Best Course After 12 – উচ্চমাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করা তা নিয়ে চিন্তিত? চিন্তা দূর করতে এখনই দেখুন এই বিশেষ প্রতিবেদন। Exclusive Report 2022.
Best Course After 12 – সন্তানের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত? চিন্তা দূর করতে একনজরে দেখে নিন এই বিশেষ প্রতিবেদন।
উচ্চমাধ্যমিক পরীক্ষা (Best Course After 12) তো শেষ। ফলাফলও প্রকাশিত। আগামী ২০ জুন হাতে পাওয়া যাবে উচ্চমাধ্যমিকের মার্কশীট। এখনো কি চিন্তিত কি বিষয় নিয়ে পড়াশোনা যায় ভবিষ্যতের জন্য? চিন্তা দূর করার পালা এবার এসে গেছে।
উচ্চমাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করলে পাওয়া যাবে কি সুযোগ। সমস্তটাই তুলে ধরা হবে এই প্রতিবেদনের মাধ্যমে। জানতে হলে অবশ্যই পড়তে হবে পুরো প্রতিবেদনটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কতগুলি বিষয় (Best Course After 12) রয়েছে এবং কি ধরনের পরীক্ষা দেওয়া যেতে পারে আগামী দিনে।
অনেকদিন আগে থেকেই ঠিক করে রাখেন উচ্চমাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবেন। আবার অনেকে আছেন যারা পরীক্ষা দিয়েই বুঝতে পেরে যান কত শতাংশ নম্বর পেতে পারেন এবং সেই হিসেবে কলেজ বা ইউনিভার্সিটি এবং পড়াশোনার বিষয় (Best Course After 12) নির্বাচন করতে শুরু করেন।
অনেকেই আছেন যারা হাতে মার্কশিট না পাওয়া পর্যন্ত বুঝতে পারেন না, কি বিষয় নিয়ে পড়াশোনা করা যেতে পারে। অনেকে আছেন এই পরিস্থিতিতে শুধুমাত্র পড়াশোনার দিকে মনোযোগ করে ভবিষ্যতে রিসার্চ ওয়ার্ক অথবা টিচিং লাইনে প্রবেশ করেন। অনেকেই আছেন যারা উচ্চমাধ্যমিক পাশ করার পর কি পড়তে শুরু করে প্রফেশনাল কোর্স (Best Course After 12) এবং নিতে শুরু করেন চাকরির প্রস্তুতি।
ক) উচ্চমাধ্যমিকের পর সাইন্স বিষয়ক পড়াশোনা-
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সাইন্স এর বিভিন্ন বিষয়ে সাইন্স স্ট্রিমে পড়াশোনা করেছেন তারা কলেজের অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেলেও করতে পারবেন সায়েন্স বিষয়ক পড়াশোনা। (Best Course After 12)
এক্ষেত্রে যেসব ছাত্রছাত্রীদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অংক ছিল তারা নিতে পারবেন নিম্নলিখিত এই কোর্সগুলি-
১) BTech / BE
২) integrated M tech
৩) BCA (IT and Software)
৪) BArch
৫) BSc. (IT and Software)
৬) BSc Science (Non-Math Subject)
৭) BSc Science. (Best Course After 12)
অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বায়োলজিক্যাল সাইন্স ছিল তারা নিতে পারবেন নিম্নলিখিত এই কোর্সগুলি- (Best Course After 12)
১) MBBS
২) BDS
৩) BPharma
৪) Paramedical
৫) Nursing.
এগুলো ছাড়াও সাইন্স স্ট্রিমের ছাত্রছাত্রীরা যে যে কোর্সে পড়াশোনা করতে পারবেন সেগুলি হল-
১) Law (LLB)
২) Hotel Management
৩) Journalism and Mass Communication
৪) Animation
৫) Graphic Designing
৬) Travel and Tourism
৭) Hospitality
৮) Fashion Designing. (Best Course After 12)
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকে সায়েন্স বিষয়ক পড়াশোনা করেছেন তারা নিম্নলিখিত এই পরীক্ষা গুলিতেও বসতে পারবেন-
১) Engineering Entrance Exams- JEE Main, JEE Advanced.
2) Medical Entrance Exams- NEET UG, NEET PG, AIIMS MBBS.
৩) Science Entrance Exams- NEST, IIT, JAM, JEST.
খ) উচ্চমাধ্যমিকের পর আর্টস বিষয়ক পড়াশোনা- (Best Course After 12)
এমন অনেকে মনে করে থাকেন যে যারা কম নম্বর পায় তারা পড়াশোনা করে আর্টস বিষয়ে। আমি অনেক খেতেও মনে করা হয় আর্টস নিয়ে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ হয়ে যায় অন্ধকার। পাওয়া যায় না ভালো কোন চাকরি। তবে কথাটি সম্পূর্ণ ভুল।
অতীতে এমন অনেক মনীষীর খোঁজ পাওয়া যায় যারা সমাজে একের পর এক সাত ফেলেছেন তাদের কাজের দ্বারাই। যেকোনো সরকারি পরীক্ষাতেই থাকে আর্টস বিষয়ক প্রশ্ন। কাজে এর অন্তর্গত বিভিন্ন বিষয়ে খুব ভালো করে পড়তে হয় চাকরি প্রার্থীদের । (Best Course After 12)
এবারে উচ্চমাধ্যমিক পাস পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ, রইল দুর্দান্ত 11 টি স্কলারশিপের হদিশ
আর্টস এর অন্তর্গত কোর্সগুলি হল- (Best Course After 12)
১) BA in Humanities and Social Sciences
২) BA in (Fine/ Visual/ Performing) Arts.
৩) Bachelor of Fine Arts (BFA)
৪) BDes in Animation
৫) BA LLB
৬) BDes in Design
৭) Bachelor of Journalism & Mass Communication (BJMC)
৮) BHM in Hospitality & Travel
৯) Bachelor of Journalism (BJ)
১০) Bachelor of Mass Media (BMM)
১১) BA in Hospitality & Travel
১২) BA in Animation
১৩) Diploma in Education (DEd)
১৪) BBA LLB
এগুলো ছাড়াও আর্টসের ছাত্র ছাত্রীরা যে কোর্সে পড়াশোনা করতে পারবেন সেগুলি হল- (Best Course After 12)
১) Linguistics
২) Religious Studies
৩) Foreign Languages
৪) Fashion Designing
৫) Theatre Studies
৬) Film Making
৭) Art History and related fields
৮) Mass Communication and Media
৯) Advertising
১০) Interior Designing
১১) Teaching
১২) Hospitality
১৩) Travel and Tourism
১৪) Event Management
১৫) Sociology
১৬) Psychology
১৭) Creative Writing
১৮) Social Work
১৯) Fashion
২০) Photography
২১) Make Up & Beauty.
পুরনো 1 ও 2 টাকার নোট 50 হাজার টাকা দাম উঠলো, কীভাবে বেচবেন দেখুন
আর্টস এর ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে যে পরীক্ষাগুলিতে বসতে পারবেন সেগুলি হল-
১) Law Entrance Exams- CLAT, AILET, LSAT.
২) Design Entrance Exams- NID Entrance Exam, NIFT Entrance Exam.
৩) Hospitality Entrance Exams- NCHMCT JEE.
৪) MassComm Entrance Exams- IIMC Entrance Exam, JMI Entrance Exam, XIC- OET.
৫) Humanities Entrance Exams- JNUEE, DUET, PUBDET. (Best Course After 12)
গ) উচ্চমাধ্যমিকের পর কমার্স বিষয়ক পড়াশোনা-
উচ্চমাধ্যমিকে সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়ার স্ট্রিম কমার্স ছিল তারা নিম্নলিখিত পোস্টগুলিতে পড়াশোনা করতে পারবেন। (Best Course After 12)
১) BCom (Hons)
২) BCom (General)
৩) BCom in Accounting and Commerce
৪) BBA LLB
৫) BBA/BMS
৬) BCA (IT and Software)
৭) Chartered Accountancy (CA)
৮) Company Secretary (CS)
৯) Eco(H)
১০) Integrated MBA
১১) CFP.
নীতি আয়োগ এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন প্রায় ২ লক্ষ টাকা
সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকিং সেক্টর, ফিনান্স, অ্যাকাউন্টস, ট্যাক্সেশন ইত্যাদি চাকরির ক্ষেত্রে যে সমস্ত কমার্সের ছাত্র-ছাত্রীদের অংক থাকবে তারা বাকিদের তুলনায় খানিকটা হলেও এগিয়ে থাকবেন। (Best Course After 12)
এছাড়া কমার্সের স্টুডেন্ট রাজ্যে বিষয়ে পড়াশোনা করতে পারবেন সেগুলি হল-
১) BStat
২) BJMC
৩) BBA LLB
৪) BCA
৫) BHM
৬) Bachelor’s degree in Travel & Tourism
৭) Fashion Designing
৮) Advertising.
কমার্সের স্টুডেন্টরা নিম্নলিখিত এই পরীক্ষা গুলিতে অংশগ্রহণ করতে পারবেন–
Accounting & Commerce Entrance Exams- ICWAI, ICSI, ICAI.
উপরে উল্লিখিত তিন ধরনের স্ট্রিম অর্থাৎ সাইন্স, আর্টস এবং কমার্সের বিভিন্ন কোর্সে পড়ার ক্ষেত্রে অধিকাংশ বিষয় রয়েছে অনার্স সাবজেক্ট। পাশাপাশি রয়েছে পাস সাবজেক্টও। এগুলির মধ্যে অনার্স বিষয়ে পড়াশোনা করলে নির্দিষ্ট একটি বিষয়ে ছাত্র-ছাত্রীদের আরো গভীরে জ্ঞান প্রদান করানো হয়ে থাকে। (Best Course After 12)
শিক্ষা সংক্রান্ত আরও নানান খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
SBI দিচ্ছে বাড়িতে বসে মাসে 1 লক্ষ টাকা রোজগারের সুবর্ণ সুযোগ। না দেখলে টোটাল লস