মোবাইল রিচার্জ

এই নতুন বছরের সেরা মোবাইল রিচার্জ অফার নিয়ে এলো টেলিকম কোম্পানি – BSNL. যদিও না এনে উপায় নেই, কারণ এই টেলিকম জগতের প্রতিজগিতার ভিড়ে নতুন আকর্ষণীয় মোবাইল রিচার্জের অফার না আনলে গ্রাহক ধরে রাখা বেশ কঠিন একটি কাজ। তাহলে আর বেশি অপেক্ষা না করে জেনে নেওয়া যাক, এই অফার কারা নিতে পারবেন!

Advertisement

মোবাইল রিচার্জে এই অফার বাজারে তাক লাগিয়ে দিয়েছে।

প্রতি মাসে মাসেই নিজেদের মোবাইল রিচার্জ করার জন্য প্রায় প্রত্যেককেই বেশ ভালো টাকার মোবাইল রিচার্জ করতেই হয়। কারণ, একটা সময় এমন ছিল যে, কারো হাতে মোবাইল ফোন দেখলে সবাই যেন কোন এক অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো। কিন্তু এখন সেই দিন বদলে গেছে। এখন বরং কারো কাছে মোবাইল না থাকলে সবাই অবাক হয়ে যায়। BSNL কোম্পানির এই রিচার্জ দেখে নিন।

এই প্ল্যানে রিচার্জ করলেই মিলবে সুদীর্ঘ 365 দিনের ভ্যালিডিটি। আর প্রতিদিন মিলবে 2GB করে ইন্টারনেট ডেটা। এই ভ্যালিডিটি এর সাথেই মিলবে রোমিং সহ U/L হোম LSA এবং জাতীয় রোমিং সহ U/L ভয়েস (স্থানীয়/STD)(অন-নেট/অফ-নেট)। ডেটা 2GB ডেটা/দিন এর সাথে সাথে থাকবে প্রতিদিন 100 টি করে SMS পাঠানোর সুবিধা।

Ads

ইন্টারনেট এর নিরধারিত কোটা শেষ হয়ে গেলেও 40 kbps – গতিতে কমে যায়। তবে সমস্ত সুবিধা বিনামূল্যে শুধুমাত্র প্রথম 60 দিনের জন্য বৈধ। বিনামূল্যের পরে চার্জগুলি পরিবর্তিত হয়ে যাবে। সেক্ষেত্রে ভয়েস কল চার্জ কাটা হবে আলাদা করে। এই মোবাইল রিচার্জ প্ল্যানে রিচার্জ করলে 60 দিন পর থেকে লোকাল কল 1 টাকা/মিনিট হিসেবে কাটা হবে।

Advertisement

আরও একটি রিচার্জ প্ল্যানের কথা না বললেই নয়, সেটি হল 84 দিনের বৈধতা বৃদ্ধির প্ল্যান। এর সাথে সাথে এই মোবাইল রিচার্জ প্ল্যানে থাকছে 24 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ। মুম্বাই এবং দিল্লিতে MTNL নেটওয়ার্ক সহ FUP( গ্রাহক 250 মিনিটের বেশি আউটগোয়িং মিনিট ব্যবহার করা যাবে।

Advertisement

সাপ্তাহিক রাশিফল (16-22শে জানুয়ারি, 2023) – এই সপ্তাহ কেমন যাবে, দেখে নিন, পার্ট-২।

(স্থানীয়+STD+আউটগোয়িং রোমিং সহ অননেট/অফনেট কলে সীমাহীন রিচার্জ করার সুবিধা অনুসারে এই মোবাইল রিচার্জ করা যাবে। এক্ষেত্রে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, বেস প্ল্যানে চার্জ করা হবে মাঝরাত 00.00 ঘন্টা পর্যন্ত। দিনের বাকি 250 মিনিট ব্যবহারের পরে ট্যারিফ ধরা হবে। এক্ষেত্রে মাত্র 24 দিনের জন্য পাওয়া যাবে 1GB ডেটা।

Ads

MTNL এলাকা মুম্বাই এবং দিল্লি সহ বিনামূল্যে 100 এসএমএস মিলএব ফ্রিতে। তবে এই সকল বিনামূল্যের সুবিধার মেয়াদ মাত্র 24 দিন। গ্রেস পিরিয়ড I/II হল 7/365 দিন। এক্সটেনশন প্ল্যানের বৈধতা/মাইগ্রেশন যেকোন সক্রিয় প্ল্যানের মাধ্যমে হয়। PER মিনিট প্ল্যান। এই মোবাইল রিচার্জ প্ল্যান 2 টি অত্যন্ত আকর্ষণীয়। যারা একটি সিমের নাম্বারকে স্থায়ী নাম্বার হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যান অত্যন্ত লাভদায়ক।

প্রত‍্যেক ঘরে Airtel 5G পরিষেবা দেবে, জলের দামে হাইস্পিড ইন্টারনেট, মহা চিন্তায় Jio VI BSNL.

এমন আরও নানা ধরণের মোবাইল রিচার্জের অফার জানতে দেখতে থাকুন আমদের প্রতিবেদন। এছাড়া সরকারি ও বেসরকারি নানা প্রকল্প, চাকরি, ব্যবসা, আয়ের নানা সুযোগ সংক্রান্ত বিষয়ে আপডেট দেখুন। আপনার মুল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement
One thought on “BSNL এর 199 টাকা মোবাইল রিচার্জে ১ বছর সব কিছু ফ্রি, Jio Airtel এর মাথায় হাত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *