Business Opportunities : ব্যবসা করার সুযোগ দিচ্ছে কেন্দ্র! হাতছাড়া করবেন না, শুরু করার পদ্ধতি দেখুন
Business Opportunities : আধার সেবা কেন্দ্র খুলে শুরু করুন এই ব্যবসা, জানুন বিস্তারিত
শিক্ষা পর্ব শেষ হয়ে গেলে প্রত্যেকেই কাজের (Business Opportunities) বাজারে হন্যে হয়ে খোঁজ শুরু করেন। সরকারি চাকরির বাজার যত সংকুচিত হয়ে আসছে, বেসরকারি ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী যোগ্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে, ততই দেশজুড়ে বেকার যুবক-যুবতীদের (Unemployed Youth) সংখ্যা রীতিমতো বেড়েই চলেছে।
বেসরকারি ক্ষেত্রে একদিকে মাসের শেষে বেতন পাওয়ার নিশ্চয়তা নেই, অন্যদিকে কতদিন সেই কাজ তিনি করে যেতে পারবেন সেই ক্ষেত্রেও সন্দেহের অবকাশ থেকে যায় (Business Opportunities)। ফলে বহু সময়ে জীবিকার তাগিদে অনেকেই নিত্য নতুন ব্যবসা Business) খোঁজার চেষ্টা করেন। কিন্তু ব্যবসা খুঁজলেই তো হল না। কোন ব্যবসা সঠিক উপায়ে করতে পারলে তবেই লাভের মুখ দেখতে পারবেন, সেই বিষয়টি নিয়ে রীতিমতো ধন্দে পড়ে যান অনেকে।
সেই সমস্যার কথা মাথায় রেখেই এখন এমন একটি ব্যবসার কথা বলব যে ব্যবসাটি (Business Opportunities) একদিকে যেমন সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে করতে পারবেন, আবার (Business Opportunities) দেশজুড়ে এই ব্যবসা করার সময় এবং সুযোগ দুটোই রয়েছে। কারণ প্রতিটি মানুষেরই এই বিষয়টির প্রয়োজন হয়ে পড়ে।
সরকারি নিয়ম অনুযায়ী এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় পত্রের একটি হলো আধার কার্ড (Adhar Card) এবার এই আধার কার্ড কেন্দ্র খুলে কিভাবে লাভজনক ব্যবসা করা যায়, সেই বিষয়ে বিশদে আলোচনা করা হবে (Business Opportunities)। আধার কার্ড কেন্দ্র খুলতে গেলে আপনার প্রথমেই লাগবে CSC আইডি। আবার এই CSC ID থাকলে আপনি আধার কার্ড এর পাশাপাশি রেশন কার্ড, প্যান কার্ড, শ্রম কার্ড ইত্যাদির উপরেও কাজ করতে পারবেন।
এবার দেখে নেওয়া যাক, প্রতিটি পদক্ষেপ অনুযায়ী কিভাবে আপনি CSC ID পাওয়ার জন্য অনলাইনে এই কাজটি করবেন:
প্রথমেই আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার খুলে CSC Official Website- এর রেজিস্টার পেজে চলে আসুন। পেজের ডাইরেক্ট লিংক হলো register.csc.gov.in
যখন আপনি এই ওয়েবসাইটটি খুলবেন, তখনই বেশ কিছু অপশন দেখতে পাবেন। তার মধ্যে দ্বিতীয় অপশনটি থাকছে Apply সেটিতে ক্লিক করুন (Business Opportunities)। এই অপশনে ক্লিক করলেই New Registration মেনু খুলে যাবে। ওই অপশনে ক্লিক করুন। Business Opportunities
এবার আপনার সামনে যে রেগিস্ট্রেশন পেজ খুলে গেছে সেখানে Select Application Type এতে ক্লিক করুন (Business Opportunities)। ড্রপডাউন মেনুতে CSC VLE খুলে যাবে। এতে ক্লিক করলেই আপনার কাছে TEC Certificate Number চাওয়া হবে। আশা করা যায় TEC Number আপনার কাছে আছে। যদি না থাকে কমেন্ট বক্সে জানান।
এবার TEC সার্টিফিকেট নাম্বার CSC-র Registration Page-এ বসিয়ে দিলে তার নীচের ঘরেই আপনার মোবাইল নম্বর চাওয়া হবে। সেখানে Captcha ফিলাপ করে Submit বাটনে ক্লিক করুন। এর পরেই আপনার মোবাইলে একটি OTP আসবে (Business Opportunities)। ওই পেজের নির্দিষ্ট জায়গায় সেটি বসান। আপনাকে আরো একটি Captcha পূরণ করতে হবে। আপনার বসানো Email-এ একটি OTP যাবে। সেটাকেও এই পেজে বসাতে হবে।
এবার একটি Form আপনার সামনে খুলে যাবে। যেখানে দেখবেন কিছু জায়গা আগে থেকে ফিলাপ করা রয়েছে (Business Opportunities)। এবার বাকি যেগুলো শূন্যস্থান রয়েছে সেগুলো সঠিকভাবে পূরণ করে সাবমিটে ক্লিক করুন। এবার আপনার কাছে পরের পেজে একটি Terms and Conditions দেখাবে। সেখানে ফাকা ঘরে একটি টিক চিহ্ন দিয়ে Generate OTP- তে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল এবং ইমেইলে OTP যাবে। যথাস্থানে OTP এবার বসিয়ে দিন।
এরপর দেখবেন আপনার সামনে যে ফরমটি খুলে যাচ্ছে সেখানে আপনার আধার কার্ড থেকে নেওয়া অধিকাংশ তথ্য দেওয়া রয়েছে। তবে আপনাকে কিছু কাজ এবার করতে হবে। আপনার ছবি আপলোড করবেন, Kiosk Name অর্থাৎ আপনার দোকানের নাম, আপনার দোকানের লোকেশন, PAN Details, Bank Details, ক্যানসেল চেক, (চেক বই না থাকলে পাস বইয়ের প্রথম পাতার ছবি দেবেন) আধার কার্ডের ছবি আপলোড করুন। তারপরে Terms and Conditions- এ ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এবার CSC-র Applications Reference ID আপনার কাছে চলে আসবে। রেফারেন্স আইডিটি যত্ন করে রাখবেন। এই আইডি আসা মানেই আপনার আবেদন গ্রহণ করা হয়েছে (Business Opportunities)। CSC গ্রুপ এবার আপনার এই আবেদনটি ভেরিফাই করবে। আপনার সমস্ত নথিপত্রের ভেরিফিকেশন হবে এবং আপনার ডিসট্রিক্ট ম্যানেজারের কাছে এই অ্যাপ্লিকেশনটি পাঠানো হবে। আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার এই আইডি ভেরিফাই করার পর আপনি CSC ID পাবেন।
CSC ID পেয়ে যাওয়ার অর্থ হলো আপনি আধার কার্ড কেন্দ্র খুলে এই লাভজনক ব্যবসাটি শুরু করতে পারবেন। এখানে আপনি সরকারি-বেসরকারি বিভিন্ন বিষয়ের ওপরেও কাজ করতে পারবেন।
Written by Rajib Ghosh
Tec no nei ..er bisoye ektu bolben?
TEC CERTIFICATION NO KOTHAI PABO
TEC নম্বর আমার নেই
কোথায় পাওয়া যাবে
TEC no ti thik ki dada janaben please
Tec certificate no ki kore pabo
TEC NUMBER নেই। কিভাবে এটা পাওয়া যাবে জানাবেন। আমি আঁধার কেন্দ্র খুলতে চাই।
Kothay pabo sir
TEC NO. KIBHABE PABO SIR JANALE KHUB UPOKAR HOY
Tec id ki ebong kivabe paowa jabe ektu janaben plz
TEC Number nei……ki vabe Pabo….sir
TEC nomber নেই। এটা পেতেগেলে কি করবো
TEC নাম্বার পেতে কি করতে হবে
TEC No. Nei kibhabe korbo?
Tec.no nay kothay babo
TEC নমবর কি ?আমার এই নমবর নেই কি করে এই নমবর পাব ফোন ৯০৩৮৪০৮২৩৮ কল পিলজ