Best Interest Rate – সরকারি ব্যাংক না প্রাইভেট ব্যাংক কোথায় সুদ বেশি? কোথায় টাকা রাখা লাভ?

Best Interest Rate On FD

কষ্ট করে উপার্জন করা টাকা কোথায় বিনিয়োগ করবেন, কোথায় বা সর্বোচ্চ সুদ বা Best Interest Rate on FD পাবেন, কোন স্কিমে ইনভেস্ট করলে নির্দিষ্ট সময়সীমার পরে একটা মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে, আবার তার পাশাপাশি বিনিয়োগ করা টাকা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এবং নিরাপদ থাকবে, এই ভাবনা প্রত্যেকেরই থাকে। আর তাই বিনিয়োগের চিন্তা ভাবনা আসলেই তখন সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন না, কিভাবে, কোন ব্যাংকে, কোন স্কিমে বিনিয়োগ করা উচিত? যদি এই মুহূর্তে এই প্রশ্নগুলি আপনার সামনে থাকে, তাহলে অবশ্যই এই লেখার দিকে একবার নজর দিন। তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

বিনিয়োগ করার ক্ষেত্রে একটা সঠিক দিশাও পেতে পারেন। ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে বিনিয়োগ বরাবরই নিরাপদ এবং লাভজনক। তার কারণ, যে কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সামর্থ্য অনুযায়ী একটা অংকের টাকা জমা দিলে নির্দিষ্ট মেয়াদের পরে সুদ সমেত একটা মোটা টাকা পাওয়া যায়। তবে মাঝখানে বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ৫% থেকে ৬.৫ শতাংশ পর্যন্ত সুদ (Best Interest Rate on fd) দেওয়া হতো।

ফলে অনেকের মধ্যেই FD তে বিনিয়োগ করার আগ্রহ কিছুটা কমে (Best Interest Rate) আসছিল। কিন্তু ক্রমবর্ধমান সুদের হার বাড়ার ফলে এই মুহূর্তে বেশিরভাগ ব্যাংকের ফিক্সড ডিপোজিটে প্রায় ৮% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। ফলে FD তে বিনিয়োগের আগ্রহ মানুষের মধ্যে বাড়ছে। পাবলিক সেক্টর ব্যাংক এবং প্রাইভেট সেক্টর ব্যাংক দুই ধরনের ব্যাংকেই এই মুহূর্তে এফডিতে বিনিয়োগ বাড়ছে এবং ব্যাংকগুলি বেশি পরিমাণে সুদ প্রদান করছে।

 রেশন গ্রাহকদের সুখবর, কারচুপি ঠেকাতে 21000 রেশন দোকানে বসছে নতুন যন্ত্র।

সাধারণ নাগরিকদের তুলনায় আবার প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ সুদ বেশি পেয়ে থাকেন। এবার জেনে নেওয়া যাক, পাবলিক ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে FD তে বিনিয়োগ করা সবচেয়ে লাভজনক:
কম অংকের টাকা FD তে বিনিয়োগ করলে পাবলিক সেক্টর ব্যাংক ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। সেই জায়গায় প্রাইভেট সেক্টর ব্যাংক ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

তবে এক্ষেত্রে অর্থনীতি বিশেষজ্ঞদের কথায়, শুধুমাত্র সামান্য কিছু সুদের হারের পার্থক্যের কারণে সরকারি এবং বেসরকারি ব্যাংকের তুলনা টানা ঠিক নয়। যদি ২ লক্ষ টাকা পর্যন্ত FD করেন, সেক্ষেত্রে পাবলিক ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের মধ্যে পার্থক্য হিসেবে ৫০০ টাকার হেরফের হয়। কম অংকের টাকা FD তে বিনিয়োগ করলে শুধুমাত্র ওই সামান্য টাকার উপরে হিসাব করে তুলনা করা ঠিক নয়।

রেশন গ্রাহকদের জন্য বিরাট সুখবর মে মাসে দুইবার খাদ্যসামগ্রী পাবেন, জানালো সরকার।

৫ লক্ষ টাকা পর্যন্ত যদি এফডিতে (Best Interest Rate on fd) বিনিয়োগ করেন, সেক্ষেত্রে যদি ১ শতাংশ থেকে ১.৫ শতাংশের কাছাকাছি পার্থক্য দাঁড়ায়, তাহলে যেখানে বেশি সুদ দেওয়া হচ্ছে সেই ব্যাংকে বিনিয়োগ করা যায়। আবার যদি ৫ থেকে ১০ লক্ষ টাকা FD তে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে একদিকে সুদের হারের পাশাপাশি সেই ব্যাংকের আর্থিক পরিস্থিতিও বিবেচনা করা প্রয়োজন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কাটছে! আর টাকা পাবেন না, এই নিয়ম না মানলে। লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক লিস্ট।

আর্থিক বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, শুধুমাত্র সামান্য কিছু টাকার পার্থক্যের উপর ভিত্তি করেই Fixed Deposit-এ বিনিয়োগ করার পরিকল্পনা করা ঠিক নয়। সুদ বেশি পেলে অবশ্যই সেখানে বিনিয়োগ করা যায়, তবে সেই ব্যাংকের আর্থিক পরিস্থিতির দিকেও নজর রাখতে বলছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button