BSNL

যোগাযোগের সুবিধার্থে প্রায় সকলেই মোবাইল ফোনে রিচার্জ করে থাকেন। মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দাম অন্যেরা বাড়ালেও BSNL গ্রাহকের কথা মাথায় রেখেই এই সুবিধা চালু করছে। গ্রাহকদের স্বল্প মূল্যে রিচার্জের সুবিধা দিতে BSNL নিয়ে এলো আকর্ষণীয় প্ল্যান। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

BSNL এর এই রিচার্জ প্ল্যানে সকলেরই সুবিধা।

সাধারণ মানুষকে সস্তায় Mobile Recharge Plan দিতে BSNL সবসময় প্রথম সারিতে থাকার জন্য নতুন নতুন আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসে। এবারে বাজার ধরে রাখতেই বিএসএনএল এর এই বিশেষ উদ্যোগ। সাশ্রয়ী প্ল্যান রিচার্জ করলেই গ্রাহকেরা পাবেন বিশেষ সাশ্রয়। সারা বছরের চিন্তা হবে এক Mobile Recharge Plan – এই শেষ।

এবারের এই 1 বছরের প্ল্যান গ্রাহকেরা পেয়ে যাবেন মাত্র 321 টাকার বিশেষ আকর্ষণীয় মূল্যে। যেখানে অন্যান্য টেলিকম কোম্পানির ক্ষেত্রে এমন প্ল্যান তো নেই বরং সমসাময়িক প্ল্যান থাকলেও তার Mobile Recharge Price অনেকটাই বেশি। আর দেরি না করে আজই BSNL Mobile Recharge Plan নিয়ে নিন।

Ads

তবে কারা পাবেন এই বিশেষ প্ল্যান?
তবে এই Mobile Recharge Plan সকলে পাবেন না। এই Mobile Recharge Plan এর সুবিধা পাবেন শুধুমাত্র পুলিশ কর্মীরা আর তাও আবার তামিলনাড়ু রাজ্যের জন্য। এই প্ল্যান শুধুমাত্র তামিলনাড়ু এবং চেন্নাইতেই প্রযোজ্য থাকবে। তবে এই প্ল্যান সকলের জন্য এলে তা জানিয়ে দেওয়া হবে।

Advertisement

এই ক্ষেত্রে একই নেটওয়ার্কে ক্ল করার জন্য দেওয়া হবে 650 মিনিট। সাথে থাকছে ফ্রি SMS. এক্ষেত্রে 250 টি করে মেসেজ করা যাবে একই নেটওয়ার্কে। এছাড়াও থাকছে 15 জিবি করে ডেটা। আর অন্যান্য নেটওয়ার্কে কল করলে 15 পয়সা করে কাটা হবে প্রতি কলে। এছাড়া STD কলে চার্জ করা হবে 30 পয়সা করে প্রতি মিনিটে।

Advertisement

Mobile Recharge এর সস্তা নতুন 8 টি প্ল্যান লঞ্চ করলো Jio এবং Airtel. দেখেই রিচার্জ করুন।

এক্ষেত্রে রোমিং এর জন্য কোন চার্জ কাটা হবে না। তবে রোমিং এ থাকাকালীন অন্যান্য নেটওয়ার্কে কল করলে প্রতি কলে চার্জ কাটা হবে 30 পয়সা করে প্রতি মিনিটে। তবে পশ্চিমবঙ্গে ভ্যালিডিটি প্ল্যান হিসেবে 397 টাকার Mobile Recharge Plan বেশ জনপ্রিয়। এই Mobile Recharge Plan – এ কি কি সুবিধা দেওয়া হচ্ছে তা দেখে নেওয়া যাক।

Ads

397 টাকা দিয়ে BSNL Mobile Recharge করলে আপনি পেয়ে যাবেন পুরো 365 দিনের ভ্যালিডিটি। এছাড়া রিচারর করার পর প্রথম 60 দিনের জন্য থাকছে প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ডেটা ব্যবহারের দারুণ সুযোগ। আর কোন টেলিকম সংস্থাই এতো কম টাকার সারা বছরের রিচার্জ প্ল্যান অফার করে না। আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL-এর 397 টাকার প্রিপেড প্ল্যানঃ-
BSNL-এর 397 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান তার ব্যবহারকারীদের 60 দিনের জন্য সীমাহীন ভয়েস কল এবং 2GB দৈনিক ডেটা দেয়।  প্ল্যানের সামগ্রিক বৈধতা 365 দিন।  365 টাকার প্রথম Mobile Recharge Plan বেছে নেওয়া ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যক্তিগতকৃত রিং ব্যাক টোন (PRBT) এবং প্রতিদিন 100টি বিনামূল্যে SMS পাবেন।  ব্যবহারকারীদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তারা 2GB দৈনিক ডেটা খরচ না হওয়া পর্যন্ত উচ্চ গতি পাবে যার পরে গতি 80 Kbps-এ কমে যাবে।

ডিসেম্বরে AirTel এ আর মোবাইল রিচার্জ করতে হবে না, বিনামূল্যে পাবেন নেট, টকটাইম সবকিছু।

প্ল্যানটি যেকোন নেটওয়ার্কে BSNL আনলিমিটেড কলের সুবিধা দেয়।  যদিও PV-এর বৈধতা 365 দিন, ব্যবহারকারীরা PRBT-এর সাথে 60 দিনের জন্য সীমাহীন ভয়েস এবং ডেটা বিনামূল্যে পেতে পারেন।  60 দিন পরে, তারা ভাউচার রিচার্জ করে সীমাহীন ডেটা এবং কলিং সুবিধা পেতে পারে।

এমন অনেক Mobile Recharge Plan – এর নতুন অফারের খোঁজ পাবেন আমাদের ওয়েবসাইটে। এছাড়াও চাকরি, ব্যবসা, স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি নানা প্রকল্প সম্পর্কে জানতে দেখতে থাকুন সমস্ত প্রতিবেদন। আপনার নিজস্ব মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *