SBI Scheme: মাত্র 2 টাকা বিনিয়োগ করেই লাখপতি! বাজার কাঁপানো স্কিম আনলো স্টেট ব্যাংক। কিভাবে সুবিধা পাবেন?
State Bank Scheme Investment
স্টেট ব্যাংকের সব প্রকল্পগুলি (SBI Schemes) গ্রাহকদের চূড়ান্ত লাভ প্রদান করে থাকে। আর তাই জন্য বেশিরভাগ মানুষ স্টেট ব্যাংকে টাকা রাখতে পছন্দ করেন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবার এনেছে এক বাজার কাঁপিয়ে দেওয়ার মত স্কিম। আর এই প্রকল্প থেকে আপনি পেয়ে যাবেন চোখ ধাঁধানো রিটার্ন। মাত্র ২ টাকা রাখলে রিটার্ন পাবেন লাখ টাকা। কিভাবে পাবেন এই সুবিধা? আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
SBI Scheme Investment
ভাবতে নিশ্চয়ই খুব অবাক লাগছে যে মাত্র দুই টাকা বিনিয়োগ করেই লাখপতি হতে পারবেন। আসলে সে তো অবাক হওয়ার মতোই কথা। এই বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন একটি প্রকল্প এনেছে। যে প্রকল্পে বিনিয়োগ (Investment) করলে লাভ-ই লাভ। SBI এর নতুন স্কিম সেই বড় ধামাকা। সম্প্রতি SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু’টি নতুন স্কিম চালু করেছে।যার মধ্যে একটি হল প্রতি ঘর লাখপতি প্রকল্প। অন্য স্কিমটি হল SBI প্যাটার্স FD স্কিম।
সংশ্লিষ্ট বিষয়টি উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এই দুই স্কিমই আপনাকে বড় লাভ প্রদান করবে। এই প্রকল্পগুলি দ্বারা লাখপতি হবেন উপভোক্তা। এমনকী শুধু লাখপতি কেন, ঠিকভাবে বিনিয়োগ করতে পারলে আপনি হতে পারেন কোটিপতিও। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বিনিয়োগ করবেন? আসুন তবে এই প্রকল্পের কৌশল সম্পর্কে জানা যাক। আসলে স্টেট ব্যাংকের এই স্কিমে যে সবাই বিনিয়োগ করতে পারবেন এমনটা নয়। এই স্কিম মূলত ৮০ বছরের বেশি নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। তবে এই স্কিমের অধীনে একজন ব্যক্তি ১০ বছর বয়সী শিশুর জন্যও বিনিয়োগ আরম্ভ করতে পারেন। তবে এই বিনিয়োগ কিন্তু পুরোটাই রেকারিং ডিপোজিট (RD)। তবে কিভাবে করবেন এখানে বিনিয়োগ?
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোনটায় বেশি লাভ হবে?
স্টেট ব্যাংকের স্কিমে বিনিয়োগ করবেন কিভাবে?
স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট বা আরডিতে আপনাকে প্রতি মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হবে। এটাই প্রকল্পের অন্যতম নিয়ম। তাহলে আপনি এই স্কিমে কত টাকা থেকে বিনিয়োগ করা শুরু করতে পারেন? আসলে এই স্কিমে বিনিয়োগ করা যায় ১ টাকা থেকে। কোনো একটি আরডি স্কিমে ৬ মাস, ১ বছর, ৫ বছর অথবা ১০ বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। আর আপনি এই স্কিমে ৩ বছর থেকে ১০ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন।
স্টেট ব্যাংকের এই প্রকল্পের নিয়ম অনুসারে প্রতি মাসে অল্প পরিমাণ টাকা আপনাকে জমা করতে হবে। আর আপনার প্রয়োজন অনুসারে আপনি কোনো এক সময়ে ১ লক্ষ টাকা বা তার বেশি টাকা তুলতে পারেন। এখানে অঙ্ক বলছে যে, যদি আপনি ৩ বছরে ১ লক্ষ টাকা জমা করতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে মাত্র ২ টাকা জমা করে।
আর যদি আপনি মোট ৫ বছরে ১ লক্ষ টাকা জমা করতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে ১০ টাকা করে। এবার মনে করুন, আপনার ১০ বছর পর যদি ১ লক্ষ টাকার প্রয়োজন হয়, তবে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে ৯৩ টাকা করে। তবে মূলত বয়স্ক মানুষদের জন্যই এসবিআই প্যাটার্স এফডি স্কিমটি। এই স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আর এখানে বিনিয়োগ করা যেতে পারে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত।