Mobile Recharge

বর্তমানে 150 টাকার নিচে যেকোনো Mobile Recharge Plan পাওয়া যেন সোনার পাথরবাটি।

Android এর ক্ষেত্রে Mobile Recharge Plan ভাউচার নিয়ে আজকে সবথেকে বড়ো খবর। মাত্র 22 টাকার রিচার্জ করলেই চলবে টানা 3 মাস। সত্যি সত্যি অবাক করা খবর। আজকের যুগে যেখানে 5G নিয়ে তোলপাড় সারা দেশ, সেখানে মাত্র 22 টাকাতে Mobile Recharge Plan একেবারেই ভাবনাতীত। আসুন বিশদে দেখে নেই।

Advertisement

ভারতের BSNL কোম্পানি কোলকাতা সার্কেল এর গ্রাহকদের জন্য নিয়ে এলো দারুণ Mobile Recharge Plan. মাত্র 22 টাকা দিয়ে আপনার BSNL এর নম্বরটি রিচার্জ করলে পেয়ে যাবেন 90 দিনের ভ্যালিডিটি। সাথে আরও পাবেন মাত্র 30 পয়সা প্রতি মিনিটের হিসেবে কলিং এর বিশেষ সুবিধা।

এর সাথে যদি আপনার অল্প বিস্তর Internet করার সুবিধা দরকার পড়ে, তাহলে এর সাথে আপনাকে একটি Data Voucher রিচার্জ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি মাত্র 13 টাকার রিচার্জে পাবেন 2 GB ইন্টারনেট এর সুবিধা। তবে সেটি চলবে মাত্র 24 ঘন্টা। এতো সস্তা রিচার্জ প্ল্যান পেলে ক্যাশ খরচই হবে এতো কম যে ক্যাশব্যাক লাগবে না। কারণ এখন যেকোনো রিচার্জ করতে গেলেই 200 টাকা খরচ হয়েই যায়।

Ads

জিও গ্রাহকেরা রিচার্জ করলেই 100 টাকা ছাড়, Click করে অফার কোড জেনে নিন।

এছাড়াও আপনি মাত্র 94 টাকার Mobile Recharge Plan এ রিচার্জ করলে পেয়ে যাবেন 3GB ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এর ভ্যালিডিটি পেয়ে যাবেন 45 দিনের জন্য। এছাড়াও 75 টাকার রিচার্জে পাবেন 2 GB ইন্টারনেট করার সুযোগ। এক্ষেত্রে ভ্যালিডিটি পাবেন 30 দিনের জন্য।

Advertisement

প্রকাশিত হলো Jio Vs Airtel 5G Plans, 5G পরিষেবা নিতে হলে কোলকাতা ও বেঙ্গল সার্কেলে কত রিচার্জ করতে হবে, জেনে নিন।

এছাড়াও মাত্র 397 টাকা দিয়ে রিচার্জ করলে BSNL এ পেয়ে যাবেন 200 দিনের সুবিধা। সাথে থাকবে প্রতিদিন 2 GB করে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করার সুবর্ণ সুযোগ। সাথে পাচ্ছেন প্রতিদিন 100 টি করে SMS পাঠানোর সুযোগ। এই রিচার্জে আপনি 60 দিনের জন্য পাবে সম্পূর্ণ বিনামুল্যে কলিং এর সুযোগ। এমন আরও আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ। Written by Mukta Barai.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *