মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সারতে গ্রাহকরা ব্যাঙ্কে যান। কিন্তু হঠাৎ করে ব্রাঞ্চে গিয়ে যদি দেখেন ব্যাঙ্ক বন্ধ, তাহলে খুব সমস্যায় পড়তে হয়। তাই হাতে সময় রেখেই আগে থাকতে চলুন জেনে নেওয়া যাক, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
চলতি ফেব্রুয়ারি মাসে ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এই ছুটিগুলির মধ্যে অধিকাংশই রাজ্যকেন্দ্রিক ছুটি। অর্থাৎ বিশেষ কিছু রাজ্যে ছুটি থাকবে। সারা দেশে একসাথে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা কিন্তু নয়।
ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটির দিনের তালিকা:
১. ফেব্রুয়ারী 12, 2023 – রবিবার।
তাই এই দিন সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২. ফেব্রুয়ারী 15, 2023- লুই-এনগাই-নি।
কেবল হায়দ্রাবাদ শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. ফেব্রুয়ারি 18, 2023 – মহাশিবরাত্রি।
আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, কলকাতাসহ পশ্চিমবঙ্গ, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. ফেব্রুয়ারী 19, 2023 – রবিবার।
তাই এই দিন সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
পেনশন ভোক্তাদের জন্য বিরাট বড় সুখবর, কেন্দ্রীয় বরাদ্দ দেখলে চমকে যাবেন। বিস্তারিত দেখুন।
৫. ফেব্রুয়ারী 20, 2023 – আইজলের রাজ্য দিবস।
কেবল আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬. ফেব্রুয়ারি 21, 2023- লোসার।
গ্যাংটকসহ সমগ্র সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭. ফেব্রুয়ারী 25, 2023 – চতুর্থ শনিবার।
তাই সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮. ফেব্রুয়ারী 26, 2023 – রবিবার।
তাই এই দিন সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এর নয়া সিদ্ধান্তে বড় ঝটকা, খরচ বাড়বে ব্যাংকের গ্রাহকদের, জেনে নিন বিস্তারিত।
প্রতি মাসেই রবিবারসহ দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্য জানতে চাইলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx- এ গিয়ে দেখে নিতে পারেন। এই সংশ্লিষ্ট দিনগুলোতে অনলাইন, নেটব্যাঙ্কিং এবং ATM পরিষেবা অন্যান্য দিনের মতই স্বাভাবিক থাকবে।Written by Parna Banerjee