ব্যাংকের সুদের হার

বর্তমানে পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক মানুষই পেশার বদল ঘটিয়েছেন। সাথে বেড়েছে আয়। ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়ার ফলে এবার থেকে বেশি লাভ পেতে পারেন আপনিও। সাধারণ মানুষের সাথে সাথে অনেক পড়ুয়া উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও কাজে যোগদান করতে বাধ্য হয়েছেন বাড়তি আয়ের উদ্দেশ্যে। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে সকলেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের স্কিমগুলি বা সেভিংস বা ফিক্সড ডিপোজিট করে থাকেন। এবারে এই ব্যাংক দিচ্ছে বাড়তি সুদের হার। বিস্তারিত আলোচনায় সবটা জানা যাক।

Advertisement

চড়া হারে সুদের হার হিসেবে বিনিয়োগে মেলে বাড়তি লাভ।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানো হয়েছে, আর এর পর থেকেই দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। এর ফলে গ্রাহকরা আরও বেশি করে আকৃষ্ট হচ্ছেন এফডিতে টাকা বিনিয়োগ করতে। অন্যান্য সব ব্যাঙ্কের মত পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কও এফডির উপর সুদের হার বাড়িয়েছে।

এখন ব্যাঙ্কের তরফে ফিক্সড ডিপোজিটের উপর মিলছে ৮.৮৫ শতাংশ হারে সুদ। তবে এই সুদ পেতে গেলে ‘পিএসবি উৎকর্ষ’ নামের ২২২ দিনের এফডি স্কিমে গ্রাহকদের বিনিয়োগ করতে হবে। এই স্কিমের আওতায় অতি প্রবীণ নাগরিকরা ৮.৮৫ শতাংশ হারে সুদ উপভোগ করতে পারবেন। প্রবীণ নাগরিকরা ব্যাঙ্কের তরফে পাবেন ৮.৫ শতাংশ হারে সুদ। পাশাপাশি, সাধারণ গ্রাহকরা পাবেন ৮ শতাংশ হারে সুদ।

Ads

সাপ্তাহিক রাশিফল (20-26ই মার্চ, 2023) – মেষ থেকে মীন, পার্ট-2 দেখে নিন।

এছাড়াও, পিএসবির ৩০০ দিনেরও একটি ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। এই এফডি স্কিমে টাকা রাখলে অতি প্রবীণ নাগরিকরা পাবেন  ৮.৩৫ শতাংশ হারে সুদ। এখানে প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ৮ শতাংশ হারে সুদ। ৩০০ দিনের ফিক্সড ডিপোজিটটিতে বিনিয়োগ করলে সাধারণ গ্রাহকরা পেয়ে যাবেন ৭.৫ শতাংশ হারে সুদ।

Advertisement

এছাড়াও, ৬০১ দিন মেয়াদী একটি ফিক্সড ডিপোজিট স্কিমও রয়েছে এখানে। এই স্কিম থেকে অতি প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৮৫ শতাংশ হারে সুদ। ব্যাঙ্কের তরফে প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ৭.৭৫ শতাংশ হারে সুদ এবং সাধারণ গ্রাহকদের জন্য থাকছে ৭ শতাংশ হারে সুদ।

Advertisement

রাতারাতি SBI এর সেভিংস অ্যাকাউন্ট থেকে 499 টাকা কাটা হচ্ছে, একাউন্ট ব্যালান্স চেক করুন।

যাঁরা দীর্ঘ মেয়াদী এফডি করতে চাইছেন তাঁদের জন্য ১০৫১ দিনের একটি ফিক্সড ডিপোজিট স্কিম রাখা হয়েছে ব্যাঙ্কের তরফে। এখানে বিনিয়োগ করলে অতি প্রবীণ নাগরিকদের ৭.৮৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ৭.৫ শতাংশ হারে সুদ। এবং সাধারণ গ্রাহকদের জন্য ধার্য করা হয়েছে ৭ শতাংশ হারে সুদ।Written by Parna Banerjee.

Ads
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *