Course After 10 – মাধ্যমিকের পর কি বিষয়ে পড়া যায় তা নিয়ে চিন্তিত? চিন্তা দূর করতে দেখুন এই বিশেষ প্রতিবেদন, Exclusive Special Report 2022.
Course After 10 – শিক্ষা থেকে চাকরি সব চিন্তা দূর করতে পড়ুন এই প্রতিবেদন।
প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার (Course After 10) ফলাফল। সকল পরীক্ষার্থীর জীবনে এটি প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। যাতে কোন পরীক্ষার্থী পেয়েছেন ফার্স্ট ডিভিশন, আবার কেউ প্রত্যেকটি বিষয়ে লেটার মার্কস। আবার কেউ জেলাকে পৌঁছে দিয়েছেন রাজ্যের নিরিখে প্রথম পর্যায়ে। তবে পরীক্ষা দেওয়ার আগে এবং ভেবে থাকেন মাধ্যমিকের পর কোন স্ট্রিমে গেলে ভবিষ্যতে বেশি চাকরির সুযোগ পাওয়া যাবে? এই চিন্তা দূর করার জন্য রইল আমাদের বিশেষ প্রতিবেদন।
১) বিজ্ঞান বিভাগ (Science)- (Course After 10)
অধিকাংশ পড়ুয়া এবং অভিভাবকদের মনে মনে ইচ্ছা প্রকাশ করেন, সে বা তাদের সন্তান যেন Science নিয়ে পড়াশোনা করে। এক্ষেত্রে অনেকে মনে করেন মাধ্যমিকের পর Science নিয়ে পড়াশোনা করলে অন্যান্য স্ট্রিমের তুলনায় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বাকি পড়ুয়াদের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও স্নাতক স্তরে পড়ার স্ট্রিম বদলানো যায়, যেটি অন্যকোনো বিষয় নিয়ে পড়লে পাওয়া যায় না।
সায়েন্সের স্টুডেন্টদের কেরিয়ার- (Course After 10)
ক) চিকিৎসা বিজ্ঞান-
মাইক্রোবায়োলজি, বায়োইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োমেকানিক্স, জেনেটিক্স, ডেন্টাল সাইন্স, ইমিউনোলজি, প্যাথলজি ইত্যাদি।
খ) ইঞ্জিনিয়ারিং-
সিভিল ইন্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।
২) কলা বিভাগ (Arts/ Humanities)-
অনেকেই মনে করেন কলা বিভাগ অর্থাৎ আর্টস বিষয়ে পড়াশোনা করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আশা খুবই কম। জেনে রাখা দরকার ধারণাটি সম্পূর্ণ ভুল। খোঁজ নিলে দেখা যাবে অনেক পড়ুয়াই আছেন যারা আর্টস নিয়ে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন বাকিদের মতো। (Course After 10)
কারণ অধিকাংশ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষত সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আর্টসের বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। কলা বিভাগ থেকে বেশিরভাগ প্রশ্নের উত্তর করতে দেওয়া হয় পরীক্ষার্থীদের। যেমন UPSC, WBCS, SSC ইত্যাদি পরীক্ষাগুলির প্রস্তুতি নিতে গেলে বলা হয় কলা বিভাগের পড়া ভালো করতে পড়তে। কারণ সিলেবাসের বেশিরভাগ অংশেই কলা বিভাগ রয়েছে। (Course After 10)
কলা বিভাগের স্টুডেন্টদের কেরিয়ার-
ক) সাংবাদিক,
খ) শিক্ষকতা, (Course After 10)
গ) আইনজীবী,
ঘ) লেখক,
ঙ) সমাজসেবামূলক বিষয়সহ আরও অনেক কিছু।
৩) কমার্স (Commerce)-
তৃতীয় যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় সেটি হলো কমার্স। কেউ যদি আগামী দিনে ব্যবসা করতে চান এবং অ্যাকাউন্টিং ভালোবাসেন সেইসঙ্গে অর্থনীতি সম্বন্ধে বিশদ জানতে চান তাহলে অনায়াসে কমার্স নিয়ে পড়তে পারেন। বর্তমান সময়ে প্রত্যেকটি জায়গায় কমার্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। (Course After 10)
উচ্চমাধ্যমিকে কমার্স নিয়ে পাশ করার পর যদি কেউ গ্রাজুয়েশনে স্ট্রিম চেঞ্জ করতে চান তবে শুধুমাত্র আর্টস বিষয়ে যেতে পারবেন। বিজ্ঞান বিষয়ক কোন বিষয় নিয়ে পড়তে পারবেন না।
