BSNL Recharge – এই রিচার্জ অফার, টেক্কা দিচ্ছে জিও, এয়ারটেলকে! দেখলেই মাসে মাসে টাকা ভরানোর দিন শেষ।

মোবাইল রিচার্জের দাম দিন দিন বেড়েই চলেছে। অধিকাংশ মানুষকেই মাসে মাসে বেশ চিন্তা করতে হয় মোবাইল রিচার্জ নিয়ে। BSNL Recharge নিয়ে এলো সেরা অফার। বর্তমানে অন্যান্য কোম্পানিগুলির রিচার্জের দাম দেখলে সাধারণ মানুষের মাথায় চক্কর লেগে যায়। একবার রিচার্জ করলে আর মাসে মাসে চিন্তা করতে হবে না। তবে তার জন্য আপনাকে জানতে হবে আজকের এই প্রতিবেদন।

মোবাইলে এই BSNL Recharge করলেই ১০ মাস নিশ্চিন্ত।

দেশের বড়ো বড়ো প্রাইভেট টেলিকম সংস্থা জিও, এয়ারটেলের ভিড়েও নিজস্ব গ্রাহক বেস তৈরি করে নিতে সক্ষম হয়েছে BSNL। এটি ভারতের একমাত্র সরকারি এবং বৃহত্তম টেলিকম সংস্থা। দেশের সরকারি টেলিকম সংস্থা BSNL তার গ্রাহকদের জন্য নানান সস্তার প্ল্যান প্রায়শই নিয়ে আসে বাজারে। সেই রকমই একটা প্ল্যান হল ৭৯৭ টাকার প্ল্যানটি। এই প্ল্যানটি রিচার্জ করালে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০০ দিনের ভ্যালিডিটি।

যেসব গ্রাহকরা মাসে মাসে রিচার্জ করানোর ঝামেলা নিতে চান না, তাদের জন্য এই BSNL Recharge প্ল্যানটি একেবারে আদর্শ। কারণ এখানে একবার রিচার্জ করালেই টানা ৩০০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে এই BSNL Recharge প্ল্যানটিতে লম্বা ভ্যালিডিটির পাশাপাশি মিলবে নির্দিষ্ট সময়ের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং আরও একাধিক সুযোগ সুবিধা। তবে এই রিচার্জ প্ল্যানটি খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি এখনও। BSNL-এর এই রিচার্জ প্ল্যানটির মূল্য রাখা হয়েছে ৭৯৭ টাকা।

এই ব্যাংকে ফিক্সড ডিপোসিট করলেই পাবেন আসল লাভের লাভ! সর্বাধিক সুদের হার পেতে এখুনি দেখুন।

আগে অবশ্য BSNL Recharge প্ল্যানটিতে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পেতেন গ্রাহকরা। কিন্তু বর্তমানে কোম্পানির তরফে ৬৫ দিন ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে, তাই এখন এই প্ল্যানটি রিচার্জ করলে ৩০০ দিন ভ্যালিডিটি মিলবে। BSNL এর যে সকল গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করবেন, তারা প্রথম ৬০ দিনের জন্য দেশের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। এর সাথে, প্রথম ৬০ দিনের জন্য গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা।

আগামী মাস থেকে রেশনে পাবেন, নতুন সামগ্রী, কোন কার্ডে কতটা পাবেন? রেশন কার্ডে যুক্ত হলো নতুন সুবিধা।

পাশাপাশি রয়েছে এসএমএসের সুবিধাও। রিচার্জ করার পর থেকে প্রথম ৬০ দিনের জন্য দৈনিক ১০০ টি করে এসএমএস পাঠানোর সুযোগও দেওয়া হবে গ্রাহকদের। BSNL এর ৭৯৭ টাকা মূল্যের এই প্ল্যানটিতে ৩০০ দিনের বৈধতা মেলে, তবে একই দামের অন্যান্য টেলিকম সংস্থার প্ল্যানগুলিতে আরও বেশি দিনের বৈধতা পাওয়া যায়।
Written by Parna Banerjee.

সম্পাদক

Leave a Comment