Breaking News School Holiday

Breaking News ফের ছুটি পড়তে চলেছে স্কুলে?

Breaking News, বর্ষা শুরু হয়েছে উত্তরবঙ্গে, নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। আর দক্ষিণবঙ্গের চিত্র উল্টো। দহনজ্বালা চলছে দিনের শুরু থেকেই। এই পরিস্থিতিতে স্কুলগুলো খুলে গিয়েছে। দীর্ঘ ৪৫ দিনের গরমের ছুটি কাটিয়ে ফের সরকারি এবং সরকারি পোষিত স্কুলগুলি চালু হয়েছে। শুরু হয়ে গিয়েছে স্বাভাবিক পঠন-পাঠন।

Advertisement

Breaking News in West Bengal

কিন্তু গরমের তীব্রতা এতটুকু না কমার জন্য ফের স্কুল বন্ধ করতে হবে কিনা তাই নিয়ে দ্বিধায় রয়েছেন শিক্ষা মহলের একাংশ। যদিও সরকারের তরফে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। রাজ্যজুড়ে তাপপ্রবাহের (Heatwave) কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি অনেকটাই এগিয়ে আনার কথা ঘোষণা করেন। তারপরে সেই দীর্ঘ সময়ের গরমের ছুটি শেষ হওয়ার পরে 15ই জুন বৃহস্পতিবার থেকে সমস্ত স্কুল খুলে গিয়েছে।

তবে গরমের তীব্রতা এতটুকু কমেনি। আর সেই কারণেই অভিভাবক- অভিভাবিকারা যথেষ্ট চিন্তিত। তারা চাইছেন এই গরমের সময়ে কূল হয় বন্ধ করে দেওয়া হোক আর তা না হলে মর্নিং সেশনে স্কুল চালানো হোক। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা সংসদের জেলা অফিসে গিয়ে অভিভাবকরা সেই দাবিও জানিয়ে এসেছেন।

Ads

তারপরেই দেখা গিয়েছে, হাওড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় মর্নিং সেশনে ক্লাস নেওয়া শুরু হয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ওই তিন জেলাই নিয়েছে। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্তের কথা জানানো হয়নি। শিক্ষা দপ্তর থেকেও কোনো নির্দেশ তারা এখনো পাননি।

Advertisement

“আর এই বিষয়ে শিক্ষা দপ্তর ও চিন্তাভাবনা করছে। যদিও গলকাল মুখ্যমন্ত্রী এক সভায় জানিয়েছেন, স্কুলে অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করতে”। তবে আগামী সপ্তাহে যদি গরম না কমে তাহলে নতুন করা ভাবনাচিন্তা করতে হবে। ইতিমধ্যেই হাওড়া সহ একাধিক জেলায় মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে ফের ছুটি না পড়লেও মরনিগ স্কুল শুরু হতে পারে। আর আগামী সপ্তাহে যদি পরিস্থিতির পরিবর্তন হয়, তাহলে স্বাভাবিক স্কুল ই চলবে। কিন্তু এই মুহুর্তে শিক্ষকদের কারন ছাড়া ছুটি নিতে বারন করা হয়েছে।

Advertisement

তবে ফের স্কুলগুলি ছুটি হবে কিনা সেই জল্পনার মধ্যেই শিক্ষামহলের একাংশ বলছেন, পুরোপুরি স্কুল বন্ধ করে দেওয়া ঠিক হবে না। কারণ ইতিমধ্যেই দীর্ঘ ছুটির কারণে পড়াশোনার যে ঘাটতি তৈরি হয়েছে (Breaking News), সেই ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষক- শিক্ষিকাদের। এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কাছে নির্দেশিকা জারি করা হয়েছে।

Ads
Primary TET 2014 - 32000 বাতিল প্রাথমিক শিক্ষক

ফলে পুনরায় স্কুল গরমের কারণে পুরোপুরি ছুটি দেওয়া হলে সমস্যা তৈরি হয়ে যাবে। সেই কারণেই তারা চাইছেন, যাতে গরম আপাতত যে কটা দিন চলবে, সেই কটা দিন মর্নিং স্কুল (Morning Session) করার কথা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই আবহাওয়ার বদল ঘটতে পারে। বর্ষা ঢুকে যেতে পারে (Monsoon) দক্ষিণবঙ্গে (Breaking News).

গরমের দিন শেষ, আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে, স্বস্তির বৃষ্টি কবে হবে, সুখবর দিল আবহাওয়া দপ্তর।

ফলে এই দহনজ্বালা অনেকটাই কমে যাবে। আবহাওয়ার পরিস্থিতিও স্বাভাবিক হবে। তাই এক্ষুনি স্কুলগুলি পুরোপুরি ছুটি দেওয়ার পক্ষে নন তারা। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে রিভিউ মিটিং (Review Meeting) করা হতে পারে বলে জানা গিয়েছে। এই তীব্র দাবদাহের কারণে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়েই বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। তবে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষুনি স্কুলগুলি পুনরায় ছুটি দেওয়ার ব্যাপারে কোনো আলোচনাতেই যাওয়া হচ্ছে না

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *