WB HS Result 2022 – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা, কি বার্তা এলো বিকাশ ভবন থেকে? Big Update WBCHSE 2022.

WB HS Result 2022 – কি সিদ্ধান্ত নেওয়া হলো সকলের জন্য?

অতিমারি আবহে গত বছর নেওয়া হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষ (WB HS Result 2022)। তবে এবার সংক্রমণ কিছুটা কমতে পরীক্ষার্থীদের নিজের স্কুলে অফলাইনে ব্যবস্থা করা হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার। যথারীতি গত ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণার পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয় এবারে ৮৮ শতাংশ পরীক্ষার্থী করেছেন পাস।

তবে যারা পাস করতে পারেননি সেই সমস্ত পরীক্ষার্থীদের (WB HS Result 2022) একাংশ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখাতে শুরু করেছেন আন্দোলন বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল অনুর্ত্তীণ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বক্তব্য এবং ভিডিও। তবে এবার এই নিয়ে বক্তব্য রাখলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পরীক্ষার্থীদের বক্তব্য, গতবছর করোনা আবহে নেওয়া হয়নি পরীক্ষা (WB HS Result 2022)। তবুও পাশ করেছিলেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। তাই এবারে যখন অফলাইনে পরীক্ষা আছে তখন তাদেরকেও করাতে হবে পাস। আর এই দাবি নিয়েই যে সকল পরীক্ষার্থী পাস করতে পারেননি তারা গতকাল অর্থাৎ সোমবার বিকাশ ভবন অভিযান চালান।

আন্দোলনকারী পরীক্ষার্থীদের দাবি- (WB HS Result 2022)
আন্দোলনকারী পরীক্ষার্থীদের একাংশের দাবি, এবছর স্কুলে তেমনভাবে ক্লাস করানো হয়নি। যেটুকু অনলাইন ক্লাস করানো হয়েছে তা তাদের জন্য পর্যাপ্ত নয়। আর এই রবেই এদিন পরীক্ষার্থীরা পাশ করানোর দাবি করেছেন। তবে শুধু রাস্তা অবরোধ নয়, অনেক স্কুলের অনেক পরীক্ষার্থীরা করেছেন স্কুল অভিযান। তবে মেলেনি কোনো সাড়া।

যোগব্যাম করে টাকা আয় করার সুযোগ দিচ্ছে এই সংস্থা

সেই উদ্দেশ্যেই গত সোমবার পরীক্ষার্থীদের আন্দোলন অভিযান বিকাশ ভবনে যাওয়ার আগেই পুলিশ ইন্দিরা ভবনের কাছে আটকে দেয়। কিছু পরীক্ষার্থীর দাবি অনলাইনে পড়াশোনা করতে তাদেরকে বেশ কষ্ট পেতে হয়েছে। পড়াশোনার (WB HS Result 2022) জন্য ব্যবহারযোগ্য মোবাইল দেওয়া হলেও দেওয়া হয়নি রিচার্জের টাকা। তাদের দাবি পরিবারের সামর্থ ছিল না ফোনে রিচার্জ করিয়ে দেওয়ার। তাদের অভিযোগ, ভাবা হয়নি দুস্থ পরিবারগুলির শিক্ষার্থীদের কথা।

কিন্তু কি বললেন শিক্ষামন্ত্রী?
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের এই দাবিতে চিঁড়ে ভিজবে না। অর্থাৎ শিক্ষামন্ত্রী জানান, সব পরীক্ষাতেই ১০০ শতাংশ পরীক্ষার্থী পাস করতে পারেন না। আর করোনার সময় কি পরিস্থিতিতে কী করা হয়েছিল সেটা আগলে ধরে বসে থাকলে তা হবে ভুল। উপরন্তু তিনি পরামর্শ দেন অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের। তাই এবার তারা ঠিক করেন বড় কিছু করার এবং আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে দেওয়ার। (WB HS Result 2022)

একাদশ শ্রেণীর রেজাল্ট কবে, দ্বাদশের ক্লাস কবে শুরু, জানিয়ে দিলো সংসদ

তিনি জানান, “এবছর ৮৮ শতাংশ পাস করেছে। সব পরীক্ষায় কি ১০০ শতাংশ পাশ করতে পারে? কোভিডের সময় সারা পৃথিবী জুড়ে কি অবস্থা। ১০০ বছর পর এরকম একটা ঘটনা ঘটে। পরীক্ষা হয়নি, ১০০ শতাংশ পাশ হয়েছে। কিন্তু এটাতো প্র্যাকটিস হতে পারে না। পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছে তখনও ১০০ শতাংশ পাশ করবে? যারা এই ধরনের আন্দোলন করছে, আমি অনুরোধ করব আন্দোলন প্রত্যাহার করে সামনের বছর ভালো করে প্রিপারেশন নিক।” (WB HS Result 2022)

পরীক্ষার্থীদের এই আন্দোলনের বিষয়ে আপনার কোন বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পোস্ট অফিসের এই স্কিমে একবার বিনিয়োগে মিলবে প্রতি মাসে প্রায় ৫ হাজার টাকা

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button