Banking Holidays 2022- সেপ্টেম্বর মাসে টানা কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বিশদে জেনে নিন।
Banking Holidays – কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে?
আগস্ট মাসের শেষের দিন আজ (Banking Holidays)। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন মাস। এই মাসেও বেশ কয়েকদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। টাকা লেনদেন বা নতুন একাউন্ট খোলার চিন্তা, নানান কারণেই ছুটতে হয়ে ব্যাঙ্কে। সেক্ষেত্রে আগে থেকে না জেনে ছুটির দিনে ব্যাঙ্কে গেলে আবারও ফিরে আসতে হয়ে বাড়িতে।
নানা পেশাদারী কাজে ছুটির নিয়ে ব্যাঙ্কে কাজ সারতে যেতে হয়। তাই আগে থেকে জেনে নেওয়া ভালো ছুটির দিনগুলি। সেপ্টেম্বর মাসেও বেশ কয়েকদিন বন্ধ ব্যাঙ্ক। কোন কোন দিন ছুটি দেওয়া হয়েছে, অবশ্যই জেনে নিন। (Banking Holidays)
ওয়েসিস স্কলারশিপে আবেদন সংক্রান্ত এই 2 টি সমস্যা হলে কি করবেন? জেনে নিন
কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)- গণেশ চতুর্থী।
৪ সেপ্টেম্বর — রবিবার।
৬ সেপ্টেম্বর (মঙ্গলবার)— কর্ম পূজা।
৭ ও ৮ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার)— ওনাম উৎসব উপলক্ষ্যে তিরুবনন্তপুরম এবং কোচির ব্যাংক ছুটি।
৯ সেপ্টেম্বর (শুক্রবার)— ইন্দ্রজাতা উপলক্ষ্যে সিকিমের গ্যাংটকের ব্যাংক ছুটি। (Banking Holidays)
১০ সেপ্টেম্বর (শনিবার)— শ্রী নারাভানে গুরু জয়ন্তী উপলক্ষ্যে তিরুবনন্তপুরম এবং কোচির ব্যাংক ছুটি/ ২য় শনিবার।
১১ সেপ্টেম্বর — রবিবার ছুটি।
১৮ সেপ্টেম্বর — রবিবার ছুটি।
২১ সেপ্টেম্বর — শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষ্যে তিরুবনন্তপুরম এবং কোচির ব্যাংক ছুটি।
২৪ সেপ্টেম্বর – চতুর্থ শনিবার।
২৫ সেপ্টেম্বর — রবিবার ছুটি।
২৬ সেপ্টেম্বর — নবরাত্রি প্রতিষ্ঠা, মণিপুরের জয়পুর এবং ইম্ফলে ব্যাংক ছুটি থাকবে।
ব্যাংকের ছুটির বিষয়ে আরো বিশদে জানতে হলে রিজার্ভ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটটি চেক করতে পারেন। লিঙ্ক নিচে দিয়ে দেওয়া হয়েছে। (Banking Holidays)
অফিশিয়াল ওয়েবসাইট –
https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.