সরকারি সঞ্চয় প্রকল্প

এখন থেকেই সরকারি সঞ্চয় প্রকল্প জেনে ইনভেস্ট করলে ভবিষ্যৎ সুরক্ষিত।

আর্থিক অবস্থার উন্নতির জন্য প্রত্যেকেই কোন না কোন প্রকল্পে ইনভেস্ট করার কথা ভাবেন। এমন 5টি সরকারি সঞ্চয় প্রকল্প নিয়ে আজকের আলোচনা যা আপনাকে ভবিষ্যতে বেশ ভালো লাভের মুখ দেখাতে পারে। তবে জেনে শুনে বিশ্লেষণ করে তবেই ইনভেস্ট করবেন। আসু তবে জেনে নেওয়া যাক, কোন 5টি সরকারি সঞ্চয় প্রকল্প সবথেকে ভালো।

Advertisement

এখন প্রচুর লোভনীয় সঞ্চয় প্রকল্প আছে। তবে যেকোনো প্রকল্পেই কিছু না কিছু বিষয় থাকে, যা আপনার প্রয়োজন মেটাবে। তাই আসুন দেখে নেই এই 5টি সরকারি সঞ্চয় প্রকল্প যেগুলি হল –
১। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC).
২। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS).
৩। পাবলিক প্রভিডেন্ড ফান্ড (PPF).
৪। সভেরিন গোল্ড বন্ড (SGB).
৫। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (MIS).

১। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) :- ভারতীয় নাগরিকদের জন্য সরকারি সঞ্চয় প্রকল্প গুলির মধ্যে এটি একটি দারুণ ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে করা যায়।
সুদের হারঃ- এক্ষেত্রে সুদের হার পাওয়া যায় 6.8 শতাংশ।

Ads

মূলধনের পরিমাণ- এক্ষেত্রে আপনাকে কিছু মূলধন জমা রাখতে হবে। এই মূলধনের ওপরেই আপনি নিরধারিত সুদ পাবেন। সর্বনিম্ন 1,000/- টাকা বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে বিনিয়োগের কোন উর্দ্ধসীমা নেই। অর্থাৎ আপনি আপনার সাধ্যমতো টাকা এখানে জমা রাখতে পারেন। তবে আপনাকে 100 আকার গুণিতক হারে টাকা রাখতে হবে।

Advertisement

আবার নোট বাতিল – ফিরছে 6 বছর পর। সিদ্ধান্তে অনড় কেন্দ্র। কি বলছে সুপ্রিম কোর্ট? দেখে নিন।

কিসের অন্তর্গত?
এটি NSC VIII এর অন্তর্গত। এর আগে NSC IX এর অন্তর্গত একটি প্ল্যান ছিল যা 10 বছর মেয়াদে দিত 8.8 শতাংশ। কিন্তু এখন তা বন্ধ হয়ে গিয়েছে।
বয়সসীমাঃ- এক্ষেত্রে 18 বছর বয়স হলেই টাকা জমা রাখা যাবে। তবে, অপ্রাপ্তবয়স্কদের নামেও সঞ্চয় করা যাবে। পরিবারের অন্যদের নামেও এক্ষেত্রে সঞ্চয় করা যাবে।

Advertisement

ফ্রি স্মার্টফোন প্রকল্প – প্রতি পরিবারে একটি করে স্মার্টফোন দিতে চলেছে সরকার, কিভাবে পাবেন।

বিশেষ সুবিধাঃ- এক্ষেত্রে একটি বিশেষ সুবিধা হলো, আপনি এই NSC তে এখন যে হারে বিনিয়োগ করবেন, আগামী 5 বছর আপনি সেই হারেই সুদ পাবেন। এক্ষেত্রে আপনার আমানত সুদের হার কমা অথবা বাড়ার ফলে প্রভাবিত হবে না। অন্যান্য সুবিধাঃ- এক্ষেত্রে 80C ধারায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত সুদের ওপরে Income Tax এ ছাড় পাওয়া যাবে। ম্যাচিউরিটি পিরিয়ডঃ- এক্ষেত্রে 5 বছর পর আপনি আপনার টাকা সুদ সহ ফেরত পাবেন। প্রিম্যাচিউর উইথড্রয়ালঃ- একমাত্র কোর্টের নির্দেশেই NSC এর প্রিম্যাচিউর ক্লোসার হতে পারে।

Ads

অর্থাৎ বিশেষ প্রয়োজন ছাড়া আপনি 5 বছরের মধ্যে টাকা তুলতে পারবেন না। এছাড়া যার নামে কেনা হবে, তার অকাল প্রয়াণ ঘটলে, নমিনি এই টাকা তুলে নিতে পারবেন। সরকারি সঞ্চয় প্রকল্প গুলির আলোচনা নিয়ে আমাদের এই সিরিজ প্রতিবেদন চলবে। বাকি চারটি ইনভেস্টমেন্ট প্ল্যান জানতে পরবর্তী প্রতিবেদন গুলিতে নজর রাখুন।
Written By Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *