Retirement Plan: অবসর জীবনের সেরা বিনিয়োগ প্ল্যান। কিভাবে জমালে সর্বাধিক রিটার্ন পাবেন?

Best Retirement Plan 2025

অবসর জীবনে প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিন যাপন করতে চান। তাই কর্মক্ষমতা থাকাকালীন একটু একটু করে টাকা সঞ্চয় (Retirement Plan) করেন। ব্যাংক ও পোস্ট অফিসে প্রবীণ ব্যক্তিত্বের জন্য আলাদা ধরনের স্কিম রয়েছে। তবে এত স্কিমের মধ্যে কোন স্কিমটি ভালো আর কোথায় টাকা রাখলে সর্বাধিক রিটার্ন আসবে, তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থেকেই যায়। তাই আজকের প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে অবসর জীবনে সেরা বিনিয়োগ পরিকল্পনা (Best Retirement Plan) নিয়ে।

Best Retirement Plan 2025

বর্তমানে প্রতিটি মানুষ কাজে যুক্ত হওয়ার সাথে সাথেই ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে শুরু করে দেন। মিউচুয়াল ফান্ড (Mutual Fund) হোক কিংবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের স্কিম। টাকা জমানোর জন্য হাজার একটা বিনিয়োগ পরিকল্পনা ও প্রকল্প (Retirement Plan) রয়েছে। তবে তার মাঝের থেকেও বেছে নিতে হবে সেরা প্রকল্পটি। যেখানে একবার টাকা রাখলে মানুষ নিশ্চিন্ত হতে পারবেন, প্লাস টাকা রেখে অধিক রিটার্ন পাওয়ার আশা থাকবে (Best Retirement Plan).

আজকাল অনেকেই চাকরিতে জয়েন করার পর পরই কুড়ি, তিরিশ বছর বয়স থেকে অবসর জীবনের জন্য পরিকল্পনা শুরু দেন। আর এটাই হল বুদ্ধিমানের কাজ। অধিকাংশ কোম্পানিতেই কর্মরতদের পেনশন দেওয়া হয় না। আর সরকারি চাকরির বর্তমান অবস্থা তো সবাই জানেন। কাছ থেকে রিটায়ার করার পর নিশ্চিন্তে জীবন যাপন করতে হলে নিজেদের সঞ্চয় (Retirement Plan) তখন বিরাট ভূমিকা পালন করে। তাই টাকা যখন ইনভেস্ট করবেন তখন ভালোভাবে করুন। এমন জায়গায় করুন, যেখান থেকে রিটার্নের পরিমাণ বেশি পাবেন।

বিভিন্ন বয়সীদের জন্য সেরা বিনিয়োগ প্ল্যান

১) ২০–৩০ বছরের ক্ষেত্রে বিনিয়োগ প্ল্যান

এই বয়সেই বেশিরভাগ ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরিতে যুক্ত হন অথবা ব্যবসা শুরু করেন। এই বয়সে তুলনামূলকভাবে বেতনও কম থাকে। মোটামুটি মাসিক আয় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করে। এই সময় থেকে যদি টাকা বিনিয়োগ শুরু করেন সেক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল যত আগে বিনিয়োগ শুরু করবেন তত বেশি চক্রবৃদ্ধি হারে আপনার টাকা বাড়তে থাকবে।

আরও পড়ুন: বিগত বছরে ২০% এর ও বেশি রিটার্ন দিয়েছে এই সেরা মিউচুয়াল ফান্ডগুলো। বিনিয়োগ করার আগে হিসাব করে নিন

অবসর জীবনে যদি আপনার মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন হয়, তাহলে ধীরে ধীরে ২.৫ থেকে তিন কোটি টাকা রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে হবে আপনাকে (Retirement Plan). এই টার্গেট পূরণ করার জন্য এই সময় থেকে আপনাকে ২০ থেকে ২৫ শতাংশ সঞ্চয় করা উচিত। আপনার বেতনের থেকে প্রত্যেক মাসে পাঁচ থেকে আট হাজার টাকা মিউচুয়াল ফান্ড (Mutual Fund) পিপিএফ ও ইপিএফ এর জন্য আলাদা করে রাখুন। আর কিছু টাকা বিনিয়োগ করুন নিশ্চিন্ত স্কিম যেমন ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit).

২) ৪০ থেকে ৫০ বছর বয়সের ক্ষেত্রে প্ল্যান

আপনার যখন বয়স হবে ৪০ থেকে ৫০ বছর এই সময় কোথায় টাকা বিনিয়োগ করবেন? এই সময় আপনি চাকরির বেতন এবং ব্যবসার আয় তুলনামূলকভাবে বেড়ে যায়। অনেকেই এই সময় সংসারের খরচ সামলাতে ও বাড়তি টাকা খরচের জন্য সঞ্চয়ের চেষ্টা ছেড়ে দেন। এটা কিন্তু মোটেও ঠিক নয়। এই সময়ও অল্প অল্প করে সঞ্চয় করা জরুরী। অবসরের সময় যদি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচের হিসেব হয় তাহলে দেড় থেকে ২ কোটি টাকা মোট হিসেবে আপনার প্রয়োজন হবে।

আর এই টার্গেটে পৌঁছানোর জন্য মাসিক আয়ের ৩০ থেকে ৩৫ শতাংশ সঞ্চয় করা শুরু করে দিন। রিটায়ারমেন্ট ফান্ডে অন্ততপক্ষে ১৫ থেকে ১৮ হাজার টাকা রাখা প্রয়োজন। এই সময় স্বাস্থ্যের দিকে নজর দিন, বাড়তি খরচ কমান। চিকিৎসা এবং ওষুধের খরচ এই সময় বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়। সুস্থ জীবন যাপনের জন্য আপনাকে এই সময় বিশেষভাবে নিজের খেয়াল রাখতে হবে।

৩) ৫০ বছরের ঊর্ধ্বে সঞ্চয়ের প্ল্যান

৫০ বছরের উর্ধ্বে পৌঁছেও সঞ্চয় করা বন্ধ করলে চলবে না। অবসর জীবনে যদি মাসিক ৪০ হাজার টাকা ব্যয় হয়, তাহলে ১ থেকে ১.২ কোটি টাকার  রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে হবে। অবসরের আগে এই সময়টা প্রত্যেক ব্যক্তির জন্যই ভাইটাল। এই সময় মাসিক আয়ের ৪০ থেকে ৫০% পর্যন্ত সঞ্চয় করা প্রয়োজন (Retirement Plan) সেক্ষেত্রে মোটামুটি ২৫ থেকে ৩০ হাজার টাকা বিনিয়োগ করা উচিত পিএফ, ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো বিনিয়োগ প্ল্যানে।

বয়স অনুযায়ী বিনিয়োগের নিয়ম

বয়স অনুযায়ী বিনিয়োগের নির্দিষ্ট নিয়ম রয়েছে। ২০ থেকে ৩০ বছর বয়সে আয়ের অন্তত ২০ থেকে ২৫% সেভিংস (Retirement Plan) করা প্রয়োজন। ৪০ থেকে ৫০ বছর বয়সে অন্তত ৩০ থেকে ৩৫% সেভিংস করতে হবে। আর ৫০ পার করার পরে অন্তত ৪০ থেকে ৫০% সঞ্চয় করা জরুরী।

আরও পড়ুন: অবসর জীবনের সেরা সঞ্চয় প্রকল্প। ৬০ বছর বয়স হলেই প্রতিমাসে পাবেন ১০০০০ টাকা করে। কিভাবে বিনিয়োগ করবেন?

উপসংহার

অবসর জীবনে নিশ্চিন্তে থাকতে হলে সময় থাকতেই টাকা বিনিয়োগ শুরু করে দিন (Retirement Plan). যত সময় এগোবে আপনার আমানত বাড়বে। আর নিজের অবসর জীবনে নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবেন। তাহলে আর দেরি কেন, আপনি যে বয়সেই থাকুন না কেন সেই বয়সেই টাকা সেভিংস শুরু করুন, নির্দিষ্ট বিনিয়োগ পরিকল্পনা নিন। দৈনন্দিন খরচ সামলে আজ টাকা সঞ্চয় করলে আগামী দিনে সুবিধা হবে আপনারই।

Related Articles

Back to top button