কমার্স স্টুডেন্টদের কেরিয়ার- (Course After 10)
ক) Banking,
খ) Accountancy,
গ) Chartered Accountant,
ঘ) Finance Planning,
ঙ) Management Accounting,
চ) Actuaries ইত্যাদি।
এবার যারা মাধ্যমিক পাশ করেছে, তাদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪) ITI কোর্স- (Course After 10)
ITI -এর পুরো নাম Industrial Training Institute. অনেক পড়ুয়াই মাধ্যমিকের পরে পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য আইটিআই কোর্স নিয়ে করেন পড়াশোনা। পরবর্তীকালে যদি রেলের লোকো পাইলট বা অন্যান্য টেকনিক্যাল পদে চাকরি করার ইচ্ছে থাকে তাহলে আপনাকে আইটিআই কোর্সে পাশ করা থাকতে হবে। আইটিআইতে অনেক ধরণেরই কোর্স রয়েছে, যেগুলির সময়কাল ১-৩ বছর পর্যন্ত হয়ে থাকে।
আইটিআই-তে দু’ধরনের কোর্স রয়েছে-
i) ইঞ্জিনিয়ারিং কোর্স- ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়তে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় পড়ার পাশাপাসি গণিত, পদার্থবিদ্যা এবং টেকনিক্যালের অনেকগুলি বিষয় থাকবে। (Course After 10)
ii) নন ইঞ্জিনিয়ারিং- নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সফট স্কিলের মাধ্যমে কোর্স করানো হবে। যেমন,
ক) Fitter– ২ বছর,
খ) Electrician– ২ বছর,
গ) Mechanical– ২ বছর,
ঘ) Surveyor– ২ বছর
ঙ) Pump operator– ১ বছর,
চ) Tool & Die Maker– ৩ বছর,
ছ) Dress Making– ১ বছর
মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে, নম্বর বাড়াতে কিভাবে রিভিউ এর আবেদন করবেন
৫) Polytechnic কোর্স- (Course After 10)
পেশাগত পড়াশোনার ক্ষেত্রে এই কোর্সটিও বেশ জনপ্রিয়। মাধ্যমিকের পরে পলিটেকনিক কোর্স করার পরে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং সরকারি বিভিন্ন দপ্তরে সহজেই পাওয়া যায় সরকারি চাকরি। তবে জেনে রাখা ভালো এই কোর্সের মেয়াদ ৩ বছর।
পলিটেকনিক কোর্স করার পর চাইলে B.Tech করা যেতে পারে। তবে যদি IIT থেকে B.Tech করতে চান তাহলে সেক্ষেত্রে JEE Main এবং JEE Advance পরীক্ষা পাশ করতে হবে। পলিটেকনিকে যে কোর্সগুলো বেশ জনপ্রিয় সেগুলো হলো- (Course After 10)
ক) Diploma In Civil Engineering,
খ) Diploma In Computer Engineering,
গ) Diploma In Mechanical Engineering,
ঘ) Diploma In Automobile Engineering,
ঙ) Diploma In Mechanical Engineering.
৬) Paramedical কোর্স-
যে কোন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া যাবে প্যারামেডিকেল কোর্সে। চিকিৎসাক্ষেত্রে বহু জায়গায় এখন মেডিকেল স্টাফ নিয়োগ করা হয়। সেই ক্ষেত্রে প্যারামেডিকেল কোর্সে পাশ করা থাকতে হবে। (Course After 10)
প্যারামেডিকেল কোর্সের দুটি ভাগ রয়েছে।
i) সার্টিফিকেট কোর্স- সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে সময়কাল ৩ মাস-১ বছর পর্যন্ত।
ii) ডিপ্লোমা কোর্স- ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে সময়কাল ১-২ বছর পর্যন্ত। প্যরামেডিকেলে যে কোর্সগুলি বেশি জনপ্রিয় সেগুলো নিম্নে বর্ণনা করা হলো-
ক) Diploma In X-Ray,
খ) MRI Technician,
গ) Diploma In Dialysis Technique,
ঘ) Diploma In EECG.
শিক্ষা, চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
গরমের ছুটি নিয়ে তুমুল বিতর্ক, স্কুল খোলার সিদ্ধান্ত