পেনশন NPS

আর্থিক সুরক্ষা পেনশন সকলেরই একটি প্রধান প্রয়োজনীয়তা হিসেবে বলা যায়। কথায় বলে, যার অর্থ আছে তার সব আছে। টাকা থাকলে বাঘের দুধও মেলে অনায়াসে। হ্যাঁ, ঠিক তেমনটাই। আজকের যুগে নয়। বরাবরই অর্থের গুরুত্ব সবখানেই থাকবে। সুতরাং বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা পেতে এখন থেকেই অল্প অল্প করে বিনিয়োগ করুন।

Advertisement

ন্যাশনাল পেনশন স্কিম নামক প্রকল্পে বিনিয়োগ এখন সকল নাগরিকের জন্য।

এতদিনের একটা ভ্রান্ত ধারণা ছিলো অনেকেরই যে একমাত্র সরকারি কর্মীরাই পেনশন এর সুবিধা পেয়ে থাকেন। যদিও এখন অনেক ক্ষেত্রে সরকারও Pension বন্ধের দিকেই এগোচ্ছে। এই কারণে আমাদের প্রত্যেকেরই এটা জেনে রাখা দরকার যে আমরা প্রত্যেকেই Pension এর সুবিধা লাভ করতে পারি।

আপনি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকলে এবং অবসরের পরে আর্থিক নিরাপত্তা পেতে চাইলে আপনার জন্য আছে National Pension Scheme তথা NPS. খুবই ভালো Best Investment Scheme হিসেবে এই স্কিমে আপনি কর দেবার ক্ষেত্রেও ছাড় পেয়ে যাবেন।

Ads

এটি চালু করেছে ভারত সরকার। প্রথমে এই Pension চালু ছিল একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য। তারাই এই সুবিধা লাভ করতে পারতেন কিন্তু এখন এই সুবিধা দেশের প্রত্যেক নাগরিকের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে দকলেই এর অন্তর্গত হতে পারবেন।

Advertisement

এই নতুন স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স বাঁচানোর সুবিধার পাশাপাশি অবসরের পর আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা পাবেন Pension হিসেবে। প্রতিমাসে আপনারা নিশ্চিত টাকা রোজগারের গ্যারান্টি পেয়ে যাবেন এবং তার সাহায্যে খুব সহজেই মাসে 50 হাজার টাকা পর্যন্ত হাতে পাওয়া সম্ভব।

Advertisement

ন্যাশনাল পেনশন স্কিমকে লম্বা সময়ের ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়ে থাকে। চাকরিজীবীরা নিজেদের জীবনে অল্প অল্প করে টাকা জমা রেখে রিটায়ারমেন্ট এর পর বৃদ্ধ অবস্থায় এই টাকা তুলতে পারেন এবং দুইভাবে এই টা কা লগ্নিকারীদের কাছে ফেরত আসে।

Ads

আপনি এর একটা অংশ একেবারে তুলে নিতে পারেন এবং অন্য অংশ পেনশনের জন্য জমা রাখতে পারেন। যাতে অ্যানুইটি কেনা যায়। অ্যানুইটি কেনার জন্য যত বেশি টাকা আপনি তুলে রেখে দেবেন তত বেশি টাকার আপনি পেনশন পেয়ে যাবেন।

ন্যাশনাল পেনশন স্কিম এর জন্য দুটি ধরনের একাউন্ট রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো টায়ার ওয়ান এবং দ্বিতীয়টি হল টায়ার টু। যারা রিটায়ারমেন্টের পর বেশি লাভ নিতে চাইছেন তাদের জন্য টায়ার ওয়ান একাউন্ট ভালো।

মাত্র 50 টাকাতেই শুরু করুন, পোস্ট অফিস New Scheme. রিটার্ন 35 লক্ষ।

এই ধরনের অ্যাকাউন্ট তারা করে থাকেন যাদের প্রভিডেন্ট ফান্ড জমা হয় না এবং অবসর গ্রহণের পর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তারা চেয়ে থাকেন। এতে নূন্যতম 500 টাকা আপনি জমা করতে পারবেন। তাহলে আর দেরি কিসের!

রিটায়ারমেন্ট এরপর 60 শতাংশ টাকা তুলে নিতে পারবেন। বাকি 40 শতাংশ টাকা রেখে দিয়ে আপনি পরে তা থেকে পেনশনের মত করে টাকা নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এর জন্য বিনিয়োগ নিয়ে এখন থেকেই ভাবুন।

রিজার্ভ ব্যাংকের (RBI) নতুন সিদ্ধান্তে দুর্ভোগ বাড়ছে দেশবাসীর।

এনপিএস তথা NPS এর টায়ার ওয়ান একাউন্টের কন্ট্রিবিউশান এবং উইথড্রল দুটি ক্ষেত্রে ট্যাক্স ছাড় পাওয়া যেতে পারে। এই টায়ার ওয়ান একাউন্টের অ্যাকাউন্ট হোল্ডারদের ইনকাম ট্যাক্স আইন 80সি অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত এবং 80 সিসিডি অনুযায়ী 50 হাজার টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের সুবিধা দেওয়া হয়।

তাহলে আর দেরি না করে নিজের বৃদ্ধ বয়সের সহায়ক পেনশন পেতে আজকেই ভাবুন বিষয়টি নিয়ে। আরো ভালো ভালো খবরের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *