Best Investment Plan 2022 – ৮ থেকে ৮০, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগে সবার মুখে ফুটবে হাসি, কিসে জানেন?

Best Investment Plan 2022 – রইল ৩ টি দুর্দান্ত স্কিমের বিবরণ।

আজকালকার দিনে চাকরি অথবা ব্যবসার পাশাপাশি সকলকেই করতে হয় সঞ্চয় (Best Investment Plan 2022)। কারণ একটাই, দিন দিন যেভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তার জেরে নাজেহাল অবস্থা আমজনতার। তবে সঞ্চয়ের জন্য করতে হয় কষ্টের অর্থ বিনিয়োগ। তাই সকলেই চান যাতে তার বিনিয়োগটি হয় সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিহীন।

কেউ এই বিনিয়োগ করেন পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে। আবার কেউ করেন ব্যাংকে। তবে যেহেতু পোস্ট অফিসে কম টাকা বিনিয়োগ করে ভালো রিটার্নের সুযোগ মেলে তাই বেশিরভাগ ব্যক্তি পছন্দ করেন পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ (Best Investment Plan 2022) করতে। আজ পোস্ট অফিসের এমনই কিছু স্কিম সম্বন্ধে আলোচনা করব যেগুলোতে আট থেকে আশি সকল বয়সের মানুষই করতে পারেন ঝুঁকিহীন বিনিয়োগ উপরন্তু পেতে পারেন ভালো রিটার্নও।

১) সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-
সন্তানের ভবিষ্যৎ নিয়ে কেই বা চিন্তা না করে থাকতে পারেন। সন্তান কোথায় পড়াশোনা করলে চাকরি ক্ষেত্রে পাওয়া যেতে পারে অধিক সুবিধা (Best Investment Plan 2022), এ তো সকলেই সন্তান ছোট থাকতেই ভাবতে শুরু করেন। ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করাতে লাগে বেশ খানিকটা খরচ। তাছাড়া পড়াশোনা বাদ দিয়ে থাকে আনুষাঙ্গিক নানা খরচও।

সন্তান বিশেষ করে কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা একটু বেশি চিন্তিত থাকেন। তবে আর চিন্তার দরকার নেই। পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের মাধ্যমেই সরকার বর্তমানে ৭.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। তবে শুধুমাত্র কন্যা সন্তান হলেই করা যাবেনা এই স্কিমে বিনিয়োগ। কন্যা সন্তানের বয়স হতে হবে ১০ বছর বা তার কম। অভিভাবক হিসেবে শিশুকন্যার নামে খোলা যাবে খাতা (Best Investment Plan 2022)।

স্কিমটিতে সর্বনিম্ন জমা করা যাবে ২৫০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা। প্রসঙ্গত সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলার সময় থেকে পরবর্তী ২১ বছর পর, অথবা কন্যা সন্তানের বয়স ১৮ বছর হলে বিয়ের সময় তার ম্যাচিওর হয়। এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার নিকটবর্তী যেকোনো পোস্ট অফিসে (Best Investment Plan 2022) গিয়ে যোগাযোগ করতে পারেন।

২) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-
চাকরিজীবীদের জন্য এটি একটি দুর্দান্ত অফার। প্রতি মাসে সংসার খরচের থেকে টাকা বাঁচিয়ে করা যাবে এই স্কিমে বিনিয়োগ। পিপিএফ স্কিমটিতে (Best Investment Plan 2022)ন্যূনতম বছরে ৫০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করা যাবে বিনিয়োগ। আর সুদের হারও বেশ ভালই মেলে। তিনটিতে সুদের পরিমাণ ৭.১ শতাংশ।

বদলে গেল উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার সময়। দেখুন পর্ষদের নতুন বিজ্ঞপ্তি

উল্লেখ্য, অন্যান্য স্কিমের মত এই স্কিমটিতে পাওয়া যায় না প্রতিবছর সরল সুদ। বরং প্রতি তিন মাস অন্তর এই স্কিম থেকে মেলে চক্রবৃদ্ধি হারে সুদ। সুতরাং বলা যায় স্কিমটিতে বিনিয়োগ (Best Investment Plan 2022) করলে ১২০ মাসে সঞ্চয় হয়ে যাবে দ্বিগুণ। আর মেয়াদের কথা যদি বলতে হয়, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের লক ইন পিরিয়ড ১৫ বছর।

তবে আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে বিনিয়োগের সময় সীমা। যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলে করা যাবে এই স্ক্রিমে বিনিয়োগ। এই স্কিমে (Best Investment Plan 2022) টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ইনকাম ট্যাক্স ছাড়। যেটি রয়েছে ৮০ সি এর আওতায়।

৩) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)-
চাকরিজীবী থাকাকালীন একজন ব্যক্তি সঞ্চয় নিয়ে যতটা না চিন্তিত থাকেন, তার চেয়ে বহুগুণ বেশি চিন্তা প্রকাশ করেন অবসর জীবনে কি করবেন। কিভাবে চালাবেন সংসার। এখন থেকে আর চিন্তা করার প্রয়োজন নেই। ৬০ উর্দ্ধ যে কোন ব্যক্তি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে করতে পারবেন বিনিয়োগ। (Best Investment Plan 2022)

মাধ্যমিকে এবার 60% পেলেই 24 হাজার টাকা দিচ্ছে সরকার, আবেদন করুন

তবে বিশেষ কিছু শর্ত আরোপে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই স্কিমে বিনিয়োগের বয়স নির্ধারণ করা হয়েছে ৫৫ বছর। তবে প্রতিরক্ষা ক্ষেত্রের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য শর্ত আরোপের মাধ্যমে বিনিয়োগের বয়স করা হয়েছে ৫০ বছর। তবে সকল ক্ষেত্রেই সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত করা যাবে এই স্কিমে বিনিয়োগ। (Best Investment Plan 2022)

ব্যাংক হোক বা পোস্ট অফিস, সিনিয়র সিটিজেনদের জন্য থাকা সমস্ত স্কিমে প্রদান করা হয় অতিরিক্ত সুদের হার। এক্ষেত্রে এই স্কিমটিতে ৭.৪ শতাংশ হারে সুদ। তিন মাসের ভিত্তিতে দেওয়া হয় সুদ। উপরন্তু, এই স্কিমে টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ইনকাম ট্যাক্স ছাড়। যেটি রয়েছে ৮০ সি এর আওতায়।

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

মাত্র 2000 টাকার পুঁজিতে শুরু করতে পারেন এই ৫ টি দুর্দান্ত ব্যবসা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button