BSNL Prepaid Plans 2022 – BSNL এর এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান হার মানাবে বাকিদেরও, পাওয়া যাবে বিশাল সুবিধা।

BSNL Prepaid Plans – ৫০ টাকার BSNL এর রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিন।

পেশাদারী দিক থেকে কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করছেন সাধারণ মানুষ (BSNL Prepaid Plans)। তবুও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। আর তাই পরিবারের একজন সদস্য নয় বরং বাকিরাও কাজের সন্ধান করছেন। অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তাছাড়া গত বছর থেকে টেলিকম সংস্থাগুলিও একে একে বাড়িয়েছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম। এই অবস্থায় রাষ্ট্রয়ত্ব টেলিকম সংস্থা গ্রাহকদের জন্য স্বল্প মূল্যে নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান।

আর যাই হোক, মোবাইল রিচার্জ করাতেই হবে নিজের প্রয়োজনে। আর সেক্ষেত্রে খরচ হচ্ছে অত্যধিক টাকা। সেই দিকে খেয়াল রেখেই আনা হয়েছে BSNL এর দুর্দান্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান। যার মাধ্যমে গ্রাহকেরা পেয়ে যাবেন বিশেষ সুবিধা। চলুন তাহলে জেনে নেওয়া যাক। (BSNL Prepaid Plans)

সকল TET পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার ক্ষেত্রে এই বাধা থাকবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

BSNL-এর ১ বছরের রিচার্জ প্ল্যান-
BSNL-এর ৩৬৫ দিনের এই প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ডেটার সুবিধা। তবে নির্দিষ্ট ডেটা শেষ হয়েছে গেলেও গ্রাহকেরা পাবেন আনলিমিটেড ইন্টারনেট। সেক্ষেত্রে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। এছাড়া যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা। পাশাপাশি রয়েছে আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ। এছাড়া আনলিমিটেড কলার টিউন ৩০ দিনের জন্য, EROS এন্টারটেইনমেন্ট পরিষেবা ৩০ দিনের জন্য এবং লকধুন ৩০ দিনের সুবিধার সাথে উপলদ্ধ। (BSNL Prepaid Plans)

তবে এই রিচার্জ প্ল্যানটি ৩১ আগস্ট, ২০২২ সাল পর্যন্ত উপলব্ধ রয়েছে, এমনটাই খবর। এই অফার চলাকালীন গ্রাহকেরা এই প্ল্যান রিচার্জ করলে পাবেন অতিরিক্ত ৭৫ জিবি ডেটা। রিচার্জ মূল্য মাত্র ২৩৯৯ টাকা। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ৩৬৫ দিন।
এছাড়াও ৫০ টাকার কমে BSNL এর রিচার্জ প্ল্যান-
BSNL -এর ২২ টাকার রিচার্জ প্ল্যান– বিএসএনএলের এই প্ল্যানটিতে ইউজারেরা পাবেন ভয়েস ভাউচার। যে সকল গ্রাহকেরা কলের ক্ষেত্রে লম্বা বৈধতা যুক্ত প্ল্যানের অপেক্ষার ছিলেন। তাদের জন্য এই প্ল্যানটি। এই প্ল্যানের মাধ্যমে ইউজারেরা যে কোন ও নেটওয়ার্কে কল করতে পারবেন। খরচ প্রতি মিনিটে ৩০ পয়সা। প্ল্যান ভ্যালিডিটি ৯০ দিন।তবে এই প্ল্যানে কোনও ডেটা বা আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে এসএমএসের সুবিধা নেই। (BSNL Prepaid Plans)

অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ডিএ মেটানোর আইনি প্রক্রিয়া শুরু করলো নবান্ন

BSNL-এর ২৯ টাকার রিচার্জ প্ল্যান-
এই প্ল্যানে মোট ১ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ইউজারেরা। এছাড়া মোট ২৫০ মিনিট কল করার এবং মোট ৩০০ এসএম এসের সুবিধা পাওয়া যাবে। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ৫ দিন।
BSNL-এর ৪৪ টাকার রিচার্জ প্ল্যান-
এই প্ল্যানে কলিংয়ের জন্য প্রতি ২ সেকেন্ডের জন্য ১.২ পয়সা করে খরচ হবে। তবে এই প্ল্যানে ফ্রি ডেটা, কলিং বা এসএমএসের সুবিধা দেওয়া হবে না। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৬ দিন। (BSNL Prepaid Plans)

রিচার্জ প্ল্যান সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button