Calcutta High Court Justice Ganguly TET Case (প্রাইমারী টেট)

মামলা থেকে সরে যাচ্ছেন Calcutta High Court এর বিচারপতিরা, তাহলে WBBPE Primary TET মামলার বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay), বিচারপতি মান্থা কোন মামলা শুনবেন?
আমূল পরিবর্তন হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দায়িত্ব। একের পর এক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। যে মামলাগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) থেকে শুরু করে রাজ্য পুলিশ প্রশাসন কেন্দ্রিক বহু গুরুত্বপূর্ণ মামলা (Police, Administration Case) রয়েছে।

Advertisement

Big changes in Calcutta High Court

বিচারব্যবস্থার নিয়ম অনুযায়ী প্রতিটি মামলাতেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নির্দেশ এবং পর্যবেক্ষণ জানিয়েছেন Calcutta High Court এর বিচারপতিরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি রাজাশেখর মান্থা, বিচারপতি অমৃতা সিনহা সহ বেশ কিছু বিচারপতি সাম্প্রতিক সময়ের মধ্যে বিভিন্ন মামলার পর্যবেক্ষণে বিভিন্ন ধরনের মন্তব্য এবং নির্দেশ দিয়েছেন। যা নিয়ে সমাজ জীবনের মধ্যেও চর্চা শুরু হয়েছে।

রাজ্যের পুলিশ প্রশাসন কেন্দ্রিক বহু মামলার ক্ষেত্রে Calcutta High Court এর বিচারপতি এমন কিছু রায় এবং নির্দেশ দিয়েছেন, যা নিয়ে একাধিক প্রশ্ন উঠতেও শুরু করেছে। বিচারপতিদের একাংশের এই ধরনের রায় এবং নির্দেশ নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা চলছে। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি সংক্রান্ত মামলা। যেখানে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই ধরনের বেশ কিছু মামলা নিয়েও বিভিন্ন ধরনের চর্চা শুরু হয়েছে।

Ads

অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justise Ganguly) ক্ষেত্রেও একই রকম। অনেকেই বিচার ব্যবস্থার একাংশের এই দিকগুলো তুলে ধরতে শুরু করেছেন। অনেকেই বলছেন, মানুষ বিচারব্যবস্থার ওপর নির্ভর এবং ভরসা করেন। সঠিক বিচারের আশায় মানুষ আদালতের কাছে আবেদন করেন। সেখানে সাম্প্রতিক সময়ে বিচার ব্যবস্থার একাংশের কিছু রায় এবং নির্দেশ নিয়ে সমাজে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

এরকম একটা পরিস্থিতির মধ্যেই জানা গেল, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয়ের পরিবর্তন (Case Subject Change in Calcutta High Court Judges) হয়েছে। একাধিক বিচারপতিদের মামলার শুনানির বিচার্য বিষয়ের বদল হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রশাসনিক দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ৪ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে।

Advertisement
Income tax return filing online (ইনকাম ট্যাক্স রিটার্ন)

বদল হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের মামলার শুনানির বিচার্য বিষয়। এতদিন পুলিশি মামলা (Police Related Case) শুনতেন বিচারপতি মান্থা। এবার থেকে তিনি আর পুলিশি মামলা শুনবেন না। তার বদলে ডিভিশন বেঞ্চে বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের সঙ্গে বসবেন বিচারপতি রাজাশেখর মান্থা। পরিবহন সংক্রান্ত বিচার্য বিষয়ের মামলা (Transport Related Case) শুনবে এই ডিভিশন বেঞ্চ।

Ads

আরও পড়ুন, মাত্র 199 টাকা খরচ। বাম্পার সারা বছরের মোবাইল রিচার্জ প্ল্যান।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানি করছিলেন। এতদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলাগুলোর শুনানি হতো। তবে তার ক্ষেত্রে বিচার্য বিষয় এর এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। তবে জানা যাচ্ছে, প্রাইমারী টেট (Primary TET Case) মামলার ও বিচারপতি পরিবর্তন হতে পারে। তবে অফিসিয়ালি এখনও কোনও তথ্য জানা যায়নি।

আরও পড়ুন, প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার নয়া মোড়, 68 নম্বর পেলেই হবে চাকরি? জানুন কি জানালো আদালত।

এদিকে বদলে যাচ্ছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বিচার্য বিষয়ের মামলার শুনানিও। তবে বিচারপতি রাজশেখর মান্থার বদলে কলকাতা হাইকোর্টে এবার থেকে পুলিশ সংক্রান্ত সমস্ত মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত।
কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের বেশ কিছু বিচারপতিদের মামলা শুনানির বিচার্য বিষয়ের বদল হচ্ছে। সেখানে ৪ জুলাই থেকে বিচারপতিদের মামলা শুনানির বিচার্য বিষয়গুলির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *