Mutual Fund: বিগত বছরে ২০% এর ও বেশি রিটার্ন দিয়েছে এই সেরা মিউচুয়াল ফান্ডগুলো। বিনিয়োগ করার আগে হিসাব করে নিন
Best Dividend Yield Mutual Funds
বিনিয়োগ করে রাতারাতি লাভবান হতে চান? তবে টাকা ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে (Mutual Fund). আপনারা জানেন মিউচুয়াল ফান্ড ঝুঁকি সাপেক্ষ ঠিকই, কিন্তু এখানেই আছে শ্রেষ্ঠ রিটার্ন পাওয়ার গ্যারেন্টি। আজকের এই প্রতিবেদনে যে সকল মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমরা আলোচনা করব, সেগুলি বিগত বছরে ২০% এরও বেশী হারে রিটার্ন দিয়েছে।
Mutual Fund Investment 2025
২০২৫ সালে দাঁড়িয়ে আজও অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগের মাধ্যম মিউচুয়াল ফান্ড। যেখানে টাকা রেখে কোটিপতি হওয়ার অনেক দৃষ্টান্ত রয়েছে। তবে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) করার আগে অতি অবশ্যই খুঁটিনাটি জেনে নেওয়া জরুরী। নয়তো ঠকে যেতে পারেন। আর তবে দেরি না করে, আসুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কে প্রত্যেকটি তথ্য জেনে নেওয়া যাক।
সাধারণত এটাই দেখা যায় যে, কোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে বেশিরভাগ ক্ষেত্রেই বিনিয়োগকারী বিগত কয়েক বছরের রিটার্নের দিকে একবার হলেও চোখ বুলিয়ে নেন। কোন ফান্ড কত রিটার্ন দিয়েছে সেটা আগেই জেনে রাখা জরুরি। তবেই তাতে টাকা ইনভেস্ট করুন। আবার অনেকেই একই মেয়াদে অন্যান্য স্কিমের ফান্ডের রিটার্নের (Mutual Fund) সঙ্গেও তুলনা করেন।
অতীতের পারফরম্যান্স দেখে এটাই বোঝা যায় যে, আপনি যদি এই ফান্ডে টাকা রাখেন, তাহলে আগামী দিনে আপনার টাকা কতটা ভালভাবে ম্যানেজ করবে ফান্ড ম্যানেজার এবং আপনাকে কত টাকা রিটার্ন এনে দেবে। বিনিয়োগকারীদের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে, যে সকল ফান্ড অতীতে রিটার্নের দিক থেকে দারুণ পারফরম্যান্স রয়েছে, সেই ফান্ডেই তাঁরা বেশিরভাগ ক্ষেত্রে টাকা রাখেন (Best Dividend Yield Mutual Funds).
আরও পড়ুন: সারা দেশে জিএসটি পণ্য ও পরিষেবা কর নিয়ে বিরাট পরিবর্তন। কিসের দাম বাড়ছে, কি সস্তা হচ্ছে?
সেরা ছয়টি ভ্যালু মিউচুয়াল ফান্ডের তালিকা
যদি আমরা ২০২৫ সালের ১৩ অগাস্ট পর্যন্ত পরিসংখ্যান দেখো, তাহলে সেই অনুসারে সেরা রিটার্ন হিসেবে যে ৬টি ভ্যালু ফান্ডের নাম পাওয়া যায়-
- অ্যাক্সিস ভ্যালু ফান্ড: প্রথমেই আলোচনার বিষয় অ্যাক্সিস ভ্যালু ফান্ড। এটি ২১.৪৫ শতাংশ হারে রিটার্ন এনে দেওয়ার ইতিহাস আছে।
- এইচএসবিসি ভ্যালু ফান্ড: দ্বিতীয়ত উচ্চারিত হয় এইচএসবিসি ভ্যালু ফান্ডের কথা। যেটি এর আগে ২৩.৮৪ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
- আইসিআইসিআই প্রুডেনশিয়াল ভ্যালু: এরপর উল্লিখিত হল আইসিআইসিআই প্রুডেনশিয়াল ভ্যালু ফান্ড। যেটি ২১.০৫ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে।
- জেএম ভ্যালু ফান্ড: চতুর্থ নম্বরে উল্লেখ করা যায় জেএম ভ্যালু ফান্ডের নাম, যেটি অতীতে প্রায় ২৩.৩৪ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে।
- নিপন ইন্ডিয়া ভ্যালু ফান্ড: নিপন ইন্ডিয়া ভ্যালু ফান্ডটিও ২১.১৯ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে।
- কোয়ান্ট ভ্যালু ফান্ড: এটিও তালিকায় অবশ্য উল্লেখিত। আর এটি প্রায় ২২.৯৮ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে।
এই ফান্ডগুলি বিগত ৩ বছরের মেয়াদে বার্ষিক ২০ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে বলে জানা যায়। এই ফান্ডগুলি মূলত এমন কিছু স্টকে টাকা বিনিয়োগ করে যেগুলির দাম এখনটা কম, কিন্তু আগামী দিনে সম্ভবত ভাল রিটার্ন এনে দেবে।
উপসংহার
ভ্যালু মিউচুয়াল ফান্ড বলতে মূলত সেই সমস্ত ফান্ডকে বোঝায় যাদের পোর্টফোলিওতে ৬৫ শতাংশ স্টক বা ইকুইটি আছে। আর যে সকল ফান্ডে ম্যানেজার ভ্যালু বিনিয়োগ কৌশল অবলম্বন করে। তবে একথাও মনে রাখা জরুরি, অতীতে এই সমস্ত ফান্ড দারুণ রিটার্ন এনে দিয়েছে ঠিকই, আগামী দিনেও যে দারুণ রিটার্ন এনে দেবে এমনটা কিন্তু নাও হতে পারে। কারণ অতীতের রিটার্নের অঙ্ক ভবিষ্যতের রিটার্নকে নিশ্চয়তা দেয় না। তাই নিজের সিদ্ধান্ত অনুসারে বুঝেশুনে বিনিয়োগ করুন। টাকা রাখার আগে সমস্ত কাগজপত্র দেখে নেবেন।