বাইকপ্রেমীদের জন্য সুখবর! 2025 Bharat Mobility Expo-তে বাইক ও স্কুটারের তালিকা দেখে নিন

Bharat Mobility Expo 2025

ভারত মবিলিটি এক্সপো (Bharat Mobility Expo)-এর তরফে প্রকাশ হল বাইক ও স্কুটারের তালিকা। আর এই তালিকা বাইক প্রেমিকের জন্য দারুন খবর। আপনারও যদি বাইক কিংবা স্কুটারের উপর টান থেকে থাকে, আপনিও যদি নতুন বাইক কিংবা স্কুটার কিনবেন বলে ঠিক করে থাকেন, তবে এই প্রতিবেদন আপনার জন্য।

Bharat Mobility Expo Bike list

সাধারণত অনেকেই আছেন যাদের, প্রতিবছর প্ল্যানিং থাকে বাইক কিংবা স্কুটার কেনার জন্য। আর তাদের জন্য ভারত মবিলিটি এক্সপোর এই তালিকা খুব গুরুত্বপূর্ণ। নতুন বাইক আর স্কুটার এর সম্ভার দেখতে চাইলে আপনাকে এই লিস্টের দিকে চোখ রাখতে হবে। কারণ লেটেস্ট মডেল সম্পর্কে ধারণা হবে এই তালিকা থেকেই। তাই আর দেরি না করে চটপট তালিকার দিকে চোখ রাখুন।

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে আয়োজিত হতে চলেছে ভরত মোবিলিটি এক্সপো (Bharat Mobility Expo) এটি শুরু হতে আর মাসখানেক বাকি। চলতি বছর ২০২৪ সালে প্রথম এই প্রদর্শনী আয়োজিত হয়েছিল। আপাতত শোনা যাচ্ছে যে, ২০২৫ সালে এটি বিশেষ চমক দিতে চেলেছে। আর এই বছর নাকি জনপ্রিয় অটো এক্সপো-র সঙ্গেই ভরত মোবিলিটি এক্সপো অনুষ্ঠিত হবে একত্রিতভাবে।

ভারতে এবার 6G পরিষেবা শুরু! 4G 5G-র মাঝেই বড় ঘোষণা হল

Bharat Mobility Expo-তে কোন কোন নতুন বাইক বা স্কুটি আসছে?

ইতিমধ্যে খবর মিলছে যে, আগের মতো এবারও ভারতীয় মোটরসাইকেল ও স্কুটার নির্মাতারা নতুন পণ্য প্রদর্শন এবং জনগণের প্রতিক্রিয়া জানার জন্য নাকি প্ল্যাটফর্মটি ব্যবহার করবেন। বিশেষ করে এই বৈদ্যুতিক বাইক ও স্কুটারের ওপর বেশি করে জোর দেওয়া হবে। গত কয়েক বছরে অনেক নির্মাতা আছেন যারা গুরুত্ব দিচ্ছেন ভারতের বাজারে গ্রিন টেকনোলজি আনার ওপর। তবে, এ বছর শোনা যাচ্ছে ‌যে, পেট্রোলচালিত বাইক ও স্কুটারের বেশ কয়েকটি নতুন মডেলও বাজারে আসতে পারে। ‌

2025 সাল থেকে আমূল বদলে যেতে চলেছে মোবাইল ফোনের নিয়ম কানুন!

বাইক প্রেমীদের জন্য ভালো খবর!

খবর মিলছে যে, এই প্রদর্শনীটি বাইকপ্রেমীদের জন্য হয়তো বড় সুযোগ এনে দিচ্ছে। যেখানে তারা নতুন মডেলগুলি দেখতে এবং সেগুলির সম্পর্কে আরো বেশি করে তথ্য সংগ্রহ করতে পারবেন। ‌এবার দ্বিচক্রযান শিল্পে ইলেকট্রিক এবং পেট্রোল চালিত উভয় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সকলের পরিচিত হওয়ার জন্য এটি হতে চলেছে একটি আদর্শ মঞ্চ।

Related Articles

Back to top button