বাংলার জেলায় জেলায় বসছে Smart Meter. কী কী সুবিধা পাবেন? বিদ্যুতের বিল কমবে? জানুন বিস্তারিত

Smart Meter In West Bengal

যথেচ্ছ ভাবে বিদ্যুৎ চুরি আটকাতে এবার রাশ টানছে বিদ্যুৎ দপ্তর। বসছে Smart Meter. বহুবার সার্ভে করা হলেও, একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও বিদ্যুৎ চুরি আটকানো যাচ্ছে না। তাই এবার স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হল। শহর ও শহরতলি সংলগ্ন এলাকাগুলি -তে এই কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই স্মার্ট মিটার বসালে আদতে কি জনতা উপকৃত হবেন? এর দ্বারা নতুন করে কি অসুবিধা হতে পারে? স্মার্ট মিটার সম্পর্কে বিস্তারিত আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।

What Is Smart Meter?

প্রধানত স্মার্ট মিটার একটি ইলেকট্রনিক ডিভাইস যা কিনা রেকর্ড করে বৈদ্যুতিক শক্তির ব্যবহার, ভোল্টেজের মাত্রা, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টরের মতো তথ্যগুলিকে। স্মার্ট মিটার গ্রাহকদের কাছে সমস্ত তথ্য পৌঁছে দেয় যাতে গ্রাহকরা সিস্টেমকে পর্যবেক্ষণ ও বিদ্যুতের বিল সম্পর্কে আরো স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। স্মার্ট মিটার সাধারণত রিয়েল-টাইমের কাছাকাছি শক্তি রেকর্ড করে ও সারা দিন ধরে অল্প সময়ের ব্যবধানে এটি নিয়মিত রিপোর্ট করে।

জেলায় জেলায় বসছে স্মার্ট মিটার

ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় স্মার্ট মিটার বসছে। বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, কল্যাণী মহকুমার আওতায় থাকা ৫০ হাজার উপভোক্তার বাড়িতে স্মার্ট মিটার বসানোর লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। আর সেই লক্ষ্য অনুসারে ৪০ হাজার বাড়িতে বসানো হয়েছে স্মার্ট মিটার। তবে এখনও পর্যন্ত রানাঘাট, কৃষ্ণনগর ও তেহট্ট সাব-ডিভিশনে কাজের গতি অনেকটাই ধীর।

কেন বসানো হচ্ছে স্মার্ট মিটার?

এ বিষয়ে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, বিগত অর্থবর্ষে বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে মোটামুটি প্রায় দুই কোটি টাকার জরিমানা আদায় হয়েছিল বিদ্যুৎ দপ্তরের তরফে। অধিকাংশ ক্ষেত্রে মিটারে কারচুপি করে বিদ্যুৎ চুরির অভিযোগ ওঠে। আর এই পরিস্থিতি সামাল দিতে দপ্তর আধিকারিকরা লাগাতার অভিযান চালান। মোটা অঙ্কের জরিমানা করা হয় অভিযুক্তদের।

আরও পড়ুনঃ এই গরমে বাড়ির Fridge-এর যত্ন রাখতে কী করবেন? কী করবেন না? রেফ্রিজারেটর ভাল রাখার নিয়মগুলি জেনে নিন

স্মার্ট মিটার বসালে সুবিধা নাকি অসুবিধা?

অনেক জায়গায় স্মার্ট মিটার নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব দেখা দিচ্ছে। অনেকেই মনে করছেন, স্মার্ট মিটার বসালে হয়তো বিদ্যুৎ বিল বেশি আসবে। বিল দিতে একটু দেরি হলেই সংযোগ কেটে দেওয়া হবে। কিন্তু উপভোক্তারা এটাই বুঝতে পারছেন না, স্মার্ট মিটার বসালে আদলে উপভোক্তারাই উপকৃত হবেন।

অথচ আধিকারিকরা বলছেন, স্মার্ট মিটার বসালে গ্রাহক বহু সুবিধা পাবেন। যেমন স্মার্ট মিটারের মাধ্যমে উপভোক্তারা যেকোনও জায়গা থেকে বিদ্যুৎ বিল (Electricity Bill) মেটাতে পারবেন। এছাড়া, বিল দেওয়ার ক্ষেত্রেকি স্বচ্ছতা ও সুবিধা মিলবে। যদি নির্ধারিত সময়ের আগে চূড়ান্ত বিল পরিশোধ না করতে পারেন তাহলে স্মার্ট মিটার গ্রাহকরা ৪ শতাংশ ছাড় পাবেন। এছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল, স্মার্ট মিটারে কারচুপি করা কঠিন। ফলে বিদ্যুৎ চুরি প্রবণতাও অনেকটা কমবে।

আরও পড়ুনঃ মেয়েরা পাবে 1 লক্ষ টাকা এই সরকারি প্রকল্পে!

উপসংহার

রাজ্যের জেলায় জেলায় স্মার্ট মিটার বসানোর কাজ চলছে জোরকদমে। যদিও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের দাবি যে, অনেক জায়গাতেই সচেতনতার অভাবে অনেকেই স্মার্ট মিটার বসাতে রাজি হচ্ছেন না। যার ফলে কাজের গতি ব্যাহত হচ্ছে।

Related Articles

Back to top button