Budget 2024: বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল? সস্তা হলো কি কি? একনজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা
বছরের শুরু থেকেই বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে (Budget 2024)। কেন্দ্রীয় বাজেটের দিকে চোখ থাকে দেশের সমস্ত সাধারণ মানুষের। চলতি বছরের বাজেট নিয়েও উত্তেজনার পারদ চড়ছিল (Budget 2024)। তবে চলতি বছর ছিল লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। যার জন্য রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। নির্বাচনের ফল বেরোনোর পর তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শাসনভার তিনি তুলে নিয়েছেন নিজ কাঁধে। লোকসভা নির্বাচনের মাসখানেক বাদেই বাজেটের দিনক্ষণ ঘোষণা হল (Budget 2024)। গতকাল মঙ্গলবার ছিল কেন্দ্রীয় বাজেট (Budget 2024)। এই বাজেটের পর কোন, কোন জিনিসের দাম বাড়ল, আর কোন কোন জিনিসের দাম কমল, সেটাই মধ্যবিত্তের প্রধান বিবেচনার বিষয়। আসুন একনজরে জেনে নেওয়া যাক বাজেটে কোন কোন জিনিসগুলো বিশেষ করে সস্তা হল। জেনে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।
Budget 2024-25 (বাজেট ২০২৪-২৫)
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত কাল মঙ্গলবার লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ (Budget 2024-25)। চলতি বছরের বাজেটে (Budget 2024) একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের (Budget 2024) পর কমেছে বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক। যার ফলে আমদানি শুল্ক কম হওয়া পণ্যগুলি সস্তা হতে চলেছে।
অর্থাৎ দাম কমতে চলেছে এই সকল পণ্যের। আবার একই সঙ্গে বাড়তে চলেছে বেশ কিছু জিনিসের দামও। চলতি বছরের বাজেট সাধারণ মানুষের জন্য ঠিক কতটা ফলদায়ী হলো? এর দ্বারা সাধারণ মানুষ কতটা উপকৃত হতে পারবেন, আজকের প্রতিবেদন সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করবে। এই প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়ে নিন।
গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর বাজেট বক্তৃতায় সরকারের একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন। এই বক্তৃতায় স্পষ্ট যে, দেশের সাধারণ নাগরিকদের প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের দাম আরও বেশি সংরক্ষণ করতে সহায়তা করবে। কোন কোন দ্রব্যে আমদানি শুল্ক কমানো হলো, তার একটি তালিকা দেখে নিন। আমদানি শুল্ক কিসে কিসে বাড়লো তাও এক নজরে জেনে নিন।
বাজেটের পর সস্তা হল কোন কোন জিনিস?
২০২৪ সালের বাজেট বলছে, সরকার আমদানি শুল্ক কমিয়ে নিল বলে একধাক্কায় দাম কমলো সোনা, রুপোর মতো মূল্যবান ধাতুর। দাম কমলো মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, ও চামড়াজাত দ্রব্যের। একইসঙ্গে দাম কমছে সৌর বিদ্যুতেরও।
শুল্কের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ছাড় দিচ্ছে ক্যান্সারের তিনটি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও। এক লাফে চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি কোনো ধরনের দ্রব্য সামগ্রীর। আবার একই সাথে, ২০২৪ সালের বাজেটের পর আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন এক লাফে ৫০ হাজার থেকে হৃ ৭৫ হাজার টাকা।
হিসেব বলছে, মূল্যবান ধাতু যেমন সোনা, রুপো এবং প্লাটিনাম বাজেটের পর সস্তা হবে। সরকার স্বর্ণ ও রৌপ্যের ওপর শুল্ক কমিয়ে এনেছে। নতুন নিয়মে শুল্ক ধার্য করা হয়েছে ৬ শতাংশ। ফলে ধরে নেয়াই যায় আরও সস্তা হবে মূল্যবান ধাতুগুলি। সোনা ও রুপোয মত প্ল্যাটিনামের উপর থেকেও কমানো হয়েছে শুল্ক।
ধাতু প্লাটিনামের শুল্ক ৬.৪ শতাংশে নামিয়ে আনার কথাও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে সোনা, রূপা ও প্লাটিনামের দাম কমবে বলে ধরে নেওয়াই যায়। এর পাশাপাশি, মোবাইল ফোন চার্জার, সোলার প্যানেল ও লিথিয়াম ব্যাটারি, এবং ক্যান্সারের তিনটি জীবনদায়ী ওষুধ সস্তা হচ্ছে।
শুল্কে পরিবর্তন আসছে এক্স-রে মেশিনে ব্যবহৃত এক্স-রে টিউব, ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের মৌলিক কাস্টমেরও। যা খবর পাওয়া যাচ্ছে, ঘোষণা বাস্তবায়নের পর এগুলোর দামও কমতে চলেছে। এছাড়াও জানা যাচ্ছে, ফোন ও গাড়ির ব্যাটারির দাম কমতে চলেছে। ই-কমার্স সংস্থাগুলির জন্য TDS হার কমানো হয়েছে ১ শতাংশ থেকে ০.১ শতাংশে। বলাই যায়, তা প্রায় শূন্যে নেমে এসেছে।
আধার কার্ড ও ব্যাংক একাউন্ট লিংক থাকলেই টাকা পাবেন! শুধু এইভাবে আবেদন করুন
দাম বাড়ল কোন কোন জিনিসের?
২০২৪-২৫ সালের বাজেটের পর একলাফে দাম বাড়তে চলেছে অ্যামোনিয়াম নাইট্রেটের। এই পণ্যের ওপর কেন্দ্রীয় সরকার শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। বাজেটে সেই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পাশাপাশি, কিছু নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্কও বৃদ্ধি করা হয়েছে।
এই সকল পণ্যের শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, নির্মলা সীতারমনের বাজেট মধ্যবিত্তের মুখে হাসি ফোটাবে। বহুদিন মূল্যবৃদ্ধির যন্ত্রণায় ভুক্তভোগী সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমলে কিছুটা স্বস্তি ফিরে পাবেন তাঁরা